নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মতো কিছু নেই।

কামরুল হাসান শিমুল

ধৈর্য সহকারে মুভি দেখা ছাড়া বিশেষ তেমন কিছু পারি না।

কামরুল হাসান শিমুল › বিস্তারিত পোস্টঃ

King Kong (2005) – পরিচিত হোন নতুন এক পৃথিবীর সাথে, হারিয়ে যান এক অন্য দুনিয়ায়

০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:২৫


একজন উচ্চাকাঙ্ক্ষী ও অকুতোভয় চলচ্চিত্র পরিচালক কার্ল ডেনহ্যাম তাঁর সিনেমার শ্যুটিং করতে সদলবলে জাহাজে করে রওনা হয় এক দ্বীপের উদ্যেশ্যে। বিপদসঙ্কুল পথ সুদীর্ঘ জলপথ পাড়ি দিয়ে হাজির হয় স্কাল আইল্যান্ড নামের অজানা, অচেনা, ভয়ঙ্কর ও রহস্যময় এক দ্বীপে। দ্বীপে পা রাখার পর থেকেই মুখোমুখি হয় একের পর এক ভয়ঙ্কর ঘটনার। সেখানে তাঁরা মুখোমুখি হয় অতিকায় এক প্রাণীর। ঘটতে থাকে রহস্যময় ও ভয়ঙ্কর সব ঘটনা, মোকাবেলা করে টিকে থাকতে হয় পরিচিত পৃথিবী হতে বিলুপ্ত কিছু প্রাণীর সাথে। লড়াই করে এক এক করে হারাতে থাকে সঙ্গীদের।


২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত মুভিটি নির্মাণ করেন তিনবার অস্কারপ্রাপ্ত নির্মাতা পিটার জ্যাকসন, যার কাছ থেকে পেয়েছি ‘লর্ড অব দ্যা রিংস’, ‘হবিট’-এর মতো মাস্টারপিস চলচ্চিত্র। অসাধারণ মুভিটি ৩-টি অস্কারসহ অন্যান্য মোট ৩৯ টি এ্যাওয়ার্ড জয় করে এবং আরও ৭০ টি এ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পায়। কেন্দ্রীয় চরিত্রগুলোতে অভিনয় করেন নাওমি ওয়াটাস, জ্যাক ব্ল্যাক, অ্যাদ্রিয়েন ব্রডি’র মতো অভিনেতারা।


মুভিটি দেখতে দেখতে আপনি হারিয়ে যাবেন অন্য এক ভুবনে। একই ছবিতে পরিচিত হবে প্রাচীন এক ধ্বংসপ্রাপ্ত দ্বীপের সাথে, যেখানে টিকে কাছে গুটিকয়েক আধিবাসি। পরিচিত হবেন পৃথিবী হতে বিলুপ্ত কিছু অতিকায় প্রাণীর সাথে, যা দেখে শিহরিত হবেন ক্ষণে ক্ষণে। গভীর বন-জঙ্গল পেরিয়ে এডভেঞ্চারের সাথে চমকে উঠবেন মুহূর্তেই। দেখতে পাবেন ভালোবাসা, এক অসম ভালোবাসা।


সব ধরণের উপভোগ এক ছবিতে নিতে চাইলে দেখে ফেলুন বাংলা সাবটাইটেলসহ। বাচনভঙ্গি অনুযায়ি অনেক ক্ষেত্রে ভাবানুবাদ করা হয়েছে।

=> subscene dot com থেকে বাংলা সাবটাইটেল নামিয়ে নিন।


=> বাংলা সাবটাইটেল সহ কিছু দৃশ্যের স্ক্রিনশটঃ

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৫:৩১

সানিম মাহবীর ফাহাদ বলেছেন: দারুন মুভি। সুন্দর রিভিউ এর জন্য অনেক অনেক ধইন্যা :)

০২ রা জুন, ২০১৬ রাত ১০:৩৬

কামরুল হাসান শিমুল বলেছেন: আপনাকেও ধন্যবাদ, ফাহাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.