নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা
লিখেছি আমার সম্মন্ধে “ আমি খুব ভ্রমণবিলাসী”। কিন্তু শুধু বিলাসী হলেইতো আর হয় না, সুযোগটাও হাতে আসতে হয়। কর্তার চাকুরীসূত্রে গিন্নীকে (আমাকে) দেশের বিভিন্ন জেলায় যেমন যাযাবরের মত ঘুরতে হয়েছে, তেমনি দেশের বাইরেও পা রাখতে হয়েছে। আমাদের কাছের দেশ নেপাল দেখার সুযোগ হয়েছে আমার খুব কাছে থেকে। সে দেশের পর্যটন শিল্প আর সংস্কৃতি নিয়ে লেখার ইচ্ছে আছে আমার। আজ লিখব দোল পূর্ণীমা/ হোলী উৎসব নিয়ে।
************
নেপাল হিন্দুরাষ্ট্র, হোলী দেশটির দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। প্রধান উৎসব "দশাইন"(বিজয়া দশমী), দুর্গাপূজা। নেপালে হোলী উৎসব ফাল্গুন মাসে হয় বলে নেপালীরা একে "ফাগু"-ও বলে আবার ফাল্গুন মাসের চাঁদের পূর্ণিমায় হয় বলে একে,"ফাগু পুর্ণিমা"-ও বলে।
নেপালে হোলী একটি জাতীয় উৎসব এবং সরকারি ছুটির দিন। এখানকার সব ধর্মাবলম্বীরাই এই হোলী উৎসব বা হোলী খেলায় যোগ দেয়।
বহুকাল আগে থেকেই হিন্দু ধর্মে বিশ্বাসীরা শীতের বিদায় শেষে বসন্তকে স্বাগত জানায়, যখন তারা ফসল ঘরে তোলে। তারা বিশ্বাস করে, বসন্ত উৎসবের মাস। যেখানে সেখানে রঙের ছড়াছড়ি। পরিবারের সবাই, সবাইকে রঙে রাঙিয়ে দেয়। এমনকি বন্ধু-বান্ধবী, প্রতিবেশীদেরকেও রঙ আর রঙিন পানি ছিটিয়ে স্বাগত জানায়। উৎসবে ভরে ওঠে নেপাল।
উচ্চতা অনুসারে নেপালকে তিন রকম অঞ্চলে বিভক্ত করা হয়েছে। সমতল অঞ্চলকে বলে,"তরাই", পাঁচ/ছয় শত মিটার উচ্চতার অঞ্চলকে বলে,"চুড়াই" আর এর থেকে আরো উচ্চতার অঞ্চলকে বলে,"হিমাল"। সব অঞ্চলের অধিবাসীরা একইদিনে হোলী পালন করে না। পাহাড়ীরা পালন করে প্রথম দিনে আর সমতলের অধিবাসীরা পালন করে দ্বিতীয় দিনে। এই ভিন্ন ভিন্ন দিনেই, ভিন্ন ভিন্ন অঞ্চলে সরকারী ছুটি থাকে। হোলীতে বিভিন্ন রঙের মিশ্রন ব্যবহার করা হয়। ওরা বিশ্বাস করে এই বিভিন্ন রঙ, তাদের বিগত বৎসরের সব দুঃখ বেদনা ধুয়ে-মুছে দিয়ে, জীবনকে নতুন রঙে সাজিয়ে তুলবে।
২০১২-এর হোলীর দিনে আমি পোখরায় ছিলাম। ভয়ে ভয়ে বেরিয়েছিলাম। দেশী –বিদেশী সবার শরীরে রঙ দিয়ে মাখা-মাখি। আমরা একটা রেষ্টুরেন্টে বসে ছিলাম। বাইরে বের হই নাই। ওদের রঙ মাখামাখি শেষ হলে বেরিয়ে কিছু ছবি তুলেছি।
পরদিন যাত্রা শুরু করেছিলাম, আমার তখনকার অবস্থান ধারানের উদ্দেশ্য। দুর্ভাগ্যক্রমে সেদিন “তরাই”-তে হোলী ছিল। হোলীতে এদের ভাঙ খাওয়াটাও উৎসবের মধ্যেই পরে। বেশ কয়েকজন ভাঙ খাওয়া, রঙ মাখা লোক আমাদের গাড়ীর সামনে দাঁড়ালো। হাতে লাঠি। গাড়ির ভিতরে রঙ দিতে চাইছিল। ড্রাইভার নেমে বোঝাতে চাইল। কিন্তু মানলোনা। শেষে ড্রাইভারকে রঙ দিল, গাড়িতে রঙ মাখালো, আমরা মুসলমান বলে পার পেয়ে গেলাম। এভাবে রঙে রঙে মাখামাখি ছেলে-বুড়ো, নারী-পুরুষ দেখতে দেখতে এক সময় আমরা পৌছে গেলাম পূর্বাঞ্চলীয় শহর ধারান-এ।
হোলীর কিছু ছবিঃ-
(১)
(১/২) হোলীর রঙ রাস্তার পাশে এভাবে বিক্রি হয় ।
(৩)
(৩/৪) হোলীর রঙে রাঙায়িত নেপালীরা ।
(৫) হোলীর রঙে রাঙায়িত বিদেশী পর্যটকরাও ।
***আজ সেই হোলী উৎসব(দোল পূর্ণিমা)। সবাইকেই হোলীর শুভেচ্ছা!! শুভ হোলী!!!!![/sb]
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
০৭ ই মার্চ, ২০১৫ রাত ১:২২
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক শুভেচ্ছা আপনাকে।
২| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:১১
প্রামানিক বলেছেন: অনেক দিন পরে আপনার ভ্রমণ বৃত্তান্ত এবং ছবি পেলাম। ধন্যবাদ কামরুন্নাহার আপা।
০৭ ই মার্চ, ২০১৫ রাত ১:২৪
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা ভাই, অনেকদিন লেখা হয়ে ওঠে নাই।
শুভেচ্ছা প্রামানিক ভাই।
৩| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪৫
yasmina বলেছেন: ২০১৩ তে আমিও নেপাল গিয়েছিলাম।আমার খুব ভালো লেগেছে নেপাল দেশটি।আপা আরো লিখুন দেশটি সমপরকে।
০৭ ই মার্চ, ২০১৫ রাত ১:২৬
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ইয়াসমিন আপু আপনাকে।
নেপাল নিয়ে আরো লিখবার ইচ্ছে আছে।
ধিরে ধিরে লিখব।
৪| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ১:৪৯
বিদ্রোহী বাঙালি বলেছেন: নেপালের 'ফাগু পূর্ণিমা' দেখা যায় বিরাট এক ধর্মীয় উৎসব। অঞ্চল ভেদে এই উৎসব পালনের মধ্যে দিয়ে এর গুরুত্ব টের পাওয়া যায়। শুনেছি ভারতেও নাকি হোলি উৎসব বেশ জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়।
যাক আবার আপনার ভ্রমণ কাহিনী পড়ার সৌভাগ্য হবে এবার। শুভ কামনা রইলো নাহার আপা। পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম।
০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২০
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ভাল লাগল, আপনি মন দিয়ে পড়েছেন লেখাটি।
হ্যা, ভারতে হোলীর সময় আমার যাওয়া হয়নি, কিন্তু ওদের সিনেমা, নাটকে দেখা যায়, হোলী ওদের খুব মজার উৎসব।
পরবর্তী পোষ্ট !!!! দেখা যাক।
শুভেচ্ছা ঘাস ফুল ভাই।
৫| ০৭ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৩৭
মানস চোখ বলেছেন: পড়ে ভালো লাগল!!!!
পরের পরবের অপেক্ষায় থাকলাম!!!!!
ভালো থাকবেন!!!!
০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২৭
কামরুন নাহার বীথি বলেছেন: ভাল লাগল, আপনি পড়েছেন বলে।
মন্তব্য করে উৎসাহ দেবার জন্য ধন্যবাদ।
৬| ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০১
তাশমিন নূর বলেছেন: ভালো লাগল। হোলি উৎসব ভারতীয়রাও খুব জাঁকজমকপূর্ণভাবে পালন করে।
০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩১
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, ভারতে আর নেপালেই হোলী উৎসব খুব জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়।
অনেক শুভেচ্ছা আপু।
৭| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫২
ফা হিম বলেছেন: স্যাটালাইটের কারণে ভারতের হলির খবর খুব পরিচিত, নেপালের হলি উৎসবের কথা জানলাম শুধু আপনার লেখা পড়ে। ধন্যবাদ পোস্টের জন্য।
০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১২
কামরুন নাহার বীথি বলেছেন: নেপাল হিন্দু রাষ্ট্র, ভারত আর নেপালের সংস্কৃতি প্রায়ই এক রকম। দূর্গাপূজা, পহেলা বৈশাখও নেপালের প্রধান উৎসব!
অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।
৮| ০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনার কাছ থেকে আরও বেশী বেশী ভ্রমণ পোস্ট চাই।
০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১৪
কামরুন নাহার বীথি বলেছেন: তাই??? ঠিক আছে সময় করে লিখব।
অনেক শুভেচ্ছা!
৯| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৩
আরজু পনি বলেছেন:
উচ্চতা অনুসারে নেপালকে জানানোর জন্যে লাইক বাটন চেপে পুরস্কার দিলাম
ছবিতে ভালো লাগা রইল।
আশা করছি আপনার ভ্রমণ বিলাসের সঙ্গী আমাদেরকেও করবেন।
শুভেচ্ছা রইল।
০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২১
কামরুন নাহার বীথি বলেছেন: "উচ্চতা অনুসারে নেপালকে জানানোর জন্যে লাইক বাটন চেপে পুরস্কার দিলাম " ---------
সানন্দে পুরস্কার গ্রহন করে নিজেকে ধন্য করলাম।
আন্তরিক মন্তব্যের জন্য হাজারো শুভেচ্ছা!!!
১০| ০৩ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩১
তুষার কাব্য বলেছেন: দারুন অভিজ্ঞতা । আমিও দেখেছি একবার ইন্ডিয়া তে।
০৩ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০০
কামরুন নাহার বীথি বলেছেন: ওদের রঙে রঙিন নাচা -গানা, ভালই লাগে দেখতে।
শুভকামনা অনন্ত!!
১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ২:৩৫
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার পোস্ট আপু ...
সুন্দর ছবি
০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৮
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপু!!
©somewhere in net ltd.
১| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৭
তার ছিড়া আমি বলেছেন: ভাল।