![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুভি রিভিউ ও বাংলা সাবটাইটেল
টার্মিনেটর খ্যাত হলিউডের শক্তিমান অভিনেতা, বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী আর্নল্ড শোয়ার্জনেগারের ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা “দ্যা লাস্ট স্ট্যান্ড”। মারমার কাটকাট আর ধুন্ধুমার অ্যাকশন সহ আছে বিনোদনের পূর্ণমাত্রা।
এক ভয়ানক দাগী আসামী অত্যন্ত দক্ষতা দেখিয়ে পালিয়ে যায় ডেথ রো থেকে। তাঁকে আটকানোর সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়। নিজের বুদ্ধিমত্তা ও সাহসী কিছু সহযোগীর চেষ্টায় একের পর এক বাঁধা টপকে এগুতে থাকে সীমান্তের দিকে। চলে যায় একেবারে সীমান্তের জিরো পয়েন্ট পর্যন্ত। কিন্তু সীমান্তে গিরিখাদে অস্থায়ী সেতু তৈরি করতে গিয়ে ঘটনাক্রমে খুন করে বসে স্থানীয় এক পুলিশ সদস্যকে। তাঁর মৃত্যুর বদলা নিতে এবং সন্ত্রাসীকে পালাতে না দেয়ার এক দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে সামনে বাঁধা হয়ে দাঁড়ায় অভিজ্ঞ শেরিফ। সাথে আছে অসীম সাহস, প্রতিজ্ঞা আর কিছু অনভিজ্ঞ সহযোগী।
# সংলাপগুলো সহজভাবে অনুবাদ করে মুভিটির বাংলা সাবটাইটেল তৈরি করা হয়েছে। আপনারা চাইলে বাংলা সাবটাইটেল দিয়েও মুভিটি দেখে নিতে পারেন, যা আপনাকে দিবে বিনোদনের ভিন্ন মাত্রা। subscene dot com থেকে সাবটাইটেল নামিয়ে নিন।
=> বাংলা সাবটাইটেল সহ মুভির কিছু দৃশ্যের স্ক্রিনশট-
১১ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৬
কামরুল হাসান শিমুল বলেছেন: আমার কাছে বেশ উপভোগ্য লেগেছে।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:০২
রক্তিম দিগন্ত বলেছেন:
মুভিটা দেখেছি। খুব ভাল বা খারাপ কোনটাই লাগেনি।