![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।
মরণ গাঙ্গের নাইয়া
তোমার জনম গেল ধুঁকে ধুঁকে ভাঙ্গা তরী বাইয়া
গাঙ্গে জলের ধারা দেখি না রে
পাতালপুরে ধুলি উড়ে
চাতক পাখি কাইন্দা মরে চান্দের পানে চাইয়া
জলের আশায় কোথায় গেলা
বাড়াইয়া পরাণের জ্বালা
জীবন খেলা সাঙ্গ হইব পেরেশানি লইয়া
তোমার জনম গেল ধুঁকে ধুঁকে ভাঙ্গা তরী বাইয়া
তোমার বক্ষ চুইয়া রক্ত ঝরে
চক্ষু বাইয়া বৃষ্টি পড়ে
মন পাখিরে বুঝ মানাইলা সুখের গীতি গাইয়া
জনম জনম সাধন
সকলই অরণ্যে রোদন
ছিনড়ব করলা মায়ার বাঁধন উড়াল পংখি হইয়া
তোমার জনম গেল ধুঁকে ধুঁকে ভাঙ্গা তরী বাইয়া
©somewhere in net ltd.