![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গৃহযুদ্ধের সময় দুর্ভিক্ষের কারণে একটি গ্রামে ফসল তোলার পরপরই ডাকাতরা এসে ফসল কেড়ে নেয়, প্রতিবাদ করলে হত্যা করে, যুবতী মেয়েদের উঠিয়ে নিয়ে যায়। ডাকাতদের মোকাবেলা করে ফসল রক্ষার জন্য তাঁরা শহর থেকে সাতজন সামুরাই যোদ্ধা ভাড়া করে। সাতজন সামুরাইয়ের গ্রাম রক্ষা এবং হাসি-কান্না, খুনসুটি, দুঃখ-কষ্ট, দুর্দশা, প্রেম-ভালোবাসা নিয়েই সাচিনিন নো সামুরাই’ অর্থাৎ সেভেন সামুরিয়ায়ের গল্প এগিয়ে যায়।
১৯৫৪ সালে নির্মিত মুভিটি আবর্তিত হয়েছে ১৫৮৭ সালের প্রেক্ষাপটে। তখন জাপান জুড়ে চলছে বিভিন্ন রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। আকিরা কুরোসাওয়া পরিচালিত সব চাইতে জনপ্রিয় ও নন্দিত চলচ্চিত্র এই সেভেন সামুরাই। মুভিটি যেমন জনপ্রিয়তা পেয়েছে তেমনি আবার সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে ঢের। নিঃসন্দেহে একটি মাস্টারপিস মুভি। সেই ১৯৫৪ সালে মুক্তি পাওয়া মুভিটি আপনাকে প্রতিনিয়ত হাঁসাবে-কাঁদাবে, পরক্ষনেই জীবনের বাস্তবতা আপনার আবেগ ধরে টান মারবে।
জাপানি চলচ্চিত্র শিল্পের অগ্রদূত আকিরা কুরোসাওয়া নির্মিত মুভিটি বিশ্ব চলচ্চিত্র শিল্পে একটি মাইলফলক হয়ে আছে। ‘ইকিরু’ (১৯৫২) মুভির দুই চিত্রনাট্যকার শিনোবু হাশিমোতো ও হিদেউ অগুনিকে নিয়ে আকিরা কুরোসাওয়া সেভেন সামুরাইয়ের চিত্রনাট্য তৈরি করেন। এটিই আকিরার যথার্থ কোনো সামুরাইয়ের প্রকল্প। সেই সময় হিসেবে মুভিটির গল্প আর দশটা মারদাঙ্গা ছবির ন্যায় মনে হলেও আকিরা এই মুভিতে পর্দায় গল্প বলার নব রীতির সূচনা করেছিলেন।
আইএমডিবি বিশ্বসেরা মুভি-২৫০ তালিকায় বর্তমানে ৮.৭ রেটিং নিয়ে ২০ (পরিবর্তনশীল) নাম্বারে অবস্থান করছে মুভিটি। মুক্তির ৬ বছর পরেই ১৯৬০ সালে এটির রিমেক বের করা হয় “দ্যা ম্যাগনিফিসেন্ট সেভেন” নামে।
মুভিটি বাংলা সাবটাইটেল দিয়ে উপভোগ করতে পারেন, যা মুভি উপভোগে যোগ করবে ভিন্ন মাত্রা। চাইলে নিচের লিঙ্ক থেকে নামিয়ে নিন।
=> বাংলা সাবটাইটেল ডাউনলোড
১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২২
কামরুল হাসান শিমুল বলেছেন: জ্বি, ভাই, আপনাকেও ধন্যবাদ।
২| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনুগ্রহ করে ডাউনলোড লিংক সরিয়ে নিন।
১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৪
কামরুল হাসান শিমুল বলেছেন: কেন ভাই? এটা কি নিয়মের পরিপন্থি? আমার সঠিক জানা নেই। নিয়ম বহির্ভূত হলে সরিয়ে ফেলবো।
৩| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, যে কোন ধরনের পাইরেটেড লিংক অনুমোদন করা হয় না। আপনি দ্রুত লিংকগুলো সরিয়ে নিন।
১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০২
কামরুল হাসান শিমুল বলেছেন: মুভি ডাউনলোড লিঙ্ক সরিয়ে নেয়া হয়েছে। যেহেতু পোস্টটি বাংলা সাবটাইটেল বিষয়ে সেহেতু বাংলা সাবটাইটেল লিঙ্ক কি রাখা যাবে?
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৬
ফয়সাল রকি বলেছেন: ভাল সিনেমা। লিংকের জন্য ধন্যবাদ।