![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা
কাল সারাদিনই ঢাকার আকাশ মেঘলা ছিল আর ক্ষণে ক্ষণে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। সামনে পূজা, কমবেশী বৃষ্টি হবেই। এটাই গাছ লাগানোর সুন্দর সময়। তাই কাল প্রায় সারাদিনই ছাদে ছিলাম। কিছু গাছ লাগালাম। শীতের ফুল গাঁদা, চন্দ্র মল্লিকা, কসমস, ডায়ানথাস, সেলভিয়া। এখন প্রায় প্রতিদিনই নার্সারিতে যেতে হবে, প্রচুর চারা আসবে এখন। ছাতা মাথায় দিয়েই ছিলাম । এখন আর বৃষ্টিতে ভেজা সয় না। ঠান্ডা লাগবেই।
গাছ লাগানোর এক ফাঁকে দেখলাম, এখন বাগানে যে ফুলগুলো ফুটে আছে, এতে বৃষ্টির পানির কণাগুলো যেন মুক্তোর মত জ্বলজ্বল করছে। ছবি তোলার লোভ কী আর সামলানো যায়------
জবা ফুল
কসমস ফুল
জবা ফুল
কসমস ফুল
জবা ফুল
বেলি ফুল
জবা ফুল
কসমস ফুল
জবা ফুল
কসমস ফুল
জবা ফুল
জবা ফুল
১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৩
কামরুন নাহার বীথি বলেছেন: হায় হায়, নাম দিতে হবে ?
প্রথম মন্তব্যকারীনির কথা যে শুনতেই হয়
১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৬
কামরুন নাহার বীথি বলেছেন: বড় হলুদগুলো জবা, বাকিগুলো কসমস আর সাদাটা বেলি। ব্যস হয়ে গেল!!
২| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০২
আলোরিকা বলেছেন: সুন্দর ! সবই প্রায় হলুদ শুধু একটি সাদা - তাতেই শরৎ সমুজ্জল
শারদীয় ফুলেল শুভেচ্ছা
১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১১
কামরুন নাহার বীথি বলেছেন: বেলি ফুল সাধারনত গ্রীস্মে ফোটে।
এখন দু'একটা আছে। জবা ফুল দেখি সারা বছরই ফুটতে থাকে।
কসমসগুলো শীতের ফুল।
শরতের শিউলী গাছটা মরে গেছে আবার বর্ষা একে লাগাব।
অনেক শুভেচ্ছা আপু আপনাকে।
৩| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৪
আলোরিকা বলেছেন: শিরোনাম বরাবরের মতই কাব্যিক ! +++
১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১২
কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ আপু
৪| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১১
সেলিম আনোয়ার বলেছেন: বৃষ্টি ভেজা ফুল
মনে দিল দোল
মনটা গেল ভিজে
মনে আনন্দ কিযে ।
১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৪
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, অবশ্যই মনে দোলা দেবার মতই ছবিগুলো!!
শুভেচ্ছা অনন্ত--------------
৫| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৩
হামিদ আহসান বলেছেন: বাহ ....অনেক সুন্দর !
১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৫
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ হামিদ ভাই, অনেকদিন পরে আপনাকে আমার ব্লগে পেলাম!!!!
৬| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৪
গেম চেঞ্জার বলেছেন: বৃষ্টির পানিতে ফুলগুলো চুপসে না গেলেও ভিজে গেছে। মিসিং ছোট্টবেলা।
১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৯
কামরুন নাহার বীথি বলেছেন: হালকা বৃষ্টি হয়েছিল বলেই ফুলগুলো চুপসে যায়নি।
ভারি বর্ষোন হলে ফুলের পাপড়ী একটাও থাকতো না।
মিসিং ছোট্টবেলা
কি মিস করছেন বৃষ্টিতে ভেজা, না ফুলগুলো?
৭| ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৩
সুমন কর বলেছেন: গাছের প্রতি আমি এমনিই দূর্বল..........কিন্তু ফুল গাছ মরে যায় বলে, কিনি না। তার উপর ভাড়া বাড়িতে গাছের সখ অসম্ভব !! তবুও কিছু আছে।
পোস্টে ভালো লাগা। সুন্দর সব ফুল।
১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৩
কামরুন নাহার বীথি বলেছেন: যে ফুলগাছগুলো কখনও মরে যাবে না এমন ফুল গাছে লাগাবেন দাদা।
যেমন গন্ধরাজ, রজনীগন্ধা, বকুল, হাসনাহেনা, কামিনী, বেলি, চন্দ্রমল্লিকা, সব রকমের লিলি, মে ফ্লাওয়ার ---- এই জাতিয় গাছ।
ভাড়া বাড়ীতে নয়, নিজের দেশের বাড়ীতে লাগিয়ে আসবেন।
মা-এর টানে আর ফুলের টানে, বারবার যেতে মন চাইবে!!!
অনেক ধন্যবাদ দাদা!!
৮| ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৬
শামছুল ইসলাম বলেছেন: //হলুদ জবা,
রঙিন কসমস,
আর শুভ্র বেলী-
শরতের বাদলে ভিজে,
মুক্ত হয়ে ঝরেছিল ছাদের বাগানে,
বীথি আপা ছড়িয়ে দিল তাদের,
সামুর নিষ্প্রাণ দেওয়ালে -
এক পশলা বৃষ্টির ভাললাগা নিয়ে !!!!!//
ভাল থাকুন।সবসময়।
১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৫
কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই, ফুলগুলো যেন এক পশলা বৃষ্টির আনন্দ!!!
অনেক শুভেচ্ছা ভাই!!
৯| ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৯
ভ্রমরের ডানা বলেছেন: অনেক সুন্দর লাগছে ওদের। মনে হচ্ছে নববিবাহিতা বধু। ফুলে ভরা পোস্টে ভ্রমরের ভাল লাগা।
১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩০
কামরুন নাহার বীথি বলেছেন: ফুলে ভরা পোস্টে ভ্রমরের ভাল লাগা।
দারূন বলেছেন!!
আসলেই বৃষ্টিস্নাত প্রকৃতি যেন নতুন রূপে সাজে!!
অনেক শুভেচ্ছা আপনার জন্য!
১০| ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
যথাসময়ে তুলেছেন ছবি..
আমাদের পুষ্প-ব্লগার....
১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৩
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, আজ পুস্প ব্লগার
অনেক শুভেচ্ছা মইনুল ভাই!
১১| ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
রেসিপি ব্লগারও হতে পারেন
১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৪
কামরুন নাহার বীথি বলেছেন: তাই? রেসিপি দেয়া যদিও ঝামেলার।
তবে কিছু একটা বৈচিত্র যে আনতেই হয় !!!
১২| ১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
প্রামানিক বলেছেন: ফুলের রানী ফুল দিয়েছে
লাগছে খুবই ভাল
হরেক রকম ফুলের শোভায়
ব্লগ হয়েছে আলো।
ফুলের উপর বৃষ্টির ফোটা
জ্বল জ্বল করে জ্বলছে
এগুলো নাকি মুক্তা সম
বীথি আপা বলছে।
চমৎকার ফুলের ছবি। ধন্যবাদ নাহার আপা।
১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
কামরুন নাহার বীথি বলেছেন: ফুলের উপর বৃষ্টির ফোটা
জ্বল জ্বল করে জ্বলছে
এগুলো নাকি মুক্তা সম
বীথি আপা বলছে। --------
শুধু কি আমি বলেছি মুক্তা সম, আপনি নিজেই দেখে নিন, কিসের মত!!!!
১৩| ১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
ডাঃ মারজান বলেছেন: আপু এতো সুন্দর ফুল! সব গুলার নামত জানিনে, একটু বলে দিবেন কি!
১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
কামরুন নাহার বীথি বলেছেন: ভাই, এখানে শুধু তিন রকমের ফুলই আছে!!
বড় হলুদগুলো সব জবা ফুল, ছোট হলুদগুলো কসমস ফুল আর সাদাটা বেলি ফুল!!!!
অনেক অনেক শুভেচ্ছা আপনাকে!
১৪| ১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪
ডাঃ মারজান বলেছেন: শুধু জবা ফুলটা চিনতে পেরেছিলাম। ধন্যবাদ আপু।
১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
কামরুন নাহার বীথি বলেছেন: বেলি ফুলটা পহেলা বৈশাখে সব রমণীর খোঁপায় দেখেন না ??
১৫| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩০
ধমনী বলেছেন: ফুলগুলো সুন্দর। গাছগুলোর সৌভাগ্য। ভালো পরিচর্যাকারীনী পেয়েছে।
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৬
কামরুন নাহার বীথি বলেছেন: তাই?!!
আমার সৌভাগ্য, আমি এমন নিস্পাপ ফুলগুলোর যত্ন করতে পারি!!!
১৬| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০১
ঢাকাবাসী বলেছেন: আপনার যতনের ছাপ রয়েছে চমৎকার ফুলগুলোতে। অপুর্ব সব ছবিগুলো, দারুণ লাগল।
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩০
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা ভাই, এখন এই যান্ত্রিক জীবনে এটুকুই শান্তির পরশ!!
অনেক অনেক শুভেচ্ছা!!!!
১৭| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২২
হাসান মাহবুব বলেছেন: সুন্দর। আমি ফুল একদম ভালো চিনি না। জবা ফুলের রঙ ভাবতাম লাল!
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৯
কামরুন নাহার বীথি বলেছেন: আসলে এসব রঙের জবা ফুল আমাদের দেশে ছিল না, সব হাইব্রীড!!
জবা ফুলের রঙ লালই হয়।
আমার লাল রঙ ছাড়াই ৫ রকমের জবা ফুল ছিল!
দুঃখের সাথে জানাচ্ছি, সেগুলো সব মরে গেছে!!!!
আমাকে আবার নতুন করে শুরু করতে হচ্ছে!!!
১৮| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১১
কাবিল বলেছেন: হলুদ জবার ছবি গুলো সুন্দর।
আপনার প্রোপিক কি ফুলের ছবি? (চন্দ্রমল্লিকা?)
১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫০
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, আমার প্রোপিক -এর ফুল চন্দ্রমল্লিকা।
ভাল লাগলে ঘুরে আসতে পারেন আমার মল্লিকাবনে ।
অনেক শুভেচ্ছা আপনার জন্য!!
১৯| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৮
আজিম পরদেশী বলেছেন: মুগ্ধ হওয়ার মত ছবি।
১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫১
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ
২০| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৫
রুদ্র জাহেদ বলেছেন: অসাধারন পোস্ট আপুনি।নির্মল জীবন্ত ফুলোগুলো দেখে প্রাণ জুড়িয়ে গেল।ফুলে ফুলে মন-মনন প্রস্ফুটিত হয়েউঠুক
১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫২
কামরুন নাহার বীথি বলেছেন: ফুলে ফুলে মন-মনন প্রস্ফুটিত হয়েউঠুক
হ্যা, দোয়া করবেন এটাই!!
শুভকামনা------------
২১| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫১
গেম চেঞ্জার বলেছেন: স্যরি লেট হয়ে গেল আবার এ লেখায় আসতে। আসলে মিস করছি উভয়ই। দুরন্ত সেই শৈশব কৈশোর সময়টা মিস করি, মিস করি ফুল, পাখি, বাগান, গাছ, সবুজ, পল্লবের সমুদ্র অারো অারো অনেক...
১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৫
কামরুন নাহার বীথি বলেছেন: হুম, মিস করি আমিও !!!
'তাইতো দুধের স্বাদ ঘোলে মেটানোর' মত ছাদেই বাগান করি।
অনেকটা সময় কাটাই, বুকভরে নিঃশ্বাস নেবার জন্য!!
অনেক শুভেচ্ছা ভাই, ভাল থাকবেন!
২২| ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: জবা আছে,বেলী আছে
সাথে আছে কসমস;
মন্ত্রমুগ্ধ ফটোগ্রাফি
হনু আমি পুরো বশ।
বৃষ্টিস্নাত পুষ্পরাজি
ক্যামেরায় হলো বন্দি;
লোভে আঁখি জ্বলোজ্বলো
আঁটছি চুরির ফন্দি।
***দেখে তব পুষ্প মেলা/খেলেছি আটের খেলা/আশা করি বুঝিয়াছ/দেখে খুশি হইয়াছ
১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৯
কামরুন নাহার বীথি বলেছেন: এসে গেলেন ছড়ার পাখি, তবে এত দেরিতে কেন?
ভাল লেগেছে বুঝতে পারলাম আপনার চমৎকার ছড়ায়!
আর ফুল চুরির ফন্দি আঁটা? তা' থেকে ১০০ হাত দূরে থাকুন !!!
তাহলে ভাল থাকবেন!!
২৩| ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৭
দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর + ্ ্ ্ ্ ।
১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০১
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই দৃষ্টিসীমানা!!!
২৪| ১৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫১
এস কাজী বলেছেন: মন প্রান ভরে গেল ফুলের ছবিতে। ছবিতে ভাল লাগা বীথি আপু।
১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই, ভাল থাকবেন।
শীতকাল আসছে, দোয়া করবেন যেন সুস্থ থাকি,ফুলে ফুলে ভরে দেব এ আঙিনা!!!!
২৫| ১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
নীল-দর্পণ বলেছেন: সুন্দর ফুল দেখলেই আমার কচকচ করে খেয়ে ফেলতে ইচ্ছে করে
১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১২
কামরুন নাহার বীথি বলেছেন: হায় হায় এইরকম ধ্বংসাত্মক মনোভাব!!!
আমি একটা ফুলও ছিঁড়ি না, ফুল কিনে ঘর সাজাই।
২৬| ১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
সাহসী সন্তান বলেছেন: মানুষ সুন্দরের পূজারী! আর যারা সুন্দররের পূজারী তাদের কাছে তো ফুল আসলেই ভাল লাগবে! অনেক সুন্দর ফুলের সমাবেশ!
আপু, মুই গতকাল কইতরি বেগমের সাথে একটু দেখা করতে যাইতাম। তো আপনের এইহান থাইক্কা কি একটা ফুল ধার দেওন যাইতো? বেশিক্ষন না, ঐ বার-তের ঘন্টার মত আর কি!
১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
কামরুন নাহার বীথি বলেছেন: আপু, মুই গতকাল কইতরি বেগমের সাথে একটু দেখা করতে যাইতাম। তো আপনের এইহান থাইক্কা কি একটা ফুল ধার দেওন যাইতো? বেশিক্ষন না, ঐ বার-তের ঘন্টার মত আর কি! ---------
যাক শান্তি পেলাম যে গতকাল বলেছেন, আগামী কাল হলেতো, সরাসরি 'না '- বলে দিতে হতো!!
আবার যখন কইতরি বেগমের কাছে যান, আমার দেয়া এক বস্তা শুভেচ্ছা বয়ে নিয়ে যাবেন!!!
সে পর্যন্ত ভাল থাকুন!!!
২৭| ১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
খোলা মনের কথা বলেছেন: ফুলগুলো দেখে কিছু সময় শৈশবে বর্ষার ফুল দেখার স্মৃতি মনে করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ
১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
কামরুন নাহার বীথি বলেছেন: ফুল কি শুধুই শৈশবের স্মৃতি!!!!!
আমিতো আজীবন বয়ে নিয়ে বেড়াচ্ছি!!!!
বৃষ্টিস্নাত ফুলগুলো আসলেই স্মৃতিকাতর করে দেবার মতই!!
অনেক শুভেচ্ছা, ভাল থাকবেন!!
২৮| ১৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
সাহসী সন্তান বলেছেন: "আবার যখন কইতরি বেগমের কাছে যান, আমার দেয়া এক বস্তা শুভেচ্ছা বয়ে নিয়ে যাবেন!!!"
-শুভেচ্ছা দেওন লাইগতো না আপু? শুধু এক বস্তা ফুল হইলেই হপে! হেই আবার ফুল খুব ভালা পায়! তো বস্তাটা কিসের হবে একটু কইবেন নি? চটের বস্তা লই আইতাম না সিমেন্টর বস্তা? তয় ফুল গুলান কইলাম তাজা হওন লাগবো?
১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৮
কামরুন নাহার বীথি বলেছেন: আমিতো ফুল দিতে চাইই নাই, দেব শুভেচ্ছা!!
যত বড় বস্তা আপনি বয়ে নিয়ে যেতে পারবেন, ততবড় বস্তাই নিয়ে আসবেন!!!!
২৯| ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জবা ফুলের উপর বারি বিন্দু , অসাধারণ লাগছে । হলুদ জবা আমি আগে দেখিনি ।
গাঁদা লাগানোর সময় কি এখনি ? আমার মেয়ের জন্য কিছু চারা কিনতে হবে ।
১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৫
কামরুন নাহার বীথি বলেছেন: হলুদ জবা আমিও আগে দেখেছিলাম না!
কেনার পরে কত রঙের জবা যে দেখি এখন!
আপনার জন্য আমার বাগানের আরেক রকম জবার ছবি দিলাম (গাছটা মরে গেছে
)
হ্যা ভাই, গাঁদার চারা এখন নার্সারিতে পাওয়া যাচ্ছে এখন!
মেয়ের জন্য কিনে নিয়ে যান!! মেয়ের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল!!!
৩০| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৩
অগ্নি সারথি বলেছেন: সুন্দর।
১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৯
কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ!!!!
৩১| ১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৪
মো: আশিকুজ্জামান বলেছেন: আপনার কল্যাণে অনেক ফুলেকে জানা যায়। যেমনঃ কসমস ফুল।
১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
কামরুন নাহার বীথি বলেছেন: হুম, ভাল লেগেছেতো?
৩২| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৭
মো: আশিকুজ্জামান বলেছেন: ফুল কি কখনো কারো খারাপ লাগে?
১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৪
কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই!!! অনেক শুভেচ্ছা আশিক ভাই!!!!!
৩৩| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৫
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: সুন্দর।
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৭
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!
৩৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বৃষ্টিভেজা ফুলের রূপ সত্যি অপরূপ। +++
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৪
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই, আপনি এতদিন পরেও এসেছেন!!!!!
৩৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮
অন্তঃপুরবাসিনী বলেছেন: অসাধারণ!! এমন জবা প্রথম দেখালাম। আমাদের একটা ছিল, রং কমলা টাইপের।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক শুভেচ্ছা আপু!!
আমার জবার প্রচুর কালেকশন ছিল, কয়েকটা মরে গেছে!!
আবারো কিনতে হবে, একদিন আমার বাগান দেখাব!!
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৯
রিকি বলেছেন: আপু ফুলগুলোর নাম দেন---হলুদটাকে তো আমি সন্ধ্যামালতী ভেবেছিলাম, তারপরে তো পাতা দেখে ধারণা চেঞ্জ হলো। পোস্টে অনেক অনেক ভালোলাগা রইল। কিন্তু ফুলগুলোর নাম দেন জলদি।
![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)