নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোনার কাঠি রূপার কাঠি

মানুষ তার আশার সমান বড়

কামরুল ইসলাম সুখী

................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।

কামরুল ইসলাম সুখী › বিস্তারিত পোস্টঃ

উড়াল দিয়া যাইতাম

০১ লা জুলাই, ২০১৩ রাত ৯:১৪

পরান আমার ধুকপুক ধুকপুক করে

উড়াল দিয়া যাইতাম মনচায় প্রান বন্ধুয়ার ঘরে



ময়না পংখির গানের যাদু

এই পরানে লাগে মধু

কলিজাখান মুঠায় লইয়া হেচকা টান মারে

উড়াল দিয়া যাইতাম মনচায় প্রান বন্ধুয়ার ঘরে



মনের জ্বালায় অঙ্গার হয়ে

সাধের যৈবন গেল বয়ে

একবার যদি পাইতাম আমি তারে

উড়াল দিয়া যাইতাম মনচায় প্রান বন্ধুয়ার ঘরে



কার বিরহের প্রহর গুনে

একলা বইসা আপন মনে

বন্ধু আমার কানতে আছে কোন অন্তপুরে

উড়াল দিয়া যাইতাম মনচায় প্রান বন্ধুয়ার ঘরে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.