![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুদ্ধের ভারে ক্লান্ত জন র্যাম্বো যুদ্ধ থেকে পালিয়ে শান্তির খোঁজে আশ্রয় নেয় থাইল্যান্ডে। এদিকে নতুন একটি মিশনের খবর নিয়ে সেখানে হাজির হয় তাঁর ভিয়েতনাম যুদ্ধের কমান্ডিং অফিসার স্যামুয়েল ট্রটম্যান। কিন্তু যুদ্ধ বিমুখ র্যাম্বো মিশনে যেতে অস্বীকৃতি জানায়, ফলে অফিসারকে হতাশ হয়ে নিজেই যেতে হয় মিশনে। কিন্তু আফগানিস্তানের সেই মিশনে গিয়ে সোভিয়েত বাহিনীর হাতে ধরা পড়ে যায় ট্রটম্যান। সেই খবর শুনে নিজেকে আর ধরে রাখতে পারে না র্যাম্বো। ট্রটম্যানকে উদ্ধারের মিশনে ঝাঁপিয়ে পড়ে অসীম সাহসী জন র্যাম্বো।
ইতোমধ্যে হয়তো বেশিরভাগই মুভিটি দেখে ফেলেছেন, তবুও বাংলা সাবটাইটেল সহ দেখতে পারেন। মুভিটি তৈরি হয় ডেভিড মোরেল’র উপন্যাস অবলম্বনে। বিখ্যাত র্যাম্বো অ্যাকশন চলচ্চিত্র সিরিজের তৃতীয় মুভি এটি। মুভির কেন্দ্রীয় চরিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন মার্কিন শক্তিমান-ড্যাশিং অভিনেতা সিলভেস্টার স্ট্যালন। মুভিতে অনবদ্য অভিনয়ের পাশাপাশি পাবেন ধূম-ধাড়াক্কা অ্যাকশন আর পূর্ণমাত্রার বিনোদন।
মুভিটি বাংলা সাবটাইটেল দিয়েও দেখতে পারেন। বাচনভঙ্গি অনুসরণ করে মুভিটির বাংলা সাবটাইটেল তৈরি করা হয়েছে। আশাকরি বেশ উপভোগ করবেন। মুভিটির Ultimate Uncut ভার্সনের সাবটাইটেল করা হয়েছে।
=> subscene dot com থেকে বাংলা সাবটাইটেল নামিয়ে নিন।
=> বাংলা সাবটাইটেল সহ কিছু দৃশ্যের স্ক্রিনশটঃ
২৯ শে মে, ২০১৬ সকাল ১১:১৫
কামরুল হাসান শিমুল বলেছেন: হ্যাঁ, ভিয়েতনামের পর্বটাও ভালো তবে আমার ব্যক্তিগত পছন্দ ফার্স্ট ব্লাড অর্থাৎ প্রথম পর্বটা।
২| ২৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৭
সবুজ আমস্ট্রং বলেছেন:
-
এই সিরিজের সবগুলা মুভিই আজগুবি টাইপের তবে ভিয়েতনামেরটা বেশি মানবিক ছিল।
৩০ শে মে, ২০১৬ দুপুর ১:৫৩
কামরুল হাসান শিমুল বলেছেন: হয়তো... তবে আমার ব্যক্তিগত পছন্দ একদম প্রথমটা, অর্থাৎ ফার্স্ট ব্লাড।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৬ সকাল ১১:১০
মোস্তফা ভাই বলেছেন: দারুন মুভি, কিন্তু আমার কাছে ভিয়েতনামের পর্বটা বেশী ভালো লেগেছে।