![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারাগারের কয়েদীদের নিয়ে একটি আন্তঃকারাগার টুর্নামেন্টের আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন দেশের সেরা লড়াকু কয়েদীরা অংশগ্রহণ করে। পুরষ্কার হিসেবে বিজয়ীকে দেয়া হবে কারাগার থেকে মুক্তি। অন্যান্যদের সাথে বয়কা নামের এক কয়েদী লড়াইয়ে নামে ভাঙা হাঁটু নিয়ে মর্যাদা রক্ষার জন্য। যে ইতোপূর্বে নিজেকে বিশ্ব সেরা লড়াকু হিসেবে দাবি করতো। মুক্তি পেতে তাঁকে লড়াই করতে হয় বিশ্বসেরা ঘাঘু অপরাধীদের। যেখানে হেরে গেলে পরাজিত কয়েদীরা উধাও হয়ে যায়।
লড়াইয়ের সাথে তুলে ধরা হয়েছে কারাগারের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ঘুষ, রক্তাক্ত এবং মানসম্পন্ন ফাইটিং। সেই সাথে ওঠে এসেছে ফাইটিং এর নামে কারারক্ষী ও ক্ষমতাসীনদের টাকা কামানোর ফন্দি। বন্দীদের ব্যবহার করা হয়ে তাঁদের জুয়া-বাজির গুটি হিসেবে। আইজ্যাক ফ্লোরেন্টাইনের পরিচালনায় মুভিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন স্কট অ্যাডকিন্স।
অসাধারণ মুভিটি আর দেরি না করে দেখে ফেলুন বাংলা সাবটাইটেল সহ। আশাকরি দারুণ অভিজ্ঞতা আর মুগ্ধতা নিয়ে মুভিটি শেষ করবেন। subscene dot com থেকে বাংলা সাবটাইটেল নামিয়ে নিন।
বাংলা সাবটাইটেল সহ কিছু দৃশ্যের স্ক্রিনশটঃ
১৩ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৮
কামরুল হাসান শিমুল বলেছেন: অবশ্যই। বেশ উপভোগ করতে পারবেন মুভিটি।
২| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৪
সব জান্তা বলেছেন: ডাউনলোড এর লিঙ্ক তা যদি দিতেন্তাহলে ভাল হত
০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
কামরুল হাসান শিমুল বলেছেন: ডাউনলোড লিঙ্ক দেয়া সম্ভবত সাইটের নিয়মের সাথে সাংঘর্ষিক। তাই দেইনি।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৬ রাত ১০:৫৬
আমিত হাসান রিদয় বলেছেন: সিনেমাটি বেশ মজার হবে।