![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা
ভালবাসি সবুজ বনানী, নদি পাহাড়, সাগর, জনপদের ছবি তুলতে। সে দেশেরই হোক, বা বিদেশের। বিষয় পেলে মনের আনন্দে ছবি তুলে যাই। আমি ফটোগ্রাফী জানি না। যা চোখে ভাল লাগে, সেগুলোকে ক্যামেরাবন্দি করে, স্মৃতি হিসেবে রেখে দেয়াই আমার আনন্দ। আর নিজের সেই আনন্দ ভাগাভাগি করে নিতে আজকের এ প্রচেষ্টা আমার।
মালয়েশিয়ায় বেড়াতে যাবার সুযোগ হয়েছিল ২০১২ সালে। সে দেশের নয়নাভিরাম নগরী পুত্রাজায় - র ক'টা ছবি পোষ্ট করছিঃ-
পুত্রাজায়া ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার
কনভেনশন সেন্টার থেকে তোলা পুত্রাজায়ার কিছু স্থাপনা
পুত্রাজায়া ব্রীজ
পুত্রাজায়া ব্রীজ পেরিয়ে, পুত্রাজায়া শহরের সুন্দর একটি লেকে ঘুরলাম। স্পীড বোট থেকে আশে-পাশের অনেক স্থাপনা এবং সুন্দর সুন্দর ব্রীজের ছবি তুলেছি। সেসব সুন্দর সুন্দর কিছু ছবিঃ-
Seri Wawasan Bridge, পুত্রাজায়া
লেক থেকে তোলা পুত্রাজায়া মসজিদ, পাশে প্রধানমন্ত্রীর কার্য্যালয়
পুত্রাজায়া মসজিদ
প্রধানমন্ত্রীর কার্য্যালয়
স্মৃতির এলবাম থেকে ----- ১(ফটোব্লগ)
স্মৃতির এলবাম থেকে -----২ (ফটোব্লগ)
*************************************************************************************************
২৬ শে মে, ২০১৫ দুপুর ১২:৩৮
কামরুন নাহার বীথি বলেছেন: "আপনার ক্যামেরা আরো সুন্দর "----------
ধন্যবাদ আপনাকে!!
২| ২৬ শে মে, ২০১৫ দুপুর ১২:৩৬
আমার বাংলা পোষ্ট বলেছেন: আপনি মালয়েশিয়ায় ঘুরে এই সুন্দর দৃশ্য গুলো দেখেছেন, আর আমি আপনার কল্যাণে আপন জায়গায় বসেই এই সুন্দর সুন্দর দৃশ্য গুলো দেখতে পেলাম। সব গুলো ছবিই অসাধারণ।
২৬ শে মে, ২০১৫ দুপুর ১২:৪১
কামরুন নাহার বীথি বলেছেন: আমার দেখবার আনন্দটা ভাগ করে নেবারই ঐকান্তিক ইচ্ছে আমার! আপনার আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদ!!!
৩| ২৬ শে মে, ২০১৫ দুপুর ১:০৭
এন জে শাওন বলেছেন: ছবি গুলোর মাঝে বেশ কয়েকটা আছে মন জুড়িয়ে যাবার মত।
২৬ শে মে, ২০১৫ বিকাল ৪:২২
কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ আপনাকে! আমার ভাল লেগেছে বলেইতো শেয়ার করলাম!
৪| ২৬ শে মে, ২০১৫ দুপুর ১:১৬
জামাল হোসেন (সেলিম) বলেছেন: সুন্দর!
২৭ শে মে, ২০১৫ রাত ১২:৫৭
কামরুন নাহার বীথি বলেছেন: আরে সিংগাপুরী সেলিম ভাই!!! ভাল আছেন? আবার এখানে দেখা হয়ে গেল!!
অনেক অনেক শুভেচ্ছা!!!
৫| ২৬ শে মে, ২০১৫ বিকাল ৩:০৭
সাহসী সন্তান বলেছেন: সুন্দর চোখ দিয়ে যাই দেখবেন তাই ভাল লাগবে!! আপনার প্রত্যেকটা ছবি খুবই সুন্দর!
২৬ শে মে, ২০১৫ বিকাল ৪:২৯
কামরুন নাহার বীথি বলেছেন: আন্তরিক মন্তব্য করে, উতসাহ দেবার জন্য অনেক ধন্যবাদ আপনাকে!!!
৬| ২৬ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
জামাল হোসেন (সেলিম) বলেছেন: আমার ব্লগীয় জীবনে সবচেয়ে ছোট কমেন্ট ছিল স্মভবতঃ আপনার পোষ্টে আমার আজকের কমেন্টটি। আমি আসলে দেখতে চাইছিলাম আমি আপনাকে সত্যি চিনতে পেরেছি কিনা? নাহার আপা হিসাবে যাকে চিনি, শেষে বীথিটা এসে দ্বন্ধে ফেলে দিয়েছিল। তবে ভরসা ছিল আমি আপনাকে ধরতে না পারলেও আপনি আমাকে ঠিকই ধরে ফেলবেন। ফায়ার এক্সটিংগুইশার বলে কথা!
আমাদের কামাল ভাই এখানে এসে সাদা মনের মানুষ। ঘাসফুল ভাই দেখি বিদ্রোহী বাঙালী। আস্তে আস্তে পরিচয় হচ্ছে সবার সাথেই। আমাদের সংসারটা ভেঙ্গে গেল কেন আপা?
২৬ শে মে, ২০১৫ রাত ৯:৪১
কামরুন নাহার বীথি বলেছেন: আমার নামটা এই ব্লগ নিচ্ছিল না, তাই ডাক নামটা জুরে দিতে হয়েছে! তবে আমার প্রোফাইল ছবিটা ফেসবুকের ছবি, এতে কারো সন্দেহ থাকার কথা নয়! যাহোক আবার আমরা মিলেছি এটাই বড় কথা!
আর আমাদের সংসারটা ভেঙেছে ঠিকই, কিন্তু ইচ্ছে করলেই আবার আমরা মিলতে পারি! ঘুড়ি ব্লগটা, প্রথম আলোর মত হয়ে ওঠেনি, তবে আমরা সবাই মিলে আমাদের আগের আনন্দ ফিরিয়ে আনতে পারব!!
আপনি চলে আসুন ওখানে,, দেখা হবে ইনশাআল্লাহ!! ভালোও লাগবে!
৭| ২৬ শে মে, ২০১৫ রাত ৮:৫৪
প্রামানিক বলেছেন: অনেক কিছু জানা হলো। সুন্দর বননা এবং ছবি। ধন্যবাদ
২৬ শে মে, ২০১৫ রাত ৯:৪৫
কামরুন নাহার বীথি বলেছেন: ফটোব্লগ বলে বর্ণনা তেমন দিচ্ছি না! তবুও ভাল লেগেছে জেনে আনন্দিত!
অনেক অনেক শুভেচ্ছা প্রামানিক ভাই!
৮| ২৬ শে মে, ২০১৫ রাত ১০:৫০
জামাল হোসেন (সেলিম) বলেছেন: ঘুড়ি! আমি যাইনি তো ওদিকে কখনো। কাদের করা? এড্রেসটা দিবেন প্লীজ! প্রথম আলো সম্পর্কীয় কিছু হলে হয়তো যাবো না। অনেক অভিমান ওদের উপর আমার।
২৬ শে মে, ২০১৫ রাত ১১:১৪
কামরুন নাহার বীথি বলেছেন: প্রথম আলো ভেস্তে গেছে!! ঘুড়িতে কর্তৃপক্ষ বলতে যা বোঝায়, তাতে সবাই আমাদের ভাই বন্ধুরাই!!এখনই বলছি না, এসে দেখবেন!! http://ghuriblog.com!!
৯| ২৬ শে মে, ২০১৫ রাত ১০:৫৪
তুষার কাব্য বলেছেন: দারুন সব ছবির ভাণ্ডার। ভালো লাগলো খুব ।
২৬ শে মে, ২০১৫ রাত ১১:১৬
কামরুন নাহার বীথি বলেছেন: হুম্ম !!! এটাই যে আমার শখ!!! অনেকে শুভেচ্ছা তুষার কাব্য আপনাকে!
১০| ২৭ শে মে, ২০১৫ সকাল ৯:৩১
সাদা মনের মানুষ বলেছেন: আপনার স্মৃতির এ্যলবাম তো বেশ সমৃদ্ধ আপু..........ছবিগুলোতে ভালোলাগা
২৭ শে মে, ২০১৫ দুপুর ১:১৪
কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ কামাল ভাই, সমৃদ্ধ করার চেষ্টায় আছি!!
১১| ২৭ শে মে, ২০১৫ সকাল ৯:৪২
জুন বলেছেন: খুব সুন্দর পুত্রাজায়া , সাথে আপনার ছবি গুলোও কামরুন্নাহার বিথী
+
২৭ শে মে, ২০১৫ দুপুর ১:১৮
কামরুন নাহার বীথি বলেছেন: মন্তব্যে খুব সুন্দর, আর নাম্বারে শুধুই একটা প্লাস!!!!
আপনাদের ভালোলাগাই আমার কাম্য!
অনেক শুভেচ্ছা আপনার জন্য!
১২| ২৭ শে মে, ২০১৫ বিকাল ৪:১০
মো: আশিকুজ্জামান বলেছেন: স্মৃতির এলবাম। অনেক সুন্দর সুন্দর ছবি দেখলাম।
২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:১০
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক শুভেচ্ছা আশিক ভাই!
১৩| ২৭ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
জামাল হোসেন (সেলিম) বলেছেন: ঘুড়ি থেকে ঘুরে এলাম আপা। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, ঘুড়ি ব্লগটা, প্রথম আলোর মত হয়ে ওঠেনি। বড় কাঁচা হাতে সাজানো। আরো অনেক দূর্বলতা, অসামঞ্জস্যতা রয়েছে। এখনো অনেক অনেক দূর যেতে হবে ওটাকে। শুভকামনা রইলো।
২৭ শে মে, ২০১৫ রাত ৯:২৫
কামরুন নাহার বীথি বলেছেন: তবুও চলে আসুন, একটা সময়ে সব ঠিক হয়ে যাবে,দেখবেন ! শুরুর দিকটা এমনই হয়।
১৪| ২৯ শে মে, ২০১৫ বিকাল ৫:১৯
জামাল হোসেন (সেলিম) বলেছেন: সে তো বুঝতে পারি আপা। কিন্তু আজ দুদিন ধরে ঘুরেও তো লগইন বা লগ-আপের কোন অপশন খুঁজে পেলাম না। তাহলে ক্যামনে কি?
২৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:১০
কামরুন নাহার বীথি বলেছেন: সেটা কেমন কথা !!! পেইজ ওপেন হলেই, পেইজের একদম ওপরে, ডানপাশে লগ ইন আসবেই।
আপনি আমাকে ফেইসবুকে খঁজে বের করুন, তারপর দেখছি সমাধান একটা করা যায় কী না !!!
১৫| ২৯ শে মে, ২০১৫ রাত ৯:৫২
জামাল হোসেন (সেলিম) বলেছেন: স্ক্রিন শটটা দেখুন, তাহলেই বুঝবেন।
আরেকটা দেখুন
আর ফেসবুকে? আমি ফেল! পারলাম না আপনাকে খুঁজে বের করতে।
৩০ শে মে, ২০১৫ রাত ১২:৫৭
কামরুন নাহার বীথি বলেছেন: ফেসবুকে আপনাকেও আমি হ্যারিকেন দিয়ে খুঁজে পাইনি।
স্ক্রিনশট আপনার পোষ্টে দিয়েছি, দেখুন।
১৬| ২৯ শে মে, ২০১৫ রাত ১০:০৩
বর্ণিল হিমু বলেছেন: ভালোই লাগলো......
৩০ শে মে, ২০১৫ রাত ১২:৩০
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য।
১৭| ৩০ শে মে, ২০১৫ রাত ৯:০১
কেএসরথি বলেছেন: মালয়েশিয়া কখনও যাওয়া হয়নি। খুবই পরিপাটি ছিমছাম দেশ মনে হচ্ছে।
৩০ শে মে, ২০১৫ রাত ৯:০৫
কামরুন নাহার বীথি বলেছেন: হুম্ম, সত্যিই সুন্দর দেশ! অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য!
১৮| ২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
মনিরা সুলতানা বলেছেন: অনেক সুন্দর ছবি সব।
আমি কোথাও গেলে ফুল ছাড়া ছবি তোলার মত কিছু পাই না। আর ছবি তুলতে গেলে মনে হয় মন ভরে তো দেখাই হচ্ছে না।
২০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫২
কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই, ছবি তুললে তখনই মন ভরে দেখা হয় না।
তবে, পরে ছবিগুলো অনেক অনেক দেখে সে সাধ মেটানো যায়।
অনেক ধন্যবাদ আপনাকে !!
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৫ দুপুর ১২:৩৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার তোলা ছবিগুলো সুন্দর , আপনার ক্যামেরা আরো সুন্দর :>