নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোনার কাঠি রূপার কাঠি

মানুষ তার আশার সমান বড়

কামরুল ইসলাম সুখী

................................................................................................................................................... চোখের মাঝে চোখ শুধু নয় চোখেই থাকে জল। চোখের মাঝে সাগর থাকে অশ্রু টলমল।

কামরুল ইসলাম সুখী › বিস্তারিত পোস্টঃ

ওখানে স্বপ্ন বাঁচে কীট পোকাদের মত

২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬

ওটা কি মুক্ত ব-দ্বীপ;

নাকি ঘোর বধ্যভূমি?

কী জ্বলে? আগুন না দীপ-

কী করে বলবে তুমি?



সেখানে সূর্য হাসে রক্ত-তৃষা নিয়ে,

হামেশা লক্ষ্মী পেঁচা মৃত্যু আনে বয়ে;

সোনালী ফসল মাঠে বারুদ চাষের খেলা-

উতলা নদীর বুকে অকাল প্রাণের মেলা।

মানুষের বুদ্ধি মনন ভীতির চূড়ায় বাধা-

সে মাটি আপদ পোষে, গুতোয় ষাড়ে গাধা!



ওটা কি সেই জনপদ?

যেখানে ঘৃন্য শ্বাপদ

লেলিহান জিহ্বা মেলে-

ওড়ে না শুভ্র কপোত!



ওখানে স্বপ্ন বাঁচে কীট পোকাদের মত-

হায়েনা শকুন দানব বধের নেশায় রত,

প্রীতিময় কীর্তিপুরুষ বুলেট বুকে মরে;

হাজারো বেবুঝ কচি ক্রসফায়ারে ঝরে।

ওখানে ভালোবেসে কেউ ধরে না বাজী-

শহীদের স্মৃতি বেচে সকল কাজের কাজী।



ও মাটি রক্ত চোষা-

অনাচার পাপের নেশা

তোলে শির হরহামেশা,

মেটে না মরণ তৃষা।



ওখানে দীপ্ত যুবা জ্বালাও পোড়াও শেখে,

সুচতুর মহান জ্ঞানী ঘুষের নাটক লেখে;

নিদারুণ ক্লীষ্ট প্রাণি কেঁচোর প্রাণে বাঁচে-

মায়াময় কৃষ্ণকলির লাশটি ঝোলে গাছে।

ওখানে বানর হনু ভাঙ্গছে মাথায় কাঠাল-

মায়াবী শাসক প্রভু ডান্ডা বেড়ির লাঠাল।



ওটা কি দেশ নাকি সেই

কুরুদের যুদ্ধ ভূমি?

কি ফোটে? ফুল নাকি ভুল-

কী করে বলবে তুমি?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪

মোঃ নজরুল ইসলাম বলেছেন: অদম্য তারুণ্যতে প্রকাশিত প্রতিটি কবিতার জন্য প্রত্যেক কবিকে শর্তসাপেক্ষে ১৫টি কবিতার বই সরবরাহ করা হবে। তাই এখনো যারা কবিতা পাঠাতে চান পাঠিয়েদিন লেখার সাথে ঠিকানা ও ফোন নাম্বার দিতে ভুলবেন না। লেখা অবশ্যই sutonnyMJ ফন্টটি ব্যবহার করবেন। সর্বশেষ তথ্য জানার জন্য আমাদের পেইজের সাথে থাকুন। https://www.facebook.com/SristyProkashony

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.