নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মতো কিছু নেই।

কামরুল হাসান শিমুল

ধৈর্য সহকারে মুভি দেখা ছাড়া বিশেষ তেমন কিছু পারি না।

কামরুল হাসান শিমুল › বিস্তারিত পোস্টঃ

বিদেশী মুভি দেখুন স্বদেশী ভাষায় - (১ম পর্ব)

২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯

আমরা অনেকেই বিদেশি মুভি সাবটাইটেল সহ দেখতে পছন্দ করি। আর সাবটাইটেলটি যদি হয় আমাদের প্রিয় মাতৃভাষা বাংলায়, তাহলে তো কথাই নেই। বাংলা সাবটাইটেল সহ কিছু মুভির সাথে পরিচয় করিয়ে দিতেই এই পোস্ট। পোস্টটিতে মুভির নাম, ধরণ (Genre), আই.এম.ডি.বি রেটিং, MPAA রেটিং, বাংলা সাবটাইটেল, ও মুভির কাহিনী সংক্ষেপ দেয়া হয়েছে। গুগল সার্চ করে টরেন্ট বা অন্য সাইটগুলো থেকে ইচ্ছেমতো কোয়ালিটির মুভি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে সবগুলো সাবটাইটেল ব্লুরে রিপের জন্য করা হয়েছে।


1. Johnny English Reborn (2011)

ধরণ - কমেডি | একশন | এডভেঞ্চার

আই.এম.ডি.বি - (6.3), MPAA রেটিং - PG

বাংলা সাবটাইটেল ডাউনলোড

কাহিনী সংক্ষেপঃ
একটি মিশনে চরম ব্যর্থ হওয়ার পর বহিষ্কৃত হয়ে সন্ন্যাস জীবন বেছে নেয় এজেন্ট জনি ইংলিশ। কিন্তু পরবর্তীতে আরেকটি সুযোগ আসে নিজেকে প্রমাণের। একটি চাবির তিনটি গোপন অংশ সংগ্রহে উঠেপড়ে লাগে একটি দুর্ধর্ষ চক্র। যে চাবিটি হাতিয়ে নিতে পারলে পেয়ে যাবে অনন্য মাইন্ড কন্ট্রোল রাসায়নিক। জনি পড়ে যায় সেই চক্রের ফাঁদে। জনি কি পারবে সেই ফাঁদ থেকে বের হতে? পারবে কি দুষ্টচক্রের চক্রান্ত নস্যাৎ করে দিতে? জানতে হলে দেখে ফেলুন বাংলা সাব দিয়ে।


2. Seal Team Eight: Behind Enemy Lines (2014)

ধরণ - একশন | ড্রামা | ওয়ার

আই.এম.ডি.বি - (4.5), MPAA রেটিং - R

বাংলা সাবটাইটেল ডাউনলোড

কাহিনী সংক্ষেপঃ
কঙ্গোতে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত টোংগা নামের এক আর্মি অফিসার ও ম্যালিন নামের এক গডফাদার অস্ত্র ব্যবসায়ী মিলে একটি গোপন প্রোজেক্ট গড়ে তুলে আন্ডার গ্রাউন্ডে। তাঁদের ধরার অভিযানে পাঠানো হয় একটি সীল টিম, কিন্তু তাঁদের কাছে নেই ম্যালিনের সুনির্দিষ্ট কোনো তথ্য বা ছবি, তবে খুঁজে পায় শর্ষের মধ্যে ভূত। তাঁরা কি পারবে তাঁদেরকে পাকড়াও করতে? জানতে হলে দেখে ফেলুন।


3. In Hell (2003)

ধরণ - একশন | থ্রিলার | ড্রামা

আই.এম.ডি.বি - (6.2), MPAA - R

বাংলা সাবটাইটেল ডাউনলোড

কাহিনী সংক্ষেপঃ
স্ত্রীর খুনের বদলা নিয়ে কাইলের স্থান হয় রাশিয়ান জেলখানায়, কঠিন অবস্থার মুখোমুখি হয় সেখানে। মারাত্মক ও কুখ্যাত সব মাফিয়াদের সাথে লড়াই করে টিকে থাকতে হয় তাঁকে। ওয়ার্ডেনদের আনন্দের খোরাক আর বাজির উদ্যেশ্যে লড়াই করতে বাধ্য করা হয় কয়েদীদের। সেলমেট হিসেবে পায় এক নিগ্রো খুনিকে, যে এর আগে খুন করেছে তাঁর ৩ সেলমেটকে। সে কি পারবে জেল থেকে মুক্ত হতে? পারবে কি দুর্বিষহ জীবনকে বিদায় জানাতে? পরোতে পরোতে থাকে টুইস্ট আর টান টান উত্তেজনা। দেখে নিতে পারেন।


4. The Last Stand (2013)

ধরণ - একশন | ক্রাইম | থ্রিলার

আই.এম.ডি.বি - (6.4), MPAA - R

বাংলা সাবটাইটেল ডাউনলোড

কাহিনী সংক্ষেপঃ
ভয়ানক এক আসামী পালিয়ে যায় ডেথ-রো থেকে। আটকানোর সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে, নিজের বুদ্ধিমত্তা ও সাহসী কিছু সহযোগীর চেষ্টায় একের পর এক বাঁধা টপকে এগুতে থাকে সীমান্তের দিকে। চলে যায় একেবারে লাস্ট স্ট্যান্ড পর্যন্ত। সামনে শুধু বাঁধা এক অভিজ্ঞ কাউন্টি পুলিশ আর তাঁর কিছু অনভিজ্ঞ ডেপুটি। কে পারবে তাঁকে আটকাতে? আদৌ তাঁকে থামানো যাবে? জানতে হলে দেখে ফেলুন।


5. White House Down (2013)

ধরণ - একশন | ড্রামা | থ্রিলার

আই.এম.ডি.বি - (6.4), MPAA - PG-13

বাংলা সাবটাইটেল ডাউনলোড

কাহিনী সংক্ষেপঃ
বিশ্বব্যাপী ধ্বংসের প্ল্যান নিয়ে সিক্রেট সার্ভিস প্রধানের নেতৃত্তে আক্রমণ করা হয় হোয়াইট হাউজ। এক ভিজিটর ও তাঁর মেয়ের সাহসী বুদ্ধিমত্তায় উদ্ধার পায় হোয়াইট হাউজ। মুভিতে হোয়াইট হাউজের নিরাপত্তা ব্যবস্থা এতোটাই নাজুক দেখানো হয়েছে যে, বিশ্বব্যাপী তুমুল বিতর্কের সৃষ্টি করে। একশনমূলক মুভিটিতে পূর্ণমাত্রায় বিনোদন পেতে পারেন। দেখে নিতে পারেন বাংলা সাব দিয়ে।


★★★ আপনাদের কোনো কাঙ্ক্ষিত মুভির বাংলা সাবের প্রয়োজন হলে কমেন্টে জানাতে পারেন। আপনাদের কাঙ্ক্ষিত ও আমার পছন্দ, ব্যাটে-বলে মিলে গেলেই পেয়ে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত মুভির বাংলা সাবটাইটেল। ★★★

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৭

কালনী নদী বলেছেন: আসলেই ব্যতিক্রমি সৃষ্টিশীল পোস্ট। ভালো লাগছে যদিও আমি সাবটাইটেল ব্যবহার করে ছবি দেখি না। যতটা সম্ভব শোনার চেষ্ঠা করি। সাবটাইটেল আমার কাছে বিরক্তিকর বটে। শুভ কামনা রইল ভাই।

২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৩

কামরুল হাসান শিমুল বলেছেন: সাবটাইটেলসহ আমিও শুনে শুনে দেখার চেষ্টা করি। আমার কাছে বেশ ভালোই লাগে। ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.