| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে করুন আপনি সদ্য ডাক্তারি পাস করে এডভেঞ্চারের নেশায় উগান্ডায় পাড়ি দিয়েছেন। ঘটনাক্রমে সখ্যতা গড়ে ওঠে স্বয়ং উগান্ডার প্রেসিডেন্টের সাথে। একটি ঘটনায় প্রেসিডেন্ট অনেকটা জোর করেই আপনাকে তাঁর ব্যক্তিগত চিকিৎসক নিযুক্ত করে। সেই সুবাদে প্রেসিডেন্টের পরিবারের সাথেও ঘনিষ্ঠ সখ্যতা গড়ে ওঠে। সত্যিই অবাক হচ্ছেন? অবাক হওয়ার পালা তো কেবল শুরু। ধীরে ধীরে আপনার সামনে খুলে যেতে থাকে এক এক করে চোখ কপালে ওঠার মতো ঘটনা। যতোই এগোতে থাকে ততোই খুলতে থাকে গল্পের জট।
উগান্ডার স্বৈরশাসক ইদি আমিনের শাসনামলে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে মুভিতে। ২০০৬ সালে “ব্লাড ডায়মন্ড” মুভিতে অভিনয়ের জন্য লিওনার্দো ডিক্যাপ্রিও অস্কার না পাওয়ায় যতোটা হতাশ হয়েছিলাম, এই মুভিতে ফরেস্ট হোয়াইট্যাকারের দুর্দান্ত অভিনয়ের জন্য অস্কার পাওয়ায় কেটে গেছে সেই হতাশা। এককথায় মনমাতানো অভিনয় করেছেন তিনি।
অত্যন্ত যত্নসহকারে মুভিটির বাংলা সাবটাইটেল তৈরি করা হয়েছে। মুভি উপভোগে আপনাকে দেবে ভিন্ন মাত্রা।
=> বাংলা সাবটাইটেল ডাউনলোড 
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৬
কামরুল হাসান শিমুল বলেছেন: বাংলা সাবটাইটেল দিয়ে আবারও দেখে ফেলুন।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
বিজন রয় বলেছেন: দারুন।