![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পঙ্গুত্বের অভিশাপ অসহনীয় একটি সমস্যা। একজন পঙ্গু মানুষের দৈনন্দিন খাওয়ানো, টয়লেট করানো, গোসল করানো, সেবা-শুশ্রূষা থেকে শুরু করে সব কাজকর্ম সম্পাদন করা সহজ ব্যাপার নয়। এই মুভিটির গল্পও এক পঙ্গু মানুষকে নিয়ে যে কিনা সুস্থাবস্থায় পেশায় প্যারাগ্লাইডার ছিলো। ফ্রান্সের বিখ্যাত প্যারাগ্লাইডার ফিলিপকে নিয়ে সত্য ঘটনা অবলম্বনে মুভিটি তৈরি হয়। প্যারাগ্লাইডিং করতে গিয়ে এক দুর্ঘটনায় প্যারালাইজড হয়ে যাওয়ার পর সেবা-শুশ্রূষার জন্য লোক রাখা হয় কিন্তু এক সপ্তাহের মধ্যেই সবাই ইস্তফা দিয়ে চলে যায়। অবশেষে “ড্রিস” নামের উগ্র স্বভাবের এক কৃশাঙ্গকে কাজটি দেয়া হয়, যে কিনা স্বর্ণ-দোকানে ডাকাতি মামলায় ৬ মাসের কারাবাসি।
প্রথমে আপত্তি করলেও ধীরে ধীরে সবকিছু মানিয়ে নেয় সে। পঙ্গুত্বের অভিশাপে অভিশপ্ত ফিলিপের একঘেয়ে জীবনকে আনন্দময় আর উপভোগ্য করে তুলে সে। সেবা-শুশ্রূষার পাশাপাশি বিভিন্নভাবে তাঁকে উৎসাহিত করে তাঁর জীবনকে রাঙিয়ে দেয়। এদিকে উগ্র স্বভাবের ড্রিসও ফিলিপের সাথে থাকতে থাকতে আচার আচরণে পরিবর্তন আনে। ধীরে ধীরে শান্ত-শিষ্ট স্বভাবের এক সুবোধ বালকে পরিনত নয়। নিজের জীবনের কালো অধ্যায়কে ভুলে জীবনকে নতুন করে সাজাতে উদ্যোগী হয়।
অনেকদিন একসাথে থাকতে থাকতে তাঁদের মাঝে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু জীবনের তাগিদে একসময় ফিলিপকে ছেড়ে যায় ড্রিস, আবার এলোমেলো আর নিরানন্দ হয়ে যায় ফিলিপের জীবন। প্রতিটি পদে পদে ড্রিসকে অনুভব করে। ড্রিসের স্থলে আরেকজন তত্তবধায়ক রাখা হয় কিন্তু সে পারে না ড্রিসের শূন্যস্থান পূরণ করতে।
মুভিটি বর্তমানে ইউজার রেটিংয়ে আইএমডিবি বিশ্বসেরা মুভি-২৫০ তালিকায় ৩৮ নাম্বারে অবস্থান করছে। মুভিটি পরিচালনা করেছেন Olivier Nakache & Éric Toledano এবং অভিনয় করেছেন François Cluzet, Omar Sy। মুক্তির নয় সপ্তাহ পর ফ্রান্সের সবচেয়ে সেরা বক্স অফিস মাতানো মুভির খ্যাতি অর্জন করে মুভিটি।
মুভিটি চাইলে বাংলা সাবটাইটেল দিয়েও উপভোগ করতে পারেন। যা আপনাকে দেবে মুভি উপভোগের ভিন্ন মাত্রা। খুব যত্ন করে সাবটি করা হয়েছে, কেমন লেগেছে জানাতে ভুলবেন না।
২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৩
কামরুল হাসান শিমুল বলেছেন: ধন্যবাদ।
২| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫০
বেদের ছেলে মফিজ মিয়া বলেছেন: গরমে খাসিতে পরিণত হলো রাজারবাগের তিন কুকুর !
প্রচন্ড গরমে এবার খাসিতে পরিণত হলো একই পরিবারের তিনটি কুকুর। রাজধানীর রাজারবাগে মির্জা আব্বাসের বাড়ির সামনে এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে। উৎসুক জনতার ভীড় সামলাতে খাসি তিনটিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ কুকুর তিনটি ওই এলাকায়ই বসবাস করছিলো। এরমধ্যে ছিলো একজন ছিলো মহিলা কুকুর। আর দুজন ছিলো তার দুই সন্তান, পুরুষ কুকুর। প্রতিদিনকার মত আজ সকালেও তারা রোদ পোহাতে এলাকার একটি কনফেকশনারী দোকানের সামনে গিয়ে বসে। বিশ্রাম নিতে নিতে একসময় তারা ঘুমিয়ে যায়। ঘুমের মধ্যেই তাদের দেহের আবরণ বদলাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই বদলে যায় পুরো দৃশ্য। রোদের উত্তাপে খাসিতে পরিণত হয় কুকুর তিনটি !
খাসির হবার পর পুলিশের হেফাজতে তিন কুকুর
এসময় ভয় পেয়ে আশেপাশের লোকজন চিৎকার চেচামেচি শুরু করলে খাসি তিনটির ঘুম ভেঙ্গে যায়। এবং একে অপরকে অবাক হয়ে দেখতে থাকে।
শেষখবর পাওয়া পর্যন্ত বিবিসি, সিএনএন ও রয়টার্স থেকে তিনজন সাংবাদিকসহ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ইতিমধ্যেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন খাসি তিনটিকে নেড়েচেড়ে দেখার জন্য। - প্রথম আলু
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
বিজন রয় বলেছেন: সুন্দর।