নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মতো কিছু নেই।

কামরুল হাসান শিমুল

ধৈর্য সহকারে মুভি দেখা ছাড়া বিশেষ তেমন কিছু পারি না।

কামরুল হাসান শিমুল › বিস্তারিত পোস্টঃ

The Next Three Days (2010) – অসম্ভবকে সম্ভব করা এক সাহসী গল্প

১২ ই জুন, ২০১৬ বিকাল ৪:১২

খুনের দায়ে গ্রেফতার করা হয় এক কলেজ প্রফেসর জন ব্র্যানানের স্ত্রী লারা ব্র্যানানকে। শাস্তি স্বরূপ দণ্ডিত করা হয় যাবজ্জীবন কারাদণ্ডে। শহরের সবচেয়ে বড় উকিল নিয়োগ করেও নির্দোষ প্রমাণ করতে পারেনি স্ত্রীকে। নিহতের গাড়ির পাশেই পার্ক করা ছিল শাস্তিপ্রাপ্ত মহিলার গাড়ি, ঘটনায় পাওয়া যায় এক প্রত্যক্ষদর্শী, হত্যায় ব্যবহৃত অস্ত্রে পাওয়া যায় তাঁর হাত ও আঙ্গুলের ছাপ, তাঁর ওভারকোটে পাওয়া যায় নিহতের রক্ত এবং নিহতের সাথে ছিলো তাঁর সামান্য মনমালিন্য।


তাঁর সুখের সংসারে নেমে আসে দুঃখের আগুন। একমাত্র ছোট ছেলেকে নিয়ে জীবনযাপন দুর্বিষহ হয়ে ওঠে। উপায় না দেখে স্ত্রীকে মুক্ত করার প্রতিজ্ঞা নিয়ে প্রফেসর গ্রহন করে এক অসম্ভব পরিকল্পনা। অথচ ইতিপূর্বে পিস্তলটা ছুঁয়েও দেখেনি সে, এমনকি পিস্তলে গুলি ভরে কোনদিক দিয়ে তাও সে জানে না। তাহলে পারবে কী স্ত্রীকে মুক্ত করতে? নাকি নিজেই জড়িয়ে পড়বে অন্য কোন জালে? জানতে হলে দেখে ফেলুন বাংলা সাবটাইটেল দিয়ে।


এ এক জীবন লণ্ডভণ্ড করে দেয়ার গল্প। বলা হয়ে থাকে যে, হারানোর ভয় কাটিয়ে প্রতিজ্ঞার চেয়ে ভয়ংকর কিছু নেই। প্রফেসর রূপে মুভিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন গ্ল্যাডিয়েটর খ্যাত অভিনেতা রাসেল ক্রো, সাথে ছিলেন এলিজাবেথ ব্যাংকস এবং একটি বিশেষ চরিত্রে লিয়াম নীসন। মুভিটির টান টান উত্তেজনায় শিহরিত হবেন মুহূর্তে মুহূর্তে।


মুভি দেখায় অন্যরকম স্বাদ পেতে চাইলে বাংলা সাবটাইটেল সহ দেখতে পারেন।

=> subscene dot com থেকে বাংলা সাবটাইটেল নামিয়ে নিন।


=> বাংলা সাবটাইটেল সহ কিছু দৃশ্যের স্ক্রিনশট-

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৮

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: হুম, দেখি নাই। মাথায় থাকলো।

১৩ ই জুন, ২০১৬ দুপুর ১২:০২

কামরুল হাসান শিমুল বলেছেন: দেখে ফেলুন, ভালো লাগবে আশাকরি। বাংলা সাবটাইটেল ট্রাই করে দেখার পরামর্শ রইলো।

২| ১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

বিজন রয় বলেছেন: সুযোগ পেলে দেখবো।
শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৩ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩৩

কামরুল হাসান শিমুল বলেছেন: হ্যাঁ, দেখে ফেলুন। পূর্ণমাত্রার বিনোদন পাবেন।

৩| ১৩ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৬

ক্যাটালিয়া বলেছেন: দেখেছি এটা, দারুন একটা মুভি।

১৩ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩৪

কামরুল হাসান শিমুল বলেছেন: হ্যাঁ, কোয়াইট এঞ্জয়েবল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.