নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মতো কিছু নেই।

কামরুল হাসান শিমুল

ধৈর্য সহকারে মুভি দেখা ছাড়া বিশেষ তেমন কিছু পারি না।

কামরুল হাসান শিমুল › বিস্তারিত পোস্টঃ

বিদেশী মুভি দেখুন স্বদেশী ভাষায় - (২য় পর্ব)

১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:০৩

আমরা অনেকেই বিদেশি মুভি সাবটাইটেল সহ দেখতে পছন্দ করি। আর সাবটাইটেলটি যদি হয় আমাদের প্রিয় মাতৃভাষা বাংলায়, তাহলে তো কথাই নেই। বাংলা সাবটাইটেল সহ কিছু মুভির সাথে পরিচয় করিয়ে দিতে হাজির হলাম ২য় পর্ব (৬-১০) নিয়ে। পোস্টটিতে মুভির নাম, ধরণ (Genre), আই.এম.ডি.বি রেটিং, MPAA রেটিং, বাংলা সাবটাইটেল, ও মুভির কাহিনী সংক্ষেপ দেয়া হয়েছে। গুগল সার্চ করে টরেন্ট বা অন্য সাইটগুলো থেকে ইচ্ছেমতো কোয়ালিটির মুভি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে সবগুলো সাবটাইটেল ব্লুরে রিপের জন্য করা হয়েছে।


6. Fury (2014)
ধরণ - একশন | ড্রামা | ওয়ার
আই.এম.ডি.বি - (7.6), MPAA - R

কাহিনী সংক্ষেপঃ
২য় বিশ্বযুদ্ধের খণ্ড একটি ঘটনা ও ট্যাংকের গল্প Fury, পুরো যুদ্ধের বিভীষিকা একটি খণ্ড গল্পে সুনিপুনভাবে তুলে ধরা হয়েছে। একজন ক্যাপ্টেনের ভেতরে ভেতরে ভেঙে পড়া ও অনভিজ্ঞ এক টাইপিস্টের সৈনিক হওয়ার কাহিনীই ফিউরি। মুভিটির সবচেয়ে আকর্ষণীয় বিষয়, নরম্যান ও এমার স্বল্পদৈর্ঘ্য প্রেমের নাটকীয় ঘটনাটি। কি ছিলো ঘটনাটি? জানতে হলে দেখে ফেলুন বাংলা সাব দিয়ে।


7. Nightcrawler (2014)
ধরণ - ক্রাইম | ড্রামা | থ্রিলার
আই.এম.ডি.বি - (7.9), MPAA - R

কাহিনী সংক্ষেপঃ
এক বেকার যুবক চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়ায়। ঘটনাচক্রে রাতের বেলায় ভিডিও ধারণকেই পেশা হিসেবে বেছে নেয়। ভিডিওকে রোমাঞ্চকর হিসেবে উপস্থাপনের জন্য মানবিকতা বিসর্জন দেয়। এমনকি সহকর্মীকে পর্যন্ত বিপদে ফেলে ভিডিও ধারণ করে সে। একটি ক্যামেরা ও নির্ঘুম চোখের গল্প Nightcrawler, অভিনেতা জেক গিলেনহাল তাঁর নির্লিপ্ত চাহনি নিয়ে দুর্দান্ত অভিনয় করেছেন মুভিটিতে।


8. The Island (2005)
ধরণ - একশন| এডভেঞ্চার | সাই-ফাই
আই.এম.ডি.বি - (6.9), MPAA - PG-13

কাহিনী সংক্ষেপঃ
ভু-গর্ভস্থ পরিত্যক্ত এক মিলিটারি বাঙ্কারে লোকচক্ষুর অন্তরালে চলছে গোপন একটি প্রজেক্ট। লিংকন সিক্স ইকো ও জর্ডান টু ডেলটা নামের দুজনের পরিচয় হয় সেখানেই। স্বপ্নের একটি দ্বীপে যাওয়ার আশায় দিন কাটে তাঁদের। একটি ঘটনার সূত্র ধরে অন্য কিছু আঁচ করতে পেরে তাঁরা পালিয়ে যায় সেখান থেকে। জানতে পারে তাঁদের নিয়ে গড়ে ওঠা চোখ কপালে ওঠার মত অবিশ্বাস্য এক ঘটনা। কি সেই ঘটনা? জানতে হলে দেখে ফেলুন বাংলা সাব দিয়ে।


9. The Next Three Days (2010)
ধরণ - ক্রাইম | ড্রামা | রোমান্স
আই.এম.ডি.বি - (7.4), MPAA - PG-13

কাহিনী সংক্ষেপঃ
খুনের দায়ে গ্রেফতার করা হয় এক কলেজের প্রফেসরের স্ত্রীকে, নিহতের গাড়ির পাশেই পার্ক করা ছিল তাঁর গাড়ি, ঘটনায় পাওয়া যায় এক প্রত্যক্ষদর্শী,হত্যায় ব্যবহৃত অস্ত্রে পাওয়া যায় তাঁর হাত ও আঙ্গুলের ছাপ, তাঁর ওভারকোটে পাওয়া যায় নিহতের রক্ত। শাস্তি হয় যাবজ্জীবন কারাদণ্ড। প্রফেসর অসম্ভব এক পরিকল্পনা করে স্ত্রীকে মুক্ত করতে। অথচ ইতিপূর্বে পিস্তলটা ছুঁয়েও দেখেনি সে, পিস্তলে গুলি ভরে কোনদিক দিয়ে, তাও সে জানে না। কি সেই পরিকল্পনা? জানতে দেখে ফেলুন বাংলা সাব দিয়ে।


10. Glory (1989)
ধরণ - ড্রামা | হিস্ট্রি | ওয়ার
আই.এম.ডি.বি - (7.9), MPAA - R

কাহিনী সংক্ষেপঃ
ধনী পরিবারের ছেলে রবার্ট, মাত্র ২৩ বছর বয়সে যোগ দেয় ১৮৬২ সালের আমেরিকান সিভিল ওয়ারে। নিগ্রোদের নিয়ে একটি রেজিমেন্ট গঠনের দায়িত্ব পায় সে, সৈন্য সংগ্রহ ও প্রশিক্ষনের নানা ঘটনাবলী নিয়মিত সে তাঁর মাকে চিঠি লিখে জানাতো। তৎকালীন নিগ্রোদের প্রতি শ্বেতাঙ্গদের মনোভাব, নির্যাতন, অবহেলা ও অবদানের প্রেক্ষাপটে নির্মিত মুভিটিতে যুদ্ধের নির্মমতা ও ভয়াবহতাকে সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে। মুভিটি তিনটি ক্যাটাগরিতে অস্কার ও অন্যান্য ১৪-টি পুরস্কারপ্রাপ্ত।


=> সাইটের নীতিমালার সাথে সাংঘর্ষিক বিধায় বাংলা সাবটাইটেল ডাউনলোড লিঙ্ক দিলাম না। আপনারা subscene dot com থেকে বাংলা সাবটাইটেল নামিয়ে নিতে পারেন। ধন্যবাদ।


★★★ আপনাদের কোনো কাঙ্ক্ষিত মুভির বাংলা সাবের প্রয়োজন হলে কমেন্টে জানাতে পারেন। আপনাদের কাঙ্ক্ষিত ও আমার পছন্দ, ব্যাটে-বলে মিলে গেলেই পেয়ে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত মুভির বাংলা সাবটাইটেল। ★★★

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৬ রাত ১১:৫২

প্রোফেসর শঙ্কু বলেছেন: বাংলা সাব দিয়ে আগে কখনো দেখিনি ছবি। ইন্টারেস্টিং।

২২ শে মে, ২০১৬ সকাল ৯:৩৩

কামরুল হাসান শিমুল বলেছেন: হ্যাঁ, বেশ ক'বছর ধরেই বাংলা সাবটাইটেল তৈরি হচ্ছে। ইচ্ছে হলে এখান থেকে একটি দেখে নিতে পারেন, তাছাড়া ১ম পর্ব থেকেও একটি বেছে নিতে পারেন। মুভি দেখায় পাবেন অন্যরকম অভিজ্ঞতা।

২| ২৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৭

বিপ্লব কবির বলেছেন: ভাল লাগছে।
http://freehdmoviedownload2017.blogspot.com/

৩| ২৮ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫৭

রেহানা মির্জা বলেছেন: best movies downloading site: 300mbmovies4u

This is a best movie downloading site...here all hollywood,bollywood are available with hindi dubbed.

৪| ১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

ইমরান হক সজীব বলেছেন: কোরিয়ান মুভি no mercy দেখলাম বাংলা সাব সহ, জব্বর লাগলো । ম্যানি থ্যাংকস ।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৪

মুয়াড পানজাবি বলেছেন: বাংলা সাব মোভিে লিনক কৈ পামু , ডাডা লিনক গুলা ডেন , ঠানকস

পাজ্ঞাবী , পাঞ্জাবি , নতুন পাঞ্জাবি , ঈদের পাঞ্জাবি ,
Panjabi , Panjabi collection, Panjabi Dress, Cotton panjabi, short panjabi, silk panjabi, Kurta, Fatua,
Iftekhar Ahmed marin,
Best Panjabi, online panjabi collection in Banglades Panjabi , Panjabi collection, Panjabi Dress, Cotton panjabi, short panjabi, silk panjabi, Kurta, Fatua,
Best Panjabi in Bangladeshi,
men, women, kid,


পাজ্ঞাবী , Panjabi ,
Muad Fabrication
Muad by Mondol

www.muadbd.com
https://www.facebook.com/muadfabricationbymondolgroup
https://twitter.com/Muad_Fabricatio
https://www.youtube.com/watch?v=cojtnKZx4uI
https://www.youtube.com/watch?v=YWyWTI1mCGM
https://www.youtube.com/watch?v=zCn8FUfLVOg
https://vimeo.com/184276956
https://www.pinterest.com/muadmondol

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.