নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফিল্যান্সার

কামরুল হোসেন ২৯৬

ফ্রিিলযান্্সার

কামরুল হোসেন ২৯৬ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন পুরনের আশায় একটু শপ্ন দেখাই, আমরাও তো স্বপ্ন বিলাসি-তবে তার দোষ কি?

১৮ ই জুলাই, ২০১৪ ভোর ৪:২৮

ছেলেটার নাম প্রকাশ করলাম না । বাড়ি চাঁদপুরের কচুয়া । বাবা কৃষি কাজ করেন , পাঁচ ভাই বোন । কেউই স্কুলের গণ্ডি পেরুতে পারেনি সে ছাড়া । এস এস সি তে বিজ্ঞান বিভাগ থেকে এ প্লাস (ফিজিক্স এ এ প্লাস মিস ) । এইচ এস সি দেয় বড় বোনের কাছে থেকে , লাকসামে । নবাব ফয়জুন্নেছা কলেজ থেকে ।



বিদ্যানন্দের ফ্রি ভার্সিটি কোচিং এর খবর তার কানে পৌঁছে , সে ফোনে যোগাযোগ করে । তার বক্তব্য অনেকটা এরকম – কোচিং করা দূরে থাক , ভার্সিটি তে ভর্তি পরীক্ষার জন্য ফর্ম কেনার আর্থিক সঙ্গতি ও তার নেই । সে জানেনা সে কি করবে ,”বিদ্যানন্দ “ ই তার একমাত্র ভরসা । সে এখানে ফ্রি কোচিং করতে চায় । কিন্তু চট্টগ্রাম এ তার পরিচিত কেউ নেই । থাকা , খাওয়ার ও কোন ব্যবস্থা নেই ।

এমতাবস্থায় আমরা তাকে আমাদের এখানে চলে আসতে বলি । লাইব্রেরির ই এক কোণে কোন মতে তার থাকার ও খাওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া হয় আমাদের খরচে ।



আমি নিজে তার সাথে কথা বলি । ছেলেটা খুব বেশি ট্যালেন্টেড না হলেও যথেষ্ট পরিশ্রমি । বই ঘাটার অভ্যেস আছে । পাঠ্য বই এর বাইরেও মোটামুটি ভাল আইডিয়া রাখে (তার সাথে ইতিহাস , রাজনীতি নিয়ে আলোচনা করে বুঝেছি ) ।

তার আগ্রহ মেডিক্যাল এ পড়ার । কিন্তু বিদ্যানন্দে মেডিক্যাল কোচিং আমরা এবার চালু করতে পারি নি । আমি নিজে যত টুকু পারি তাকে দেখাচ্ছি ।তার পারফর্মেন্স আহামরি কিছু না হলেও একেবারে খারাপ না এবং আমি আশাবাদি, তার উন্নতির ও ভর্তি পরীক্ষায় ভালো ফলাফলের ব্যপারে ।



গীত অনেক গাইলাম , এবার একটু অনুরোধ জানাচ্ছি । এতদিন পর্যন্ত বিদ্যানন্দ আর্থিক সহায়তা চায়নি কারো কাছে । কিন্তু , এই ভার্সিটি কোচিং এর জন্য আমাদের জলের মত টাকা যাচ্ছে । বিজ্ঞান , ব্যবসা , মানবিক –তিন বিষয়ের কোচিং ,সাথে তাদের প্রয়োজনীয় বই কিনে দেওয়া , টিচার দের সম্মানি , (সব বিষয়ের জন্য ফ্রি ক্লাস নেওয়ার মত শিক্ষক আমরা পাইনি ) ইত্যাদি মিলিয়ে বেশ বড় একটা খরচ ।সব দিক সামলাতে আমরা হিম সিম খাচ্ছি ।



তাই আপনাদের কাছ থেকে কিছুটা সাহায্য চাচ্ছি । বিশেষ করে বলব এই ছেলেটার কথা । সে অনেক আশা করে সেই চাঁদপুর থেকে এসেছে । আমরা জানি না , আর কতদিন এভাবে তাকে এখানে রাখতে পারব । আপনারা তাকে আর্থিকভাবে কিংবা পুরাতন ভর্তি গাইড , বিভিন্ন কোচিং সেন্টার এর প্রশ্ন ইত্যাদি দিয়ে – যেভাবেই হোক সাহায্য করতে পারেন ।



আমার কথায় বিশ্বাস করতে বলছি না,আপনারা নিজেরা এসে দেখে যাচাই করে নেবেন প্রয়োজনে ।



ধন্যবাদ (সংগৃহীত ঃ নেসার)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.