| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ডকে ব্যবহার করে এক তেল কোম্পানির মালিককে হত্যা করে একটি সন্ত্রাসী গোষ্ঠী। পরবর্তী অনুমিত টার্গেট মালিকের মেয়েকে রক্ষার জন্য পাঠানো হয় বন্ডকে। সেখানে গিয়ে বন্ড জানতে পারে রেনার্ড নামের এক ভয়ঙ্কর সন্ত্রাসী তেলের পাইপলাইন উড়িয়ে দেয়ার পরিকল্পনা আঁটছে। তাঁকে থামাতে গিয়ে অকস্মাৎ খবর পায় তাঁর বস “এম” নিখোঁজ। বন্ড পড়ে যায় দোটানায়; একদিকে তাঁর বস “এম” কে বাঁচাতে হবে আবার অন্যদিকে রেনার্ডের ধ্বংসাত্মক পরিকল্পনা থামাতে হবে। এদিকে তেল ব্যবসায়ীর মেয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে যায়। ঘটনাক্রমে তাঁর সম্পর্কে জানতে পারে চোখ কপালে ওঠার মতো খবর।
জেমস বন্ড সিরিজের ১৯তম এবং আমার সবচেয়ে প্রিয় বন্ড ক্যারেক্টারের রূপকার পিয়ার্স ব্রসন্যানের তৃতীয় মুভি এটি। গত ৫০ বছর ধরে যতো বন্ড এসেছে তাঁর মধ্যে সবচেয়ে ভালো লাগে পিয়ার্স ব্রসন্যানকে। মাইকেল অ্যাপটেডের পরিচালনায় এখানেও তাঁর স্বভাবসুলভ খেল দেখিয়েছেন পূর্ণমাত্রায়।
বাংলা সাবটাইটেল সহ মুভিটি দেখতে পারেন। যা মুভি উপভোগে যোগ করবে ভিন্ন মাত্রা। subscene dot com থেকে বাংলা সাবটাইটেল নামিয়ে নিন।
=> বাংলা সাবটাইটেল সহ কিছু দৃশ্যের স্ক্রিনশট-

২৫ শে মে, ২০১৬ দুপুর ১:৪৪
কামরুল হাসান শিমুল বলেছেন: থ্যাংকস।
২|
২৫ শে মে, ২০১৬ দুপুর ১:৪৮
রাজিউল ইসলাম বলেছেন: Nice job
![]()
২৫ শে মে, ২০১৬ দুপুর ১:৫৪
কামরুল হাসান শিমুল বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৬ দুপুর ১:৪৩
বিজন রয় বলেছেন: গুড।