নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মতো কিছু নেই।

কামরুল হাসান শিমুল

ধৈর্য সহকারে মুভি দেখা ছাড়া বিশেষ তেমন কিছু পারি না।

কামরুল হাসান শিমুল › বিস্তারিত পোস্টঃ

The Great Escape (1963) – সত্য ঘটনা অবলম্বনে বিশ্বসেরা জেল পলায়নের মুভি

২২ শে মে, ২০১৬ সকাল ১০:৫২

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালিন সময়ে একটি সত্য ঘটনা অবলম্বনে মুভিটি তৈরি হয়। জার্মানিতে একদল যুদ্ধবন্দীকে নির্জন একটি জংলি এলাকায় বন্দীশিবিরে বন্দী করে রাখে। প্রায় দুর্ভেদ্য ক্যাম্পটি থেকে পালানোর মহাপরিকল্পনা নিয়েই মুভিটির গল্প এগিয়ে যায়। একসাথে কয়েকশত বন্দীকে নিয়ে পালানোর কাজ শুরু করে তাঁরা। সংখ্যাটি নেহায়েত কম নয়, পাক্কা ২৫০ জন!!! নিকটস্থ বাগান পর্যন্ত একে একে খোঁড়া হয় তিনটি বিশাল সুড়ঙ্গ। একটি ধরা পড়লে যাতে অন্যটি দিয়ে পালাতে পারে। পালানোর পরিকল্পনায় সফলও হয় তাঁরা, কিন্তু বিপদ তো পিছু ছাড়ে না। শত বাঁধা বিপত্তি কাটিয়ে এগিয়ে যায় তাঁরা।

এটি কেবল একটি মুভি নয় বরং মানুষের জীবন দর্শন ও জীবন চেতনাও বটে। মানুষ সবসময়ই মুক্তিকামি, অন্ধকারে বন্দী থাকতে কেউই চায় না। অন্ধকারকে দূরে ঠেলে জীবন বাজি রেখে মুক্তির স্বাদ পাওয়ার অপার আপ্রাণ প্রচেষ্টা দেখতে পাবেন মুভিতে। অপার সৌন্দর্যের প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাবেন প্রত্যেকটি চরিত্রের মাঝে।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মুভিটি ৮.৩ রেটিং নিয়ে আই.এম.ডি.বি সেরা-২৫০ তালিকার ১২২ (পরিবর্তনশীল) নাম্বারে অবস্থান করছে। পল ব্রিকহিলের বিখ্যাত উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেন জেমস ক্যাভেল, আর পরিচালনা করেন জন স্টার্জেস। প্রধান চরিত্রগুলোতে ছিলেন স্টিভ ম্যাককুইন, জেমস গার্নার, চার্লস ব্রনসনের মতো অভিনেতা।

বাংলা সাবটাইটেল সহ মুভিটি দেখুন। মুভিটি PLAYNOW ভার্সন নামালে সাবটাইটেলের সাথে সিঙ্ক হবে। মুভিতে ইংরেজির পাশাপাশি কোথাও কোথাও রাশিয়ান, জার্মান ও ফ্রেঞ্চ ভাষার সংলাপ রয়েছে, সেগুলোসহ অনুবাদ করা হয়েছে।


=> সাবসিন ডট কম থেকে বাংলা সাবটাইটেল নামিয়ে নিন।


বাংলা সাবটাইটেল ও মুভির স্ক্রিনশটঃ

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৬ দুপুর ১:০৭

হাসান মাহবুব বলেছেন: দেখেছি। দারুণ ছবি।

২২ শে মে, ২০১৬ রাত ৮:৪৪

কামরুল হাসান শিমুল বলেছেন: নিঃসন্দেহে। নতুন স্বাদ পেতে বাংলা সাবটাইটেল সহ আরেকবার ট্রাই করে দেখতে পারেন।

২| ২২ শে মে, ২০১৬ বিকাল ৩:০২

সুমন কর বলেছেন: দেখবো...

২২ শে মে, ২০১৬ রাত ৮:৪৫

কামরুল হাসান শিমুল বলেছেন: দেখে ফেলুন, ভালো লাগবে বলে আশাকরি। আর বাংলা সাবটাইটেল সহ দেখার অনুরোধ রইলো।

৩| ২২ শে মে, ২০১৬ রাত ৮:৫৩

হাসান মাহবুব বলেছেন: বাংলা সাব আমার ভিএলসি মিডিয়া প্লেয়ারে আসে না। বক্স বক্স দেখায়। কী করুম?

২২ শে মে, ২০১৬ রাত ৯:০৫

কামরুল হাসান শিমুল বলেছেন: বাংলা সাবটাইটেলের জন্য সবচেয়ে ভালো হচ্ছে KM player. আপনি এছাড়াও POT player ব্যবহার করতে পারেন। তবে KM player সবচেয়ে বেশি সুবিধাজনক। কোনো প্রকার ঝামেলা ছাড়াই উপভোগ করতে পারবেন।

৪| ২৭ শে মে, ২০১৬ দুপুর ১২:১৪

রাশেদ ইফতি বলেছেন: মুভিরটির লিংক পেলে ভাল হত।

২৮ শে মে, ২০১৬ রাত ১২:৪১

কামরুল হাসান শিমুল বলেছেন: কিন্তু সমস্যা হচ্ছে এখানে লিঙ্ক শেয়ার করা সাইটের নীতিমালার পরিপন্থী। লিঙ্ক শেয়ার করায় এর আগে আমার তিনটি পোস্ট ডিলিট দেয়া হয়েছে। আপনি kat dot com অথবা torrentfunk dot com এ সার্চ করে PLAYNOW ভার্সন নামাতে পারেন।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৪

মলষ বলেছেন: দয়া করে লিঙ্‌ক দিলে ভালো হয়

০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৭

কামরুল হাসান শিমুল বলেছেন: লিঙ্ক শেয়ার করার অনুমতি নেই ব্লগের পক্ষ থেকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.