নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মতো কিছু নেই।

কামরুল হাসান শিমুল

ধৈর্য সহকারে মুভি দেখা ছাড়া বিশেষ তেমন কিছু পারি না।

কামরুল হাসান শিমুল › বিস্তারিত পোস্টঃ

The Island (2005) – অস্তিত্বহীন এক স্বপ্নের দ্বীপ ও বাস্তবতা

০৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১২

ভূ-গর্ভস্থ পরিত্যক্ত এক বিশাল মিলিটারি বাঙ্কারে লোকচক্ষুর অন্তরালে চলছে গোপন একটি প্রজেক্ট। লিংকন ও জর্ডান নামের দু’জনের পরিচয় হয় সেখানেই। তাঁদের বোঝানো হয় বাহিরের পৃথিবীর পরিবেশ বিষাক্ত বায়ুতে আক্রান্ত। নির্মল আবহাওয়া সম্পন্ন একটি স্বপ্নের দ্বীপে যাওয়ার প্রলোভন দেখানো হয় তাঁদের। দিনের পর দিন দ্বীপে যাওয়ার আশায় দিন কাটে তাঁদের, কিন্তু লিংকনের ছটফটে মনে জেগে উঠে নানারকম প্রশ্ন। একটি ঘটনার সূত্র ধরে সংগঠিত দুর্ঘটনায় অন্য কিছু আঁচ করতে পেরে তাঁরা পালিয়ে যায় সেখান থেকে। জানতে পারে তাঁদের নিয়ে গড়ে ওঠা চোখ কপালে ওঠার মতো অবিশ্বাস্য এক ঘটনা।


অনেকের মতে বিখ্যাত বা কুখ্যাত নির্মাতা মাইকেল বে পরিচালিত রহস্য ও থ্রিলারধর্মী মুভিতিতে প্রধান দুই চরিত্র লিংকন চরিত্রে এওয়ান ম্যাকগ্রেগর এবং জর্ডান চরিত্রে স্কার্লেট জোহানসন অভিনয় করেন। সাথে ছিলেন জিমন হনস্যু এবং শন বেন। ছবিটি দেখতে গিয়ে শিহরিত হবেন মুহূর্তে মুহূর্তে। টান টান উত্তেজনা রয়েছে অ্যাকশন-অ্যাডভেঞ্চারধর্মী মুভিটির প্রতিটি দৃশ্যে। মুভিটির গল্প বেশ ভালো ছিলো আর স্পেশাল ইফেক্ট ছিলো চোখ ধাঁধানো। যদিও পরিচালনা আর অভিনয়ে উন্নতির আরও অপশন ছিলো।


বিদেশী মুভি উপভোগে নতুন মাত্রা যোগ করেছে বাংলা সাবটাইটেল। দ্যা আইল্যান্ড মুভিরও বাংলা সাবটাইটেল তৈরি করা হয়েছে। মন চাইলে একবার চেখে দেখতে পারেন। সাইটের নীতিমালার সাথে সাংঘর্ষিক বিধায় ডাউনলোড লিঙ্ক দিতে পারলাম না। তবে আপনারা subscene dot com থেকে নামিয়ে নিতে পারেন।


=> বাংলা সাবটাইটেল সহ কিছু দৃশ্যের স্ক্রিনশটঃ

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
মুভিটা কিছুদিন পূর্বে ডাউনলোড করে দেখলাম।

আমার কাছে দারুন লাগছে।

রিভিউ ভাল হয়েছে। থ্যাঙকস।

০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

কামরুল হাসান শিমুল বলেছেন: ধন্যবাদ, ভাই।

২| ০৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫৮

সামু পাগলা০০৭ বলেছেন: নাহ এত সুন্দর রিভিউ পড়ে মুভিটি দেখে ফেলতেই হবে।

ধন্যবাদ আপনাকে।

০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

কামরুল হাসান শিমুল বলেছেন: দেখে ফেলুন, ভালো লাগবে বলে আশাকরি। বাংলা সাবটাইটেল সহ দেখার অনুরোধ রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.