নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মতো কিছু নেই।

কামরুল হাসান শিমুল

ধৈর্য সহকারে মুভি দেখা ছাড়া বিশেষ তেমন কিছু পারি না।

কামরুল হাসান শিমুল › বিস্তারিত পোস্টঃ

GPA-5 পাওয়া শিক্ষার্থীরা জানে না GPA মানে কী!

৩০ শে মে, ২০১৬ দুপুর ২:২০

প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী GPA-5 নিয়ে পাস করছে অথচ তাঁরা GPA মানে জানে না। ভুরিভুরি জিপিএ-৫ বাড়ছে কিন্তু বাড়ছে না শিক্ষার মান। যাদের পাস করতেই কষ্ট হয়, তাঁদের হাতে জিপিএ-৫ তুলে দেয়া হচ্ছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখলেই তাঁদের ফলাফলের আসল চিত্র ফুটে ওঠে। সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্নগুলোর উত্তরও তাঁরা বলতে পারছে না। উত্তর জানে না সেটা না হয় মানলাম, কিন্তু যে উত্তর দিচ্ছে সেটাও হাস্যকর!


আর কী কী জানে না তাঁরা?
১. জিপিএ
২. এসএসসি
৩. শহীদ মিনার কোথায়?
৪. অপারেশন সার্চলাইট কী?
৫. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে?
৬. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে?
৭. স্বাধীনতা দিবস কবে?
৮. বিজয় দিবস কবে?
৯. স্মৃতিসৌধ কোথায়?
১০. রণসঙ্গীত কে রচনা করেন?
১১. জাতীয় সঙ্গীতের রচয়িতা কে?
১২. পিথাগোরাস কে?
১৩. নিউটন তত্ত্ব
১৪. বর্তমান রাষ্ট্রপতির নাম
১৫. মুক্তিযুদ্ধের সেক্টর সংখ্যা
১৬. নেপালের রাজধানী


জিপিএ, এসএসসি, আমি জিপিএ পাঁচ পেয়েছি এটার ইংরেজি অনুবাদও জানে না। অপারেশন সার্চ লাইটের উত্তর দিচ্ছে, "রোগীর অপারেশনের সময় যে লাইট জ্বালানো হয়!"। নেপালের রাজধানী নাকি নেপচুন! পিথাগোরাস নাকি উপন্যাসিক! সে নাকি আবার সাইন্সের ছাত্র। একজন বাণিজ্য বা মানবিক বিভাগের শিক্ষার্থীও সেটা বলতে পারবে।

দুর্বল শিক্ষা ব্যবস্থা আর পাসের হার বাড়ানোর বলি দিয়ে ওপরে ফিটফাট আর ভেতরে সদরঘাট শিক্ষার্থীদের দিয়ে জাতি কী করবে? সেই সাথে পিএসসি, জেএসসি, এসএসসি থেকে শুরু করে অনার্স, মাস্টার্স, এমনকি ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস তো আছেই। ২০১৫ সালে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় সেটাই আমরা দেখেছি।


দেখুন ভিডিওতে -

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৬ বিকাল ৪:১০

noyon2009 বলেছেন: দোষ ওদের না । দোষ আমাদের দেশের মাথা আলাদের । সেই সাথে অভিভাবক

০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:০৯

কামরুল হাসান শিমুল বলেছেন: দেশের মাথাওয়ালারাই তো শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করে দিচ্ছে। প্রচুর অযোগ্যরা এ+ পেয়ে যাচ্ছে ফলে যোগ্যদের সাথে আর পার্থক্য কোথায় রইলো? আর প্রশ্ন ফাঁস তো এখন সাধারণ এক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

২| ৩০ শে মে, ২০১৬ বিকাল ৫:০১

দেশপ্রেমিক পোলা বলেছেন: তুই পড়াশুনা করিস চাকরির জন্য আর আমি রাজনীতি করে তোকে চাকুরী দেওয়ার জন্য। এই হচ্ছে ডিজিটাল বাংলাদেশের স্লোগান। এর ফলে শিক্ষা মন্ত্রনালয় জিপিএ ৫ দেওয়ার ছাত্রছাত্রী না পেয়ে গনহারে জিপিএ ৫ দিচ্ছে, শিক্ষার উন্নয়ন দেখাতে হবে না? সুতরাং এসব উত্তর অস্বাভাবিক নয়।

০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:১১

কামরুল হাসান শিমুল বলেছেন: ঠিক বলেছেন। পাসের হার আর মান দেখাতেই তো তাঁদের সাফল্য গেঁথে আছে। উন্নয়ন বা সমৃদ্ধির মধ্যে নয়। শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাওয়ার কথা কিন্তু উল্টো এখন অবনতির দিকে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.