![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই সমস্যা সমাধান করা যায় দুই ভাবে,
১। ডস কমানড এর সাহায্যে।
২। অ্যান্টি ম্যালওয়্যারের সাহায্যে।
ব্যাখ্যা ১ :
পেনড্্রাইভকে কম্পিউটার এর সাথে যুক্ত করুন। ড্রাইভ লেটার টি দেখে নিন। তারপর স্টার্ট থেকে রান এ যান এবং লিখতে হবে সি, এম, ডি। এবারে attrib-h-r-s/s/d/j: /*.*
ককমান্ড টি লিখুন। এবার j এর জায়গায় আপনার পেনড্রাইভের লেটারটি লিখুন এবং enter চাপুন। এখন আপনার পেনড্রাইভটি পরীক্ষা করে দেখুন, সমাধান হয়ে গেছে,।
ব্যাখ্যা ২:
http://goo.gl/srscbk ঠিকানার ওয়েভ সাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে কম্পিউটার এ ইন্সটল করে নিন। এরপর সফটওয়্যারটি চালান। এরপর scan এ ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন। scan হওয়ার পর যে পরদাটি আসবে, সেটিতে দেখুন show result লিখা আছে এবং ক্লিক করুন। এবারে removed selected এ ক্লিক করুন। এবার কম্পিউটার রিস্টার্ট করলে সমস্যা সমাধান পাওয়া যাবে।
©somewhere in net ltd.