নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোনার কাঠি রূপার কাঠি

মানুষ তার আশার সমান বড়

কামরুল ইসলাম সুখী

................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।

কামরুল ইসলাম সুখী › বিস্তারিত পোস্টঃ

ওরে সোনা মন মানে না

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫

রয়েল মামা বয়েল জামা হলদে গায়ে গলে।

দশ বারোটা গোশ পরোটা জলদি খেয়ে বলে,

আকাশ কুসুম বুদ্ধি ঝেড়ে রবিন হতচ্ছাড়া-

ঢিসুম ঢাসুম রদ্দি ছাড়ে অভিজ্ঞতা ছাড়া !



রাম ছাগুলে লোকটা ছিল ধাপ্পা-কুঁড়ে-বেকার।

শ্যাম পাগলে নোকতা দিল গপ্পো-ছড়া লেখার।

পায় না কিছু, লেখার ইস্যূ- বসে বাঁদর গোনে।

সে দুর্গতি করতে গতি আসে সোদঁর বনে।



টাটকা-নবীন-ধাপ্পা রবিন বেজিটেজি দেখে-

দুলিয়ে মাথা এলিয়ে খাতা হিজিবিজি লেখে।

পানসে-ফাঁকা তার সে লেখা যেই না হল ছাপা-

ধাপ্পা-কুঁড়ে-মূর্খ-বেকার সেই যে গেল চাপা।



ভাওতা মেখে চোওথা লেখে ভন্ড রবিন হাবু!

সদর জেলে আদর খেলে ঠান্ডা হতেন বাবু ।

নাম কামিয়ে মোম জ্বালিয়ে করতে এল শিকার-

অস্ত্র হাতে অষ্ট রাতে বলতে গেলে বেকার।



মশার পালে কয়েল জ্বেলে রইল বসে মাচায়।

কেমন পাগল! দু’তিন ছাগল থুইল নীচে খাঁচায়।

রবিন বাবু দারুন কাবু কান্না চোখে ভাসে;

জানতো কী সে ক্যামোফ্লাজে বান্দা সুখে হাসে!



ওরে সোনা মন মানে না-বলেই লাফায় নীচে।

পড়বি তো পড় বাঘের উপর,পড়েই পালায় মিছে।

অস্ত্র হাতে মধ্য রাতে পালাস কেনে হ্যাঁদা ?

নিশান মেপে ট্রিগার চেপে কর না গুলি, গাধা!



রবিন সোনা চাঁদের কনা অস্ত্র করে তাক।

বাঘ মামারে খাইছি তোরে-জোরসে মারে হাঁক।

আমার চোখে চশমা দেখে ট্রিগারটা না টিপে-

টাসকি খেয়ে ভস্কে গিয়ে, দাঁত ফুটাল জিভে।



রাগের মাথায় পিছের পাঁ’টায় দিলাম জবর চাটি-

কী বেহায়া! রবিন ভায়া ধরল আমার পাঁ’টি।

দয়াল মামা দি দেও ক্ষমা বলেই ব্যাটা কাঁদে-

প্রাণের দায়ে জড়ায় পাঁয়ে হাজার টাকা সাধে।



বোকার বোকা ঘুষের ধোঁকা আমায় কেন দিলি!

খবিশ ওরে ভাবিস কি রে হারাম টাকা গিলি?

আতর মেখে কাতর মুখে লেখক ভায়া বলে,

লিখব গিয়ে তোমায় নিয়ে এবার মামা চলে?



দু’পা মুড়ে লেজে পড়ে চাইল যখন মাফ।

রবিনটারে দিলাম ছেড়ে দিলটা রেখে সাফ।

বাঘের কথা বাঘ রেখেছে রাখল না তো মানুষ।

জানতো কে রে জগত জুড়ে ওড়ে কথার ফানুস!



লিখেছে সে বাঘ মেরেছে গন্ডা হালি হালি;

হুজুগ গেলে, সুযোগ পেলে মাখাব চুনকালি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ওরে জটিল! তবে বিষয়টা আরো একটু ধোয়াসা কম হলে ভালো হতো। তবে এত সুন্দর করে মিল দিয়ে লেখাটাও কঠিন।

অনেক অনেক ভালো লাগলো।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩

কামরুল ইসলাম সুখী বলেছেন: আপনার ভাল লাগায় বড় প্রীত হলাম।
ছড়ায় গল্প বলার চেষ্টা করা হয়েছে বলে একটু বড় হয়ে গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.