নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মতো কিছু নেই।

কামরুল হাসান শিমুল

ধৈর্য সহকারে মুভি দেখা ছাড়া বিশেষ তেমন কিছু পারি না।

কামরুল হাসান শিমুল › বিস্তারিত পোস্টঃ

Princess Mononoke (1997) – কালজয়ী জাপানি এ্যানিমেশন

১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০১

পাহাড়ের কোলঘেঁষে গড়ে ওঠা শান্তিপ্রিয় গ্রামবাসীর ওপর আক্রমণ শুরু করে দিশেহারা এক অভিশপ্ত অতিকায় বন্য শূকর। একের পর এক ধ্বংসলীলা চালানো দেখে গ্রামের রাজকুমার আশিতাকা ঝাঁপীয়ে পড়ে শূকরের ওপর, আর তাঁকে হত্যা করে রক্ষা করে গ্রামকে। কিন্তু মৃত্যুর আগে বন্য শূকর আশিতাকার হাতে দিয়ে যায় বিষাক্ত কামড়। ফলে তাঁর হাঁতে সৃষ্টি হয় মারাত্মক ক্ষত, যা ধীরে ধীরে বাড়তে থাকে।

গ্রামের মুরুব্বীর পরামর্শে হাতের ক্ষত সারাতে শূকরের আসার পথ অনুসরণ করে রওনা হয়ে সে। কিন্তু সেখানে গিয়ে জড়িয়ে পড়ে বনের বন্য দেবতা আর এক লৌহ-কারখানার মালিকের ভয়ানক যুদ্ধে। আশিতাকা দৃঢ় প্রতিজ্ঞ এই ধ্বংসাত্মক যুদ্ধ থামাতে। ঘটনাক্রমে পরিচয় হয় এক রহস্যময় রাজকুমারি মনোনোকের সাথে। তাঁরা কী পারবে এই ধ্বংসাত্মক যুদ্ধ থামাতে? আর এই রহস্যময় রাজকুমারিই বা কে? জানতে হলে দেখতে হবে মুভিটি।

স্টুডিও জিবলির কিংবদন্তি জাপানি অ্যানিমেশন চলচ্চিত্রকার হায়াও মিয়াজাকির অনবদ্য সৃষ্টি এই মনোনকে হাইম বা প্রিন্সেস মনোনকে। আইএমডিবি টপ-২৫০ এ ৮.৪ রেটিং নিয়ে বর্তমানে ৬৫ নাম্বারে অবস্থান করছে।

বাংলা সাবটাইটেল দিয়ে মুভিটি দেখতে পারেন। অত্যন্ত যত্নসহকারে বাংলা সাবটি করা হয়েছে। আশাকরি হতাশ হবেন না।

=> সাবসিন ডট কম থেকে বাংলা সাবটাইটেল নামিয়ে নিতে পারেন।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.