![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা
ভালবাসি সবুজ বনানী, নদি পাহাড়, সাগর, জনপদের ছবি তুলতে। সে দেশেরই হোক, বা বিদেশের। বিষয় পেলে মনের আনন্দে ছবি তুলে যাই। আমি ফটোগ্রাফী জানি না। যা চোখে ভাল লাগে, সেগুলোকে ক্যামেরাবন্দি করে, স্মৃতি হিসেবে রেখে দেয়াই আমার আনন্দ। আর নিজের সেই আনন্দ ভাগাভাগি করে নিতে আজকের এ প্রচেষ্টা আমার।
সাদা হাঁসগুলোর অলস সময় (নেপাল থেকে তোলা)
আমার গাঁয়ের লাল ফড়িং
নাম না জানা ফুলটি (নেপাল থেকে তোলা )
দেশী কবুতর বিদেশের মাটিতে ( অস্ট্রেলিয়া থেকে তোলা )
সিলেট যাবার পথে ট্রেন থেকে তোলা
তিন রকমের পাখি ( ক্যানবেরা লেক থেকে তোলা )
আমার গাঁয়ের প্রজাপতি
ফুটফুটে গাঙচিল ( সিডনী হারবার থেকে তোলা )
আমার গ্রামের বাড়ীর বকুল ফুল
কাকের বৈঠক ( সিরাজগঞ্জ যমুনা পাড়ে তোলা )
আমার মায়ের গাছের কাঁঠাল
ঘরে ফেরা (রাজশাহী থেকে তোলা )
গাঙচিল ( অস্ট্রেলিয়া থেকে তোলা )
প্রয়াত কন্ঠশিল্পী মান্না দে (২০০৮ সালে, যখন ঢাকায় এসেছিলেন )
ঘুমন্ত কালো রাজহাঁস ( ক্যানবেরা লেক থেকে তোলা )
মেলায় যাইরে---- ( নেপাল থেকে তোলা )
জংলী ল্যানটানা ( নেপাল থেকে তোলা )
পাহাড়ী নদি ( নেপাল থেকে তোলা )
আমার গাঁয়ের ভাটফুল
বৃষ্টিস্নাত বর্ণীল পাতা ( আমার বারান্দা থেকে তোলা )
পলাশ ফুল ( নেপাল থেকে তোলা )
বোতল ব্রাশ ফুল ( নেপাল থেকে তোলা )
নাম জানা ফুলটি ( পেট্রোনাস টাওয়ারের সামনের বাগানের ফুল, মালয়েশিয়া )
কুহক পাখি ( নেপাল থেকে তোলা )
কাঠবাদাম গাছে চুপটি করে বসে আছে চড়ুই পাখিটি ( আমার বারান্দা থেকে তোলা )
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ ঃঃঃঃঃঃঃঃ
স্মৃতির এলবাম থেকে -----৪ (ফটোব্লগ)
স্মৃতির এলবাম থেকে ----- ৩ (ফটোব্লগ)
স্মৃতির এলবাম থেকে -----২ (ফটোব্লগ)
স্মৃতির এলবাম থেকে ----- ১ (ফটোব্লগ)
২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১০
কামরুন নাহার বীথি বলেছেন: নেপালের প্রকৃতি এক্কেবারেই বাংলাদেশের মত। তাইতো ছবির রূপও বাংলাদেশের মতই।
অনেক শুভেচ্ছা দাদা!!
২| ২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১২
প্রামানিক বলেছেন: অল্পের থেকে প্রথম হইতে পরলাম না। সুমন ফার্ষ্ট হইয়া বইসা আছে।
কাশফুল হাঁস পাখির ছবি দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ কামরুন্নাহার আপা।
২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১৮
কামরুন নাহার বীথি বলেছেন: কাশফুলগুলো সাভার থেকে তুলেছিলাম, লেখা হয় নাই
সুমনদা ফার্ষ্ট হয়েছে তো কি হয়েছে, আপনি সেকেন্ড হয়েছেন!!
"আগে গেলে বাঘে খায়,
পিছে গেলে সোনা পায়!!!! " --
৩| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১৪
শায়মা বলেছেন: প্রথম ছবিগুলো দেখে তো শরৎ সকাল হয়ে গেলো আপুনি!!!!!!!!
২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২১
কামরুন নাহার বীথি বলেছেন: শরৎ যে এসে গেছে আপুনি!!!!
৪| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২২
এস কাজী বলেছেন: বীথি আপু, আপনি ফটোগ্রাফি করেন। ছবিগুলো তো সেই মানের। অনেক সুন্দর হইছে।++++
২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১:২২
কামরুন নাহার বীথি বলেছেন: ফটোগ্রাফি শেখার ধৈর্য নেই ভাই, যা চোখে ভাল লাগে সেটাই ক্যামেরাবন্দি করি শুধু!!
তবে ফটোগ্রাফি খুব উপভোগ করি!!
অনেক অনেক শুভেচ্ছা ভাই, ভাল থাকবেন!!!
৫| ২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:২৬
জামাল হোসেন (সেলিম) বলেছেন: "আগে গেলে বাঘে খায়,
পিছে গেলে সোনা পায়!!!! "
আমি কি পাবো আপা?
চমৎকার ছবিগুলো দেখে মন ভরে গেল। ধন্যবাদ শেয়ার করার জন্য।
২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৩
কামরুন নাহার বীথি বলেছেন: ছেলেবেলার এই কথাগুলো মনে পড়লে এখোনো হাসি পায় !!
আগে যেতে না পারলেই এমনটা বলতাম !!!
কোথায় হারিয়ে গেল সেই সোনালী দিনগুলো !!
আপনি পিছে থাকলে , শেয়াল ধরবে, পেত্নী ধরবে !!!
৬| ২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তিন রকমের পাখি ( ক্যানবেরা লেক থেকে তোলা ),ঘুমন্ত কালো রাজহাঁস ( ক্যানবেরা লেক থেকে তোলা ) ছবি দুটি অসাধারণ হয়েছে।
মধুর স্মৃতির এলবাম
২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৮
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমার ছবিগুলো মনযোগ দিয়ে দেখেছেন।
অস্ট্রেলিয়ায় যত ছবি তুলেছি, সবই আমার ভাল লেগেছে । অস্ট্রেলিয়া দেশটাই সুন্দর।
আমার এই পোষ্টের আগেই, আরেকটা ছবিব্লগ আছে " নীল সাগরের দেশে, নীল আকাশের দেশে"- এটা দেখতে পারেন।
সবগুলোই অস্ট্রেলিয়ার ছবি, ভাল লাগবে আপনার।
৭| ২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার সব ছবি, দেখে চোখ আর প্রাণ দুটোই জুড়াল। পোস্টে ২য় ভালোলাগা রেখে গেলাম আপু।
ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।
২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১০
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আপনাদের এমন আন্তরিক মন্তব্যই আমাকে উৎসাহ যোগায়।
আপনার কাছে একটা বিষয় জানতে চাইছি, প্রতিমন্তব্যে ছবি বা লিংক কিভাবে দেব?
আমি দিতে পারি না।
৮| ২৮ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
ফেরিওয়ালা দাদা বলেছেন: অসাধারণ ছবি দেখলাম। দেখে মন ভালো হয়ে গেল।
২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৩
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!!!
৯| ২৮ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সবচেয়ে সহজ সমাধান হল, পোস্টের শেষে আপনার মন্তব্য লিখুন অংশে গিয়ে ছবিটি ইন্সার্ট করে, লিংকটি কাট করে প্রতিত্তরে পেস্ট করে দেন। আরও ভাল উপায় হল, নতুন একটি উইন্ডো ওপেন করে সেখানে নতুন ব্লগ লিখুন অপশন দিয়ে সেখানে ছবি, ইউটিউব লিঙ্ক ইত্যাদি ইন্সার্ট করে লিঙ্কটি কাট করে নিয়ে আগের উইন্ডোতে গিয়ে মন্তব্যের প্রতিত্তর লেখার বক্সে গিয়ে পেস্ট করে দেন। আশা করি বুঝাতে পেরেছি।
ভালো থাকুন সবসময়। শুভকামনা রইল।
২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩৬
কামরুন নাহার বীথি বলেছেন: চেষ্টা করলাম!!!
২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩৮
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে!!!!
১০| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৮:২৭
ভ্রমরের ডানা বলেছেন: অনেক ভাল লেগেছে ছবি ব্লগ। নেপালের নাম না জানা ফুলটি আমার কাছে মনে হয়েছে অপরাজিতা প্রজাতির ফুল।
আপনার ফটোগ্রাফি অসাধারন হয়েছে।
২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫২
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!!!
এই ফুলটার গাছের পাতা অপরাজিতার পাতার মত নয়!!!
আবার ফুলটা কলমি ফুলের মত, কিন্ত গাছের পাতাটা কলমির মত নয়।
১১| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩৩
ভ্রমরের ডানা বলেছেন: আপনি মনে হয় নেপালে নাগরকোট গিয়েছিলেন। সেখানে এমন ফুল দেখা যায়। দেখুন
২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪৪
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা আমি নাগরকোটও গিয়েছিলাম, কিন্তু ছবি তুলেছি ধারান থেকে!!
ধারানে আমি অনেকদিন অবস্থান করেছি।
মন্তব্যের ছবিটা আমার তোলা নয়।
১২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮
শামছুল ইসলাম বলেছেন: দেশ-বিদেশের চমৎকার সব ছবি!!!!
কাকের বৈঠক-এর আলোচনার বিষয়বস্তুটা জানতে খুব ইচ্ছে করছে!!!!
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৩
কামরুন নাহার বীথি বলেছেন: কাকের বৈঠকের বিষয়বস্তু আমারো জানা হয়নি!!
আমি কাক হলে হয়তো জানতে পারতাম!!!
১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬
মো: আশিকুজ্জামান বলেছেন: আমনার স্মৃতিতে অংশ নিলাম। ভাললাগল।
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আশিক ভাই!!
১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৬
মুরাদ আহম্মদ খাঁন বলেছেন: আমকে একটা ফুল দিতেই হবে ।আমকে একটা ফুল দিতেই হবে ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৭
কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ আমার প্রিয় একটা ফুলের জন্য!!!আমিও কি না দিয়ে পারি!!!
দেখে নিন!! ভাল লাগবে!!!
আরেকটা দিলাম!!!
আরো একটা, দেখতে থাকুন!! হাতে সময় আছেতো?!?!
১৫| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০১
মুরাদ আহম্মদ খাঁন বলেছেন:
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫০
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক শুভেচ্ছা ভাই, আপনার ছবিটা এখনও ওপেন হলো না!!
১৬| ২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২
পুলহ বলেছেন: বোতল ব্রাশ ফুলটা দেখে অবাক হয়েছি আপু !
বেশিরভাগ ছবিই খুব সুন্দর। বিভূতিভূষণের উপন্যাসের ভাটফুল থেকে জীবনানন্দের 'হংসের আলোর কন্ঠ...' পর্যন্ত প্রায় অনেক কিছুরই ছোয়া পেলাম।
কাকের ছবিটাকে বড় আপন মনে হোল, আর নেপালের পাহাড়ি নদী মনে করিয়ে দিলো প্রিয় শঙ্খ নদীর কথা।
আপনি ভালো থাকবেন
২১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭
কামরুন নাহার বীথি বলেছেন: আপনার কাব্যিক মন্তব্যে আমি অভিভূত!! অসংখ্য ধন্যবাদ ভাই!!!
১৭| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: নিঃসন্দেহে ভালোলাগাছে
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৩
কামরুন নাহার বীথি বলেছেন: আপনি কৈত্থেন??? আছেন ভালা??
১৮| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৪
সাদা মনের মানুষ বলেছেন: আমি দেশেত্তনে, ভালা আছি। আম্নে??
০৬ ই মে, ২০১৬ রাত ১২:৫৪
কামরুন নাহার বীথি বলেছেন: আমিও আছি আলহামদুলিল্লাহ্!!!
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
সুমন কর বলেছেন: প্রতিটি চমৎকার। বিদেশের মাটিতেও বাংলার রূপ দেখে খুশি হলাম।
প্লাস।