![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা
উত্তরবঙ্গের ছোট্ট একটা শহরে জন্ম আমার।খুব ছোটবেলা থেকেই বাগান করার শখ। তখন ফুল গাছের কোন নার্সারী ছিল না। সরকারী অফিসগুলোর মালির সাথে পরিচিত হতাম, বন্ধুত্ব করতাম, ওরা আমাকে অনেক ফুলের চারা দিত। সে সব চারা দিয়েই সাজাতাম আমার বাগান।
স্কুল পর্যায়ের শেষের দিকে এসে বাবার ক্যামেরায় হাত দেবার যোগ্যতা অর্জন করলাম। কিন্তু ছবি তোলা মানা। ৩৫টার বেশী ছবি উঠবে না। বাবা তাই ফিল্মের শেষে এসে কয়েকটা ছবি তোলার মত স্পেস রেখে দিতেন । সেই দিয়ে আমি আমার শখ পূরণ করতাম। আজ এই ডিজিটাল যুগে আর ফিল্মের প্রয়োজন নেই।ভয়ে ভয়ে, গুনে গুনে ছবি তোলারও দিন নেই এখন। বাগানের ছবির সাথে এখন যোগ হয়েছে প্রকৃতির ছবি তোলা।
ভালবাসি সবুজ বনানী, নদি পাহাড়, সাগর, জনপদের ছবি তুলতে। সে দেশেরই হোক, বা বিদেশের। বিষয় পেলে মনের আনন্দে ছবি তুলে যাই। আমি ফটোগ্রাফী জানি না। যা চোখে ভাল লাগে, সেগুলোকে ক্যামেরাবন্দি করে, স্মৃতি হিসেবে রেখে দেয়াই আমার আনন্দ। আর নিজের সেই আনন্দ ভাগাভাগি করে নিতে আজকের এ প্রচেষ্টা আমার।
আজ প্রকৃতির কিছু ছবি পোষ্ট করবঃ-
পাকা ধান এসেছে ঘরে
ধান মাড়াই চলছে
সোনালী ধানে আঙিনা ভরে আছে
গাছে থেকে টুপ করে পরে যাওয়া পাকা আম
মুড়ি ভাজা চলছে তাই
কাঁঠাল পাকেনি এখোনো
জামরুল পেকেছে
মে মাস, তাই মে ফ্লাওয়ার প্রকৃতিকে আরো রঙিন করেছে
হাসের ছানাদের জলকেলি
ঢোল কলমি ফুল
বাতাবী লেবু
***************************************************************************
১৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই !!! বাংলার প্রকৃতি।
অনেক শুভেচ্ছা আপনাকে।
২| ১৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
বটপাকুড় বলেছেন: শুভ কামনা, আপনার ছবি তোলার হাত তো বেশ, লেগে থাকুন আর পারলে ফ্লিকার এ একটা অ্যাকাউন্ট খুলুন, তাহলে ছবি তোলার ব্যাপারে আরো মজা পাবেন
১৯ শে মে, ২০১৫ রাত ৮:৫১
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ, পরামর্শের জন্যও। ভাল থাকবেন।
৩| ২০ শে মে, ২০১৫ দুপুর ১২:৩৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব ভালো লেগেছে আপু আপনার ছবি এবং পোস্ট। বিশেষ করে টুপ করে পড়ে যাওয়া আম আর জামরুলের ছবি দেখে খুব লোভ হচ্ছে!!
২০ শে মে, ২০১৫ দুপুর ১২:৫৬
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপনাকে!! এমন অনেক ছবি তুলে রাখা আমার শখ, আর শখের সেই ছবিগুলো পোষ্ট করবার একটা ক্ষেত্র পেয়েছি আমি। সত্যিই আমি আনন্দিত। আপনারা চাইলে এমন অনেক অনেক ছবি পোষ্ট করব আমি, আশা করছি বিরক্ত হবেন না।
৪| ২২ শে মে, ২০১৫ বিকাল ৫:৩২
প্রামানিক বলেছেন: আপনার এত সুন্দর গ্রামের ছবি মিস করেছিলাম। তাই খুঁজে খুঁজে বের করে দেখে নিলাম। ধন্যবাদ কামরুন্নাহার আপা।
২২ শে মে, ২০১৫ রাত ৮:৫৩
কামরুন নাহার বীথি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ প্রামানিক ভাই!! ভাল থাকবেন।
৫| ২২ শে মে, ২০১৫ রাত ৮:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: আম খাইতে মুন্চায় বীথি আপু
২৩ শে মে, ২০১৫ সকাল ১০:১৪
কামরুন নাহার বীথি বলেছেন: এ আর এমন কী চাওয়া!!
এই আমের গাছটা আমাদের বাড়ীর ভিতরের উঠানে।গাছটা অনেক বড় বলে কেঊ সহজে উঠতে চায় না। আমগুলোও তাই পেকে পেকে পড়ে যায়! খুব মজা হয় আম কুড়াতে! পিচ্চিদের সাথে পারা যায় না!
৬| ২২ শে মে, ২০১৫ রাত ৯:১৯
এন জে শাওন বলেছেন: ফটো তোলার হাতটা ভাল, বুঝাই যায়।
২৩ শে মে, ২০১৫ সকাল ১০:১৬
কামরুন নাহার বীথি বলেছেন: তাই!! অনেক শুভেচ্ছা আপনাকে!!!
৭| ২৪ শে মে, ২০১৫ সকাল ৮:৪৫
জাম্মাম খাঁ বলেছেন: আমার ডায়েরী থেকে-
(তোমার অন্বষী)
যদি তুমি সতী,রুপবতী,মেধাবিনী,সাহসিনী,শিক্ষিতা ও গুণবতী হও
তবে আমি তোমার অন্বেষী।
লজ্জার বাঁধ ভেঙ্গে আমার কাঁধ ধর;শরমের দাঁত উপড়ে আমার হাত ধর।
কথার পথের হরতাল অবরোধ তুলে নাও।সুন্দর ও মধুর বাক্যাবলীর মায়াবী জালে আমায় বন্দী করার করার প্রচেষ্টা চালাও।দাম্ভিকতা দূরীভূত কর।
অবস্হা,পরিবেশ ও সুযোগ বুঝে কোমল লতার ন্যায় আমায় পেঁচিয়ে রাখো।
স্বাচ্ছন্দ্যময় জীবন গঠণে আমি তোমার অন্বষী
তাং ২২শে ডিসেম্বর ২০১৩ ইং
২৪ শে মে, ২০১৫ দুপুর ১:৪৪
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপনাকে!!!!
৮| ২৬ শে মে, ২০১৫ দুপুর ১২:৪৪
আমার বাংলা পোষ্ট বলেছেন: খুবই সুন্দর হয়ছে আপনার তুলা ছবিগুলো।
২৯ শে মে, ২০১৫ রাত ১:৫০
কামরুন নাহার বীথি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে !!
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
এলা বলেছেন: ছবিগুলোতে হয়ত ফটোগ্রাফির কারিকুরি নেই, কিন্তু প্রকৃতি বলেই ছবিগুলো এত সুন্দর; তাও আবার আমার দেশের. .