নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মতো কিছু নেই।

কামরুল হাসান শিমুল

ধৈর্য সহকারে মুভি দেখা ছাড়া বিশেষ তেমন কিছু পারি না।

কামরুল হাসান শিমুল › বিস্তারিত পোস্টঃ

Tomorrow Never Dies (1997) – মুভি রিভিউ, বাংলা সাবটাইটেল ও ডাউনলোড পোস্ট

২৬ শে মে, ২০১৬ রাত ১১:১০

মিডিয়া সাম্রাজ্যে আধিপত্য প্রতিষ্ঠার জন্য মানুষ কী করতে পারে, কতটুকু নিচে নামতে পারে, কতোটা ভয়ঙ্কর হতে পারে তার এক অনন্য দৃষ্টান্ত এই মুভিটি। এলিয়ট কার্ভার নামের এক মিডিয়া ব্যবসায়ী বিশ্বব্যাপী তাঁর মিডিয়া সাম্রাজ্য গড়ে তুলতে চায়। প্রতিষ্ঠা করতে চায় আধিপত্য। সে জন্য তাঁকে অবশ্যই অন্যান্য দেশের পাশাপাশি চীনের ব্রডকাস্টিং সত্ত্ব অর্জন করতে হবে। এই কারনে চীন এবং বৃটিশদের মধ্যে বৈরি সম্পর্ক তৈরি করে তৃতীয় বিশ্ব যুদ্ধ বাঁধিয়ে দেয়ার পরিকল্পনা করে। এই বিধ্বংসী পরিকল্পনা নস্যাৎ করে দেয়ার দায়িত্ব দেয়া হয় এমআই-৬ এজেন্ট জেমস বন্ড’কে, যার সাবেক প্রেমিকা প্যারিস কার্ভার হচ্ছে বর্তমানে এলিয়ট কার্ভারের স্ত্রী। ঘটনা চক্রে সঙ্গী হিসেবে পায় ওয়াই লিন নামের এক চাইনিজ এজেন্টকে।


বন্ড সিরিজের ১৮তম আর পিয়ার্স ব্রসন্যান অভিনিত ২য় মুভি। এই মুভির ইন্ট্রোডাক্টোরি অ্যাকশন-ই বন্ড সিরিজগুলোর মধ্যে সেরা ইন্ট্রোডাক্টোরি অ্যাকশন। পিয়ার্স ব্রসন্যানের সাথে টক্কর দিয়ে সেরা অভিনয় করেছেন জোনাথন প্রাইস। অ্যাকশন মুভি উপভোগে জেমস বন্ড সিরিজের বিকল্প নেই।


আপনারা চাইলে মুভিটি বাংলা সাবটাইটেল সহ দেখতে পারেন। মুভিটির বাংলা সাবটাইটেল করা হয়েছে অত্যন্ত যত্নসহকারে। যা আপনার মুভি দেখায় যোগ করবে ভিন্ন মাত্রা। তাহলে দেরি না করে দেখে ফেলুন বাংলা সাবটাইটেল দিয়ে। subscene dot com থেকে বাংলা সাবটাইটেল নামিয়ে নিন।


=> বাংলা সাবটাইটেল সহ মুভির কিছু স্ক্রিনশটঃ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.