![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হোয়াইট হাউজ পরিদর্শনে আসে জন কেইল ও তাঁর মেয়ে এমিলি। কিন্তু হোয়াইট হাউজে হামলার শিকার হয় প্রেসিডেন্ট সয়ার ও দর্শনার্থীরা। প্রেসিডেন্ট ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জিম্মি করে বিশাল এক ধ্বংসাত্মক পরিকল্পনা হাসিল করতে উদ্ধত হয় হামলাকারীরা। কিন্তু সেখানে প্রেসিডেন্টকে রক্ষা করে দর্শনার্থী হিসাবে আসা কেইল। ওয়ান ম্যান শো হিসাবে দেখা দিলেও পুরো মুভি জুড়ে ছিলো জন কেইলের দক্ষতা ও দূরদর্শিতার ছাপ।
মুভিটি পরিচালনা করেন রোল্যান্ড এমেরিক ও অভিনয় করেন চ্যানিং ট্যাটাম ও জ্যামি ফক্স। মোট ১৩১ মিনিট ডিউরেশনের মুভিটি নির্মাণে ব্যয় হয় ১৫০ মিলিয়ন ডলার আর আয় করে নেয় প্রায় ২০৫ মিলিয়ন ডলার।
মুভিটি বাংলা সাবটাইটেল সহ উপভোগ করতে চাইলে subscene dot com থেকে বাংলা সাবটাইটেল নামিয়ে নিতে পারেন।
=> বাংলা সাবটাইটেলসহ কিছু দৃশ্যের স্ক্রিনশট-
©somewhere in net ltd.