![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।
পরান আমার ধুকপুক ধুকপুক করে
উড়াল দিয়া যাইতাম মনচায় প্রান বন্ধুয়ার ঘরে
ময়না পংখির গানের যাদু
এই পরানে লাগে মধু
কলিজাখান মুঠায় লইয়া হেচকা টান মারে
উড়াল দিয়া যাইতাম মনচায় প্রান বন্ধুয়ার ঘরে
মনের জ্বালায় অঙ্গার হয়ে
সাধের যৈবন গেল বয়ে
একবার যদি পাইতাম আমি তারে
উড়াল দিয়া যাইতাম মনচায় প্রান বন্ধুয়ার ঘরে
কার বিরহের প্রহর গুনে
একলা বইসা আপন মনে
বন্ধু আমার কানতে আছে কোন অন্তপুরে
উড়াল দিয়া যাইতাম মনচায় প্রান বন্ধুয়ার ঘরে
©somewhere in net ltd.