![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক বেকার যুবক চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়ায়। কাজ না পেয়ে পেট চালাতে শুরু করে কাঁটাতার, ম্যানহোলের ঢাকনা চুরি। এভাবেই ঘটনাচক্রে রাতের বেলায় বিভিন্ন দুর্ঘটনার ভিডিও ধারণকেই বেছে নেয় পেশা হিসেবে। শহরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ক্যামেরাবন্দী করে বিভিন্ন চ্যানেলের নিকট বিক্রি করে। ধারণকৃত ভিডিও আরও বেশি রোমাঞ্চকর হিসেবে উপস্থাপনের জন্য মানবিকতা বিসর্জন দেয়। গাদ্দারির গন্ধ টের পেয়ে নিজের সহকর্মীকে পর্যন্ত বিপদে ফেলে ভিডিও ধারণ করে সে। একটি ক্যামেরা ও নির্ঘুম চোখের গল্প নাইটক্রলার।
অভিনেতা জেক গিলেনহাল তাঁর নির্লিপ্ত চাহনি নিয়ে দুর্দান্ত অভিনয় করেছেন মুভিটিতে। পুরো মুভিটি এগিয়ে গেছে তাঁকে ঘিরে। পাকা অভিনয়ের মোহনীয় জাদুতে এতোটাই মুগ্ধ ছিলাম যে অন্য কেউ আছে কিন টেরই পাইনি, তবে যতক্ষণ স্ক্রিনে ছিলো বুড়ো চামড়ার রেনে রুসো সম্পূর্ণ ফোকাস ধরে রেখেছিলো। টসটসে চামড়ার যুবতীদের থেকেও আকর্ষণীয় লেগেছে তাঁকে। মুভিটি একটি ক্যাটাগরিতে অস্কারের নমিনেশন পায়, সর্বমোট ৪২টি এ্যাওয়ার্ড জয় করে এবং অন্যান্য ১১৬টি বিভাগে নমিনেশন পায়।
অভিনেতা জ্যাক গিলেনহালের দ্রুততম বাচনভঙ্গির সংলাপগুলো সহজভাবে অনুবাদ করে মুভিটির বাংলা সাবটাইটেল তৈরি করা হয়েছে। আপনারা চাইলে বাংলা সাবটাইটেল দিয়েও দেখে নিতে পারেন, যা আপনাকে দিবে বিনোদনের ভিন্ন মাত্রা।
=> বাংলা সাবটাইটেল ডাউনলোড করে নিন subscene dot com থেকে।
=> বাংলা সাবটাইটেল সহ ছবিটির কিছু দৃশ্যের স্ক্রিনশটঃ
০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২০
কামরুল হাসান শিমুল বলেছেন: এখানে লিঙ্ক অ্যাড করা সম্ভবত সাইটের নীতিমালার পরিপন্থী। কেননা এর আগে লিঙ্ক দেয়ার ফলে আমার পোস্ট ডিলিট করে দেয়া হয়েছিলো। তাই ইচ্ছা করেই লিঙ্ক দেইনি।
২| ০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১৭
সুমন কর বলেছেন: পিসি'তে পড়ে আছে, সময় করে দেখতে হবে।
০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২২
কামরুল হাসান শিমুল বলেছেন: দেখে ফেলুন, ভালো লাগবে। বাংলা সাবটাইটেল দিয়ে দেখার অনুরোধ রইলো।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:২৩
আরণ্যক রাখাল বলেছেন: link গুলো এড করে দিন ভালভাবে