নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মতো কিছু নেই।

কামরুল হাসান শিমুল

ধৈর্য সহকারে মুভি দেখা ছাড়া বিশেষ তেমন কিছু পারি না।

কামরুল হাসান শিমুল › বিস্তারিত পোস্টঃ

The Bridge on the River Kwai (1957) – বানাবো যখন মজবুত করেই বানাবো

২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১২

এক জাপানি বন্দীশিবিরে কিছু সংখ্যক বৃটিশ সৈন্যদের আনা হয় পার্শ্ববর্তী ক্বোয়াই নদীর ওপরে একটি ব্রিজ তৈরির জন্য। গোঁয়ার ও একরোখা জাপানি কমান্ডার সাইতো জোর করে বৃটিশ অফিসারদেরকে সাধারণ সৈন্যদের সাথে কাজ করতে বাধ্য করতে চায় কিন্তু সেটা মেনে নেয় না ন্যায়পরায়ণ বৃটিশ কর্নেল নিকোলসন। অফিসারদের সম্মান রক্ষায় তিনি ছিলেন সর্বদা সচেষ্ট। সে জন্য অমানুষিক নির্যাতন সহ্য করতে হয়েছে বৃটিশ কর্নেল নিকোলসনকে, তবুও তিনি মাথা নত করেননি।


নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে কপালে খারাপি আছে তা আঁচ করতে পেরে অবশেষে কমান্ডার সাইতো মেনে নেয় কর্নেলের দাবি। দিনরাত অক্লান্ত পরিশ্রমের পরে নদীর ওপর নির্মিত হয় এক দৃষ্টিনন্দন সেতু। কিন্তু বন্দীশিবির থেকে পালিয়ে যাওয়া এক আমেরিকান সৈন্যের সহযোগিতায় সেই সেতু বোম মেরে গুঁড়িয়ে দেয়ার পরিকল্পনা করে নিকটবর্তী ব্রিটিশ ঘাঁটি। একদিকে সেতু গুঁড়িয়ে দেয়ার সংকল্প আর অন্য দিকে সেতু রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ কর্নেল নিকোলসন নিজে। শেষ পর্যন্ত কি সেতু গুঁড়িয়ে দেয়া হবে নাকি রক্ষা করা সম্ভব হবে? জানতে হলে দেখতে হবে সাতটি বিভাগে অস্কার পাওয়া মাস্টারপিস এই মুভিটি।


১৯৪২-৪৩ সালের সত্য ঘটনার ওপরে নির্মিত হয় মুভিটি। পরিচালক ড্যাভিড লীনের নির্মাণে মুভিটিতে কর্নেল নিকোলসনের চরিত্রে অভিনয় করেন অ্যালেক গিনেস। প্রধান চরিত্র ছাড়াও মোট সাতটি ক্যাটাগরিতে মুভিটি অস্কার লাভ করে।


মুভিটি ভিন্ন স্বাদে দেখতে চাইলে বাংলা সাবটাইটেল ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। যথাসাধ্য ভালো করে অনুবাদ করার চেষ্টা করেছি, কতটুকু পেরেছি তার বিচারের দায়িত্ব আপনাদের হাতে।


বাংলা সাবটাইটেলের স্ক্রিনশটঃ

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০০

বিজন রয় বলেছেন: দারুন ছবি এটি।

০১ লা মে, ২০১৬ সকাল ১০:৫৫

কামরুল হাসান শিমুল বলেছেন: নিঃসন্দেহে।

২| ২৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০২

মোঃ আলামিন বলেছেন: দেখতে হয় তাহলে

০১ লা মে, ২০১৬ সকাল ১০:৫৬

কামরুল হাসান শিমুল বলেছেন: দেখে ফেলুন। অবশ্যই ভালো লাগবে বলে আশাকরি।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৬

তিক্তভাষী বলেছেন: ভিসিপির জমানায় আমার কাছে ছবিটির ভিডিও ক্যাসেট ছিল!

০১ লা মে, ২০১৬ সকাল ১০:৫৮

কামরুল হাসান শিমুল বলেছেন: এবার আধুনিক যন্ত্র দিয়ে বাংলা সাবটাইটেল সহ দেখে ফেলুন আরেকবার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.