নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোনার কাঠি রূপার কাঠি

মানুষ তার আশার সমান বড়

কামরুল ইসলাম সুখী

................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।

কামরুল ইসলাম সুখী › বিস্তারিত পোস্টঃ

উড়াল পংখি কই হারাইছে

০১ লা জুলাই, ২০১৩ রাত ৯:১৮

তোরা বল রে আমায় সই

আমার সোনার বধু কই

উড়াল পংখি কই হারাইছে পরানখানি লই



প্রানের যত মায়া ঢেলে ডাগর কালো আঁখি মেলে

বধুু আমার ভাসত প্রেমের জলে

কে জানিত সোনার বধু ঢালিয়া পরানের মধু

উঠবে মেতে সর্বনাশা ছলে



এখন একেলা এই গহীণ বনে কেমনে বেঁচে রই

উড়াল পংখি কই হারাইছে পরানখানি লই



পান পাতার ঐ মুখখানি আমারে দেয় হাতছানি

চোখ বুজিলেই তারে আমি দেখি

কোথায় গেল অভিমানী আমায় তারে দে না আনি

তার বিহনে জগত সংসার ফাঁকি



এখন ইচ্ছা করে মাটি খুড়ে জিন্দা কবর হই

উড়াল পংখি কই হারাইছে পরানখানি লই

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.