![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইটা শাকিব খান!
সে কী লুক! সে কী এক্সপ্রেশন! সে কী ডায়ালগ থ্রোইং!
শিকারি মুভির ট্রেইলার দেখেই স্পষ্ট বোঝা যায় আমাদের নির্মাণ দক্ষতা। শাকিব খানকে আমরাই সঠিকভাবে উপস্থাপন করতে পারিনি, অথচ তাঁকে নিয়ে ট্রল করেছি। যদিও মেন্টাল, সম্রাট এবং সত্ত্বা মুভির ট্রেইলারে তাঁকে অন্যরূপে দেখা গেছে। শাকিবের মতো ফর্সা ত্বকের অভিনেতাদের ক্লিন শেভের বদলে হালকা দাঁড়ি রাখলে যে বেশি ম্যানলি লাগে সেটা আমাদের নির্মাতারা না বুঝলেও দাদাবাবুরা কিন্তু ঠিকই বুঝেছে। আর তাঁকে উপস্থাপনও করা হয়েছে পারফেক্টভাবে। যে শাকিব খানকে আমি নিজেই অভিনেতা মনে করতাম না, এই মুভির ট্রেইলারে দেখেই টাস্কি খেয়ে গেছি আর বলা যায় ফ্যানও হয়ে গেছি। শুনেছি শাকিবের ডাবিং নাকি জিশু নামের কাউকে দিয়ে করানো হয়েছে, যদিও আমার কাছে শাকিবের ভয়েসই মনে হয়েছে।
আমাদের দেশে যথেষ্ট প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রি আছে কিন্তু তাঁদেরকে সঠিকভাবে ব্যবহার করা, তাঁদের থেকে অভিনয় বের করে আনা, সঠিকভাবে উপস্থাপন করার মতো নির্মাতার বড়ই অভাব। হয়তো অনেকেই দ্বিমত পোষণ করবেন কিন্তু আমার ধারণা এটাই। নইলে এতদিন এভাবে ইতিবাচকভাবে সে আলোচনায় আসেনি কেন? কারণ তাঁকে সেভাবে উপস্থানপন করা হয়নি। নির্মাতা ভালো হলে কলা গাছকে দিয়েও অভিনয় করিয়ে নিতে পারে।
সে তো বেশিদিন আগের কথা নয় যখন কলকাতার অভিনেতারা বাংলাদেশের মুভিতে অভিনয়ের জন্য মুখিয়ে থাকতো, ঢাকাই সিনেমার অফার পেলে লাফিয়ে উঠতো। নির্মাতা-গল্পের অভাবে বেশ কিছু বাংলাদেশি সিনেমার রিমেক তাঁরা করেছে। অথচ প্রেক্ষাপট এখন সম্পূর্ণ ভিন্ন। কাহিনী বেশিরভাগ ক্ষেত্রে তামিল থেকে নকল হলেও মুভিতে দক্ষতা, প্রযুক্তির ব্যবহার আর নির্মাণ মুন্সিয়ানায় তাঁরা অনেক এগিয়ে গেছে। আর আমরা পড়ে আছি মান্দাতার আমলে।
তবে ট্রেইলারে বেশ কিছু বৈষম্য-অসঙ্গতি চোখে পড়লো, যেমন- ১ম টিজারে ভারতীয় পরিচালকের নাম বড় ফন্টে দেখানো হলেও বাংলাদেশি পরিচালকের নাম ছোট ফন্টে দেখানো হয়েছে। আর অফিসিয়াল ট্রেইলারে দেখলাম বাংলাদেশি পরিচালকের নামই ব্যবহার করেনি। তাছাড়া এডিটর, ডায়ালগে বাংলাদেশির নাম নেই। অন্যদিকে জাজের ট্রেইলারে দুইদেশের নামই সমানভাবে এসেছে। ট্রেইলারে Mystery বানানটাও ভুল হয়েছে।
ট্রেইলার থেকে – নতুন রূপে শাকিব খানঃ
৩০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
কামরুল হাসান শিমুল বলেছেন: আমিও আপনার সাথে একমত। আমাদের দেশের নির্মাতারা বেশিরভাগই কোয়ালিটি সম্পন্ন নয়।
২| ৩০ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩৫
ঘটক কাজী সাহেব বলেছেন:
০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
কামরুল হাসান শিমুল বলেছেন:
৩| ৩০ শে জুন, ২০১৬ বিকাল ৪:৩৪
তারেক ভূঁঞা বলেছেন: এইটা শাকিব খান
সে কী লুক! সে কী এক্সপ্রেশন! সে কী ডায়ালগ থ্রোইং!
৩০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
কামরুল হাসান শিমুল বলেছেন: জ্বি!
৪| ৩০ শে জুন, ২০১৬ বিকাল ৫:২৯
সুমন কর বলেছেন: আপনার লেখা ভালো লাগল। যদিও তার কোন ছবি আমি এখনো দেখিনি।
৩০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
কামরুল হাসান শিমুল বলেছেন: আমি আগে দুয়েকটা দেখেছি কিন্তু ভালো লাগেনি। তবে.... শিকারি, মেন্টাল এবং সম্রাট ভালো লাগবে বলেই আশা করি। আর আমারও দেখা ইচ্ছা রয়েছে। সবচেয়ে ভালো হয় আপনি ইউটিউবে গিয়ে ট্রেইলারটা দেখে নিন।
৫| ০১ লা জুলাই, ২০১৬ ভোর ৫:১৯
মাদিহা মৌ বলেছেন: সত্যিই সাকিবকে চমৎকার লাগছে! আশ্চর্য! সে নিজে
এতদিন বোঝেনি তাকে দাড়িতে ভালো মানায়?
০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
কামরুল হাসান শিমুল বলেছেন: জানি না সে জানতো কিনা। তবে এই মুভিতে লুক কিন্তু সত্যিই মোহনীয়।
৬| ০১ লা জুলাই, ২০১৬ সকাল ৯:৪৫
আহসানের ব্লগ বলেছেন: আমি সকালে বিকেলে দেশের নির্মাতাদের গালি দেই ।
০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
কামরুল হাসান শিমুল বলেছেন: না দিয়ে উপায় আছে? হাতেগোনা দুয়েকজন বাদ দিয়ে বেশিরভাগই অদক্ষ নির্মাতা।
৭| ০১ লা জুলাই, ২০১৬ দুপুর ১:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ত্রেইলার দেখে চমৎকার মনে হয়েছে ।
আমাদের সকলের দেশি মুভির পৃষ্টপোষকতা করা দরকার , হলে গিয়ে ছবি দেখা দরকার ।
০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
কামরুল হাসান শিমুল বলেছেন: ঠিক বলেছেন, লিটন ভাই। ভালো ছবি বের হলে আমিও হলে গিয়ে মুভি দেখি।
৮| ০১ লা জুলাই, ২০১৬ দুপুর ২:১১
নাবিক সিনবাদ বলেছেন: আলুপুরা খেয়ে ছবি নির্মাণ করলে তো এরকমই হবে, আমাদের দেশে শিক্ষিত নির্মাতার বড়ই অভাব।
০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
কামরুল হাসান শিমুল বলেছেন: নির্মাতাদের ভালো প্রশিক্ষণ এবং প্রযুক্তির ব্যবহারের প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে।
৯| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৯
আরণ্যক রাখাল বলেছেন: দেখবোই মুভিটা
০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
কামরুল হাসান শিমুল বলেছেন: আমিও।
১০| ০২ রা জুলাই, ২০১৬ ভোর ৫:০৮
সামু পাগলা০০৭ বলেছেন: আমি মুভিটির গানগুলো অনেকবার করে শুনে ফেলেছি। খুব সুন্দর হয়েছে গানগুলো। ট্রেইলার তো অসাধারন। এই মুভি অবশ্যই দেখব।
ধন্যবাদ আপনাকে এন্টিসিপিটেড এই মুভিটি নিয়ে পোষ্ট দেবার জন্যে।
০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
কামরুল হাসান শিমুল বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১১| ০৩ রা জুলাই, ২০১৬ দুপুর ২:৩৮
রাশেদ রাহাত বলেছেন: ১নং কমেন্টারের সাথে সহমত।
০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
কামরুল হাসান শিমুল বলেছেন: আমিও
১২| ০৩ রা জুলাই, ২০১৬ রাত ৮:৩০
আমিই মিসির আলী বলেছেন:
শাকিব কিন্তু অভিনয় খুবই ভালো করে।
তবে স্বাস্থ্যটা আরেকটু কম হলে ভালো হইতো।
ছবিটা দেখবো।
০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
কামরুল হাসান শিমুল বলেছেন: হ্যাঁ, অবশ্যই। ফিটনেসের দিকে আরও নজর দিতে হবে, পরিশ্রম করতে হবে। তবে এই মুভিতে যথেষ্ট ফিট এবং স্মার্ট লেগেছে।
১৩| ০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
আরণ্যক রাখাল বলেছেন: আমিও মানে?
এখনোও দেখেননি?
আমিতো দেখেছি!
০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৩
কামরুল হাসান শিমুল বলেছেন: গ্রামের বাড়িতে দেখার উপায় নেই। ঢাকায় গিয়ে দেখতে হবে।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৬ বিকাল ৩:০৪
আশিক সরকার শুভ (আবীর) বলেছেন: আমি মনে করি টলিউডের দেবের সময় থেকে যদি সাকিবও সেখানে অভিনয় করার সুযোগ পেত, তবে দেব সেখানে সুবিধেই করে উঠতে খাবি খেত... সাকিবকে আমি দেবের উপড়েই রাখছি... তার লুকটাও দেবের চেয়ে জোশ...