নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মতো কিছু নেই।

কামরুল হাসান শিমুল

ধৈর্য সহকারে মুভি দেখা ছাড়া বিশেষ তেমন কিছু পারি না।

কামরুল হাসান শিমুল › বিস্তারিত পোস্টঃ

North By Northwest (1959) – মাস্টার অব সাসপেন্স

১৫ ই মে, ২০১৬ বিকাল ৪:২৫

যদি কোনো একটি অপরাধী চক্রের সাথে ভুল বোঝাবুঝির কারণে তারা আপনাকে অপহরণ করে। স্বাভাবিকভাবেই আপনি সেটার কারণ অনুসন্ধান করবেন এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটাবেন। কিন্তু যতোই সমাধান করতে যান ততোই যদি লেজে-গোবরে করে ফেলেন? এত বিপদ থেকে তখন উদ্ধার পাওয়া কি সম্ভব হয়?


মাস্টার অব সাসপেন্স খ্যাত চলচ্চিত্র নির্মাতা আলফ্রেড হিচককের অনবদ্য সৃষ্টি North by Northwest (1959) মুভির গল্প অনেকটাই এমন। হিচকক যেই কাহিনী নিয়েই কাজ করেছেন সেখান থেকেই আমরা এক একটি মাস্টারপিস পেয়েছি। তার পরিচালনায় প্রিয় কিছু মুভিগুলোর মধ্যে এই স্পাই থ্রিলারটি অন্যতম। বর্তমানে এটি IMDB সেরা তালিকায় ৬৮ নাম্বারে অবস্থান করছে।



বিজ্ঞাপন সংস্থার এক মালিককে অপহরণ করে নিয়ে যায় দেশের মূল্যবান মাইক্রোফিল্ম পাচারকারী একটি দল। তাঁরা ভুল করে তাঁকে মার্কিন প্রশাসনের গোয়েন্দা বলে চিহ্নিত করে হত্যা করার পরিকল্পনা করে। প্রকৃতপক্ষে তাঁরা যে নামের এজেন্টকে খুঁজছে সে নামে কেউ নেই, কারও অস্তিত্ব নেই। পাচারকারীদের উদ্দেশ্য ছিলো এই এজেন্টকে খুন করে তাঁদের অপরাধ কার্যক্রম চালিয়ে যাওয়া।



মুভিটির সাবটাইটেল বাংলায় অনুবাদ করা হয়েছে অত্যন্ত যত্নসহকারে। সাবসিন ডট কম থেকে বাংলা সাবটাইটেল নামিয়ে নিতে পারেন। এই সাইটে লিঙ্ক শেয়ার করার অনুমতি নেই বলে দিতে পারলাম না।

বাংলা সাবটাইটেল সহ মুভির স্ক্রিনশটঃ

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৬ রাত ৯:১৮

হাসান মাহবুব বলেছেন: দেখসি।

১৫ ই মে, ২০১৬ রাত ১১:৫৮

কামরুল হাসান শিমুল বলেছেন: বাংলা সাবটাইটেল দিয়ে আরেকবার চেখে দেখুন। অন্যরকম মজা পাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.