![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা
বিজয় দিবস নিয়ে অনেক গুণীজন অনেক অনেক লিখেছেন। আমি শুধু কিছু ছবি পোষ্ট করব। সারাদিন এবং রাতেও ঘুরে যে ছবি তুলেছি, সেই ছবিগুলো সবার সাথে শেয়ার করব!!!!
শুরুতেই সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই!!!
বিজয় দিবস প্যরেড গ্রাউন্ড, আগারগাঁও।
পথে প্রান্তরের বিভিন্ন ছবি ।
সংসদ ভবনের সামনে
রায়ের বাজার বদ্ধভূমি
রাতে ঢাকাকে এক নতুন সাজে সাজানো হয়েছে। বেতার ভবন, আগারগাঁও, শের-এ বাংলা নগর।
এল জি ই ডি ভবন, আগারগাঁও , শের-এ বাংলা নগর
বঙ্গবন্ধু নভো থিয়েটার
আগারগাঁও, শের-এ বাংলা নগর -এর বিভিন্ন সরকারী ভবন
সেচ ভবন, মানিক মিঞা এভিনিউ
কে আই বি ভবন, খামারবাড়ী।
বঙ্গবন্ধুর মহান দান কৃষিবিদ ক্লাস ওয়ান, খামারবাড়ী।
সব শেষে বিভিন্ন রঙের ঝলকানিতে হাতির ঝিল।
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৩
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, অনেক জায়গাতেই ঘোরা হয়েছে!!!
শুভেচ্ছা তোমাকেও , ভাল থেক!!
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৫
উল্টা দূরবীন বলেছেন: বিজয়ের শুভেচ্ছা।
লাল সবুজের সীমানায় তো দারুন সময় কাটালেন।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০০
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, লাল সবুজের সীমানায় বেশ ভালোই সময় কাটিয়েছি !!!
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৬
সুমন কর বলেছেন: বিজয়ের এ দিনে চমৎকার শেয়ার..
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০১
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা দাদা, ভাল থাকবেন!!!!
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৮
উল্টা দূরবীন বলেছেন: হামাক দাদা ডাকবেন না জ্বে। নিজেরে বুড়া বুড়া মনে অয়।
ভাইয়া কইলে আনন্দিত, আহ্লাদিত, প্রফুল্ল বোধ করি।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৮
কামরুন নাহার বীথি বলেছেন: বড় ভাইয়া, কালকে তুমি আমার জন্য দুইটা গোলাপ ফুলের চারা এনে দিওওওওও!!
মনে থাকে যেন!!! না আনলে তোমার সাথে আর কথা বলব না, হুম্ম!!!
৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১০
সাহসী সন্তান বলেছেন: ঘুমাইতে যাবো! এখন শুধু উকি মাইরা গেলাম........!!
পরে কথা হবেএএএএএএএএএএএএএএএ.........!! শুভ রাত্রি!
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৯
কামরুন নাহার বীথি বলেছেন: শুভ নাইট, গুড রাত্রি----------------------------------------
৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৫
ধমনী বলেছেন: সুন্দর! সুন্দর!!
১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই! !!!
৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৩
রুদ্র জাহেদ বলেছেন: অত ঘুরাঘুরি হয় নাই।কিন্তু এখন আপুনির সাথে ঘুরে ফেললুম ছবিগুলো অনেক ভালো হইছে।অনেকগুলো ধন্যবাদ রইল সাথে...
১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩
কামরুন নাহার বীথি বলেছেন: আমার সাথে এত ঘুরে কি খুব ক্লান্ত হয়ে পরেছেন?
৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:১৯
সামাইশি বলেছেন: নিজের এলাকার ছবি দেখে আবেগে আপ্লুত হলাম আপা। খুব সুন্দর।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৫
কামরুন নাহার বীথি বলেছেন: আপনার এলাকা?? এটা আমারও এলাকা!!!!
৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
বিজয় দিবসের শুভেচ্ছা আপা।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!!!!
১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ছবিতে পুরো বিজয় দিবস কাভার করে দিলেন। আমি বের হতে পারি নি। তাই আমার কাছে এটি ছিল অনেক মূল্যবান একটি পোস্ট।
কামরুন নাহার আপা, আজকের পোস্টে বিশেষভাবে মুগ্ধ হলাম। ছবি দিয়েও ব্লগিং করা যায়, এটি আপনি বুঝিয়ে দিলেন।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২১
কামরুন নাহার বীথি বলেছেন: কামরুন নাহার আপা, আজকের পোস্টে বিশেষভাবে মুগ্ধ হলাম। ছবি দিয়েও ব্লগিং করা যায়, এটি আপনি বুঝিয়ে দিলেন।
অনেক ধন্যবাদ ভাই, এমন অনুপ্রেরণা পেলে সত্যিই ব্লগিং করতে সাহস পাই!!
ভাল থাকবেন সব সময়!
১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩
প্রামানিক বলেছেন: সব জায়গার সুন্দর সুন্দর ছবি দিছেন অথচ সচিবালয় বা মতিঝিলের একটা ছবিও তোলেন নাই। মতিঝিলে আসার মত আপনার গাড়িতে কি তেল ছিল না?
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৩
কামরুন নাহার বীথি বলেছেন: আমার গাড়িতে তেলও ছিল, গ্যাসও ছিল!!!
কিন্তু মতিঝিলের পথ চিনিয়ে নেবার মত কেউ আমার গাড়িতে ছিল না!!!!
১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৭
সাহসী সন্তান বলেছেন: বীথিপু, টেকনাফ টু তেতুলিয়া একটা রাউন্ড মারছেন মনে কয়.....? তয় পোস্টে ফুল নাই দেইখা প্লাস দিলাম না (একদম সত্য)! অন্তত
বিজয় দিবস উপলক্ষে পোস্টে যদি ফুল না থাকে, তাইলে পুষ্প রানীর সৌন্দর্য কিছুটা হলেও বিনষ্ট হইলো না......??
ফুল দিলে আবার এসে প্লাস দিমু! নইলে মাইনাচ (সামুযে ক্যান মাইনাচ অপশনটা উঠাইলো?)
তবে বরাবরের মত পোস্ট অনেক চমৎকার! শুভ কামনা জানাইলাম না.......!
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৬
কামরুন নাহার বীথি বলেছেন: দেখলামতো প্লাস দেন নাই !!!!
আপনার খবর আছে, হুম্ম !!!!!
১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৬
আরণ্যক রাখাল বলেছেন: বিজয়ের শুভেচ্ছা
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৬
কামরুন নাহার বীথি বলেছেন: শুভেচ্ছা আপনাকেও !!!!
১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮
মুরাদ আহম্মদ খাঁন বলেছেন: আমি বের হতে পারি নি। এগজাম ছিল দেখে খুব ভাল লাগল ।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৭
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, ভাল লাগবার মতই ছিল বিজয় দিবসের দিনটি !!!!
১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২
গেম চেঞ্জার বলেছেন: অসাধারণ ছবি তুলেছেন আপুনী!! আমার ছবিগুলো ডিলিট হয়ে গেল।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৯
কামরুন নাহার বীথি বলেছেন: আপনার ছবিগুলো ডিলিট হয়ে গেল, মানে???? আহা !!! কি ভাবে ????
আমার ছবির প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ !!!
১৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১
হাসান মাহবুব বলেছেন: এমন রঙ ঝলমলে ছবি দেখে আনন্দটা আরো বেড়ে যায়। শুভেচ্ছা।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩০
কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই, এমন রঙ ঝলমলে ছবি দেখে আনন্দটা আরো বেড়ে যায় !!!!
অনেক শুভেচ্ছা ভাই আপনার জন্য!!
১৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২১
হামিদ আহসান বলেছেন: সুন্দর ছবি ..
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩১
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক শুভেচ্ছা ভাই !!!
১৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৭
রমিত বলেছেন: খুব সুন্দর হয়েছে ছবিগুলো!
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩২
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই!!!!
১৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৮
াহো বলেছেন:
দেলোয়ার হোসেন সাইদীর চন্দ্র গমন ও ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা সমান্তরাল ■
বাংলাদেশ জাতীয়তাবাদী জোটের মর্দে মোজাহিদরা গুজব প্রচার করে খুব সহজেই মানুষকে বিভ্রান্ত বানানোর অপপ্রয়াস চালায়। তেমনি দেলোয়ার হোসেন সাইদীর চন্দ্র গমনের মত ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার নতুন গুজব ”হোসেন মোহাম্মদ বেলাল” নামের আইডি ও “তাবিথ আউয়াল ফ্যান পেইজ” নামের পেজ থেকে ছড়ানো হয়। আইডি গুলুতে একজন মহিলার রক্তাক্ত ছবি দিয়ে লেখা হয় ” ফেনী জেলা ছাত্রলীগ নেতা ওমর ফারুক এর নেতৃত্বে ফেনী শহর ট্রাংক রোড এলাকায় এক প্রবাসীর স্ত্রীর কাছে থেকে ৪ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে দাবীকৃত টাকা না দেওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের পর কুপিয়ে হত্যা করা হয় এবং ঘরে ঢুকে নগত ২ লাখ টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে যাওয়া হয়। ” এই সব গুজব প্রচার কারীদের এখনই কঠোর হস্তে দমন না করলে ভবিষ্যতে বড় রকমের মাসুল দিতে হবে
http://prothom-feni.com/archives/10136
দেলোয়ার হোসেন সাইদীর চন্দ্র গমন ও ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা সমান্তরাল ■
বাংলাদেশ জাতীয়তাবাদী জোটের মর্দে মোজাহিদরা গুজব প্রচার করে খুব সহজেই মানুষকে বিভ্রান্ত বানানোর অপপ্রয়াস চালায়। তেমনি দেলোয়ার হোসেন সাইদীর চন্দ্র গমনের মত ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার নতুন গুজব ”হোসেন মোহাম্মদ বেলাল” নামের আইডি ও “তাবিথ আউয়াল ফ্যান পেইজ” নামের পেজ থেকে ছড়ানো হয়। আইডি গুলুতে একজন মহিলার রক্তাক্ত ছবি দিয়ে লেখা হয় ” ফেনী জেলা ছাত্রলীগ নেতা ওমর ফারুক এর নেতৃত্বে ফেনী শহর ট্রাংক রোড এলাকায় এক প্রবাসীর স্ত্রীর কাছে থেকে ৪ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে দাবীকৃত টাকা না দেওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের পর কুপিয়ে হত্যা করা হয় এবং ঘরে ঢুকে নগত ২ লাখ টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে যাওয়া হয়। ” এই সব গুজব প্রচার কারীদের এখনই কঠোর হস্তে দমন না করলে ভবিষ্যতে বড় রকমের মাসুল দিতে হবে
http://prothom-feni.com/archives/10136
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৪
কামরুন নাহার বীথি বলেছেন: আপনি এই খবর আমার এখানে পোষ্ট করেছেন কেন ?
আপনি ব্লগার, নতুন করে ব্লগে পোষ্ট করলে ভাল করুবেন।
ধন্যবাদ!!
২০| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৪
সুলতানা রহমান বলেছেন: খুব সুন্দর! পতাকার ছবি খুব ভাল লেগেছে।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৫
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপু আপনাকে !!!!!
২১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯
আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি ,
দেরীতে হলেও বিজয় শুভেচ্ছা জানালে মনে হয় খুব একটা ক্ষতি নেই ।
১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৭
কামরুন নাহার বীথি বলেছেন: মিথ্যে অভিযোগ আমার বিরুদ্ধে!!!
দেরীতে নয়, ১৬ তারিখেই আমি শুভেচ্ছা জানিয়েছি!!!
সারাদিন, এমনকি রাতেও ঘুরে, ছবি তুলে, তারপরে সেই ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছি !!!
তা' ছাড়া এটা বিজয়েরই মাস, সারা মাস ধরে শুভেচ্ছা জানাবো!!!!!
২২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩২
আজাদ মোল্লা বলেছেন: ছবি গুলি খুব সুন্দর , কিন্তু দেশ মাতার কি হাল ?
ছবির মতো এতো সুন্দর কবে হবে আমার মা মাটির দেশ ।
১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৩
কামরুন নাহার বীথি বলেছেন: ছবির মতো এতো সুন্দর কবে হবে আমার মা মাটির দেশ । ----
হবে হয়তো কোন এক সময়, যখন আমরা আর থাকব না !!! তবুও হোক!!
অনেক শুভেচ্ছা ভাই !!!
২৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৯
সাহসী সন্তান বলেছেন: খব্বর আপনারও আছে? পোস্টে ফুলের ছবি দেন নাই ক্যাএএএএএএএএএ........??
বিজয় দিবসে ফুল না থাকলে কি হইবোওওও? তয় পিলাচটা এব্বার দিয়াই গেলাম! আপনে আবার ভাইব্বেন না যে, আপনার ভয়ে পিলাচ দিছি? হেইডা আমার কইতরির লাই! হারাডা দিন খালি কানের কাছে ঘ্যানর ঘ্যানর......পিলাচ দেন নাই ক্যা, পিলাচ দেন নাই ক্যা......?
১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫০
কামরুন নাহার বীথি বলেছেন: আমার পোষ্ট প্লাস না দিলে , কইতরি বেগমকে আমি আমার বাগানে স্যুটিং করতে জীবনেও দেব না!!!!
১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৭
কামরুন নাহার বীথি বলেছেন: চাপা মারার আর জায়গা পান না, তাইনা?? আপনার ভবিষ্যৎ আন্ধার!!!!!
দেখেন প্লাস কে কে দিয়েছেন!!!! জানা আমার পোষ্টে প্লাস দিয়েছেন, এ আনন্দ কোথায় রাখি!!!
জানা আপুকে অনেক ধন্যবাদ!!! আর আপনাকে -------------- পাবোনি আমি!!!!!!
২৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
গেম চেঞ্জার বলেছেন: লেখক বলেছেন: আপনার ছবিগুলো ডিলিট হয়ে গেল, মানে???? আহা !!! কি ভাবে ????
আমার ছবির প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ !!!
বিজয় দিবসের ছবিগুলো কাট দিয়ে নিচ্ছিলাম, ফোন থেকে। ক্যাবল দিয়ে। নিয়ে যে ফোল্ডারে রাখছিলাম সেটাসহ অনেক ফাইল ডিলিট মেরে দিয়েছি। রিকভারি করতে আলসি লাগছে। তা না হলে করতাম।
মন্তব্যের নোটিফিকেশন পেলাম না।
১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৬
কামরুন নাহার বীথি বলেছেন: হায় হায় !!! রিকভারি করে নিন, আলসেমি বাদ দিয়ে।
আর শেয়ার করুন আমাদের সাথে!!!
নিজের পোষ্ট ছাড়া, অন্য কোথাও মন্তব্যের নোটিফিকেশন আমিও অনেকদিন থেকেই পাচ্ছি না!!!!
২৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫২
আরজু পনি বলেছেন:
বাহ দারুণ শেয়ার তো ।
বেশ আনন্দ ভ্রমণ করেছেন বোঝা যাচ্ছে ।
শুভেচ্ছা রইল ।
১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৮
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা আপু, বেশ আনন্দ ভ্রমণ করেছি সেদিন, সে রাতে !!
সেটাই শেয়ার করেছি, অনেক শুভেচ্ছা আপু!!!
২৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৩
সচেতনহ্যাপী বলেছেন: ক'দিন আগে যেতে পারলে (বিশেষ কারনে)বিজয়ের আনন্দ একটু বেশীই উপভোগ করতে পারতাম!! কপালে না থাকলে আর কি করা।। ধন্যবাদ।।
১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৮
কামরুন নাহার বীথি বলেছেন: ক'দিন আগে যেতে পারলে (বিশেষ কারনে)বিজয়ের আনন্দ একটু বেশীই উপভোগ করতে পারতাম!! ----
ক'দিন আগে, কোথায় যেতে পারলে, ঠিক বুঝে উঠতে পারলাম না!
বুঝিয়ে বলবেন ভাই, মাথায় ঘিলু কম আমার !!!
২৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৩
সচেতনহ্যাপী বলেছেন: স্যরি বোন আমারই ভুল।। আমি প্রবাসী, দেশে যাবো ক'দিন পর।। একটু আগে গেলেই এই আনন্দটুকু...........।। আর কিছুই না।।
১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৭
কামরুন নাহার বীথি বলেছেন: বুঝতে পারলাম !!!
তবে এখন প্রবাসী বাংলাদেশীরা খুব ঘটা করে সব অনুষ্ঠান পালন করেনতো!!!!
সেগুলোর কিছু ছবি আমাদের সাথে শেয়ার করতেন, ভাল হতো!!!!!
২৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৩
সচেতনহ্যাপী বলেছেন: আমি ঘরকুনো।। যাওয়া হয় না কোন আচার-অনুষ্ঠানেই।। এখানে আমার সমাজতো দুরের কথা, বন্ধুও নেই।। (দোষ কিন্তু আমারই।।)
১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৩
কামরুন নাহার বীথি বলেছেন: নিজেকে এ ভাবে দোষ দিয়ে কি ভাল থাকা যায়, ঘরকুনো হয়ে থাকতে কি খারাপ লাগে না আপনার????
আমি কিন্তু দেশের বাইরে গেলে ওদেশের আর নিজের দেশের সব অনুষ্ঠানেই যোগ দেই।
ভাল লাগে আমার। বিদেশের মাটিতে দেশের পতাকা উড়তে দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়!!!
অনেক বকবক করলাম, যেখানেই আছেন, ভাল থাকবেন, এই কামনা রইল!!!
২৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫১
সচেতনহ্যাপী বলেছেন: এই সহানুভুতিটুকুই আমি পাই না।। কেউ বুঝতে চায় না।। তাই এই জীবনকেই বেছে নিয়েছি।। দেখতে দেখতে ২৩টি বছর পেরিয়ে গেলাম!!
দেশের ভাল কিছু শুনলে ভাল লাগে আমারও।।
ধন্যবাদ বোনটি সময় নষ্ট করে আমার সাথে থাকার জন্য।।
১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০০
কামরুন নাহার বীথি বলেছেন: দেখতে দেখতে ২৩টি বছর পেরিয়ে গেলাম!! ---------
২৩ বছর ধরে দেশের বাইরেই????? কষ্টকর!!!!
জানি না কেন এতটা মনোকষ্ট আপনার!!! আল্লাহ্ সহায় হোন!!! ভাল থাকুন ভাই!!!
রাত অনেক হয়েছে, আজকের জন্য শুভরাত্রি!!!!
৩০| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৮
গেম চেঞ্জার বলেছেন: + বাটন চাপতে ভুলে গিয়েছিলাম। হায় হায়
১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১২
কামরুন নাহার বীথি বলেছেন:
৩১| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৯
সাহসী সন্তান বলেছেন: এমন কইরা প্রেস্টিজের বারটা না বাজাইলেও পারতেন? আপু স্যরি......!! তবে আমারও গেম ভাইয়ের মত অবস্থা! গতকাল রাতে ব্লগে বেশিক্ষণ ছিলাম না! শুধুমাত্র আপনার পোস্টে একটা মন্তব্য করেই গো টু বেড! সেজন্য (+) প্লাস বাটনে ক্লিক করতে মনে ছিল না!
সত্যি বলতে আপনার প্রত্যেকটা ছবি ব্লগই লাইক পাওয়ার যোগ্য! তয় আজকে ভুল হইছে দেইখা এত্তগুলো ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ প্লাস!
১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৭
কামরুন নাহার বীথি বলেছেন: আপনে আবার ভাইব্বেন না যে, আপনার ভয়ে পিলাচ দিছি? হেইডা আমার কইতরির লাই! হারাডা দিন খালি কানের কাছে ঘ্যানর ঘ্যানর......পিলাচ দেন নাই ক্যা, পিলাচ দেন নাই ক্যা......? :`< ------
এই এত্তগুলো কথা বলার জন্যই এই ইতিহাস!!!
তা' ছাড়া কইতরি বেগমের কথাও রাখেননি!!!!!
আপনার এত্তগুলো প্লাস কি আমার হজম হইব!!!
৩২| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৮
কলাবাগান১ বলেছেন: এই ছবিটা ও অনেক ভাল লেগেছে
১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩১
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, অনেক সুন্দর!!!! ওদিকটায় যাওয়া হয় নাই ভাই!!!
অনেক ধন্যবাদ আপনাকে!!!!
৩৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬
সাহসী সন্তান বলেছেন: আমি আপনার পোস্টে প্রথমে প্লাস দেই নাই সেজন্য কিন্তু আমারে আপনার ধন্যবাদ জানানো উচিত! দেখুন রেগে যাবেন না, আমি ব্যাখ্যা করছি!
বিষয়ডা হইলো গিয়া! আমার মন্তব্য পাওয়ার পরে আপনি আপনার এই পোস্টে কে কে লাইক দিয়েছে সেটা দেখছেন? প্রথমে হয়তো মেজাজটা একটু খারাপ হইছিল আমার উপর যে, ব্যক্কলটা খালি চাপামারে! প্লাস না দিয়াই কয় পিলাচ দিছি! কিন্তুউউউউউউ যখনই দেখছেন যে, আপনার পোস্টে জানাপু প্লাস দিছে তখন তো কি আনন্দ আকাশে বাতাসে অবস্থা! আর সেইটা কিন্তু আমার জন্যই হইছে! কারণ ঠিক ঐ মূহুর্ত্বে আপনি আমার জন্যই লাইকান নাম গুলো দেখছেন? সুতরাং........ মাঝে-মাঝে চাপা মারলেও সেইটা অন্যের উপকারের লাই এইটা কি আর কওন লাগবো......? (নিজের দোষতো স্বীকার করা যায় না, তাই এত ফিরিস্তি )
তয় এইটার মাধ্যমে জাতি একটা জিনিস পরিষ্কার হইছে যে, ব্লগ মাতা জানাপুও তাইলে আমাগো মত আম-ব্লগারদের পোস্টও পড়ে......?
১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০১
কামরুন নাহার বীথি বলেছেন: বিষয়ডা হইলো গিয়া! আমার মন্তব্য পাওয়ার পরে আপনি আপনার এই পোস্টে কে কে লাইক দিয়েছে সেটা দেখছেন? প্রথমে হয়তো মেজাজটা একটু খারাপ হইছিল আমার উপর যে, ব্যক্কলটা খালি চাপামারে! প্লাস না দিয়াই কয় পিলাচ দিছি! কিন্তুউউউউউউ যখনই দেখছেন যে, আপনার পোস্টে জানাপু প্লাস দিছে তখন তো কি আনন্দ আকাশে বাতাসে অবস্থা! আর সেইটা কিন্তু আমার জন্যই হইছে! কারণ ঠিক ঐ মূহুর্ত্বে আপনি আমার জন্যই লাইকান নাম গুলো দেখছেন? সুতরাং........ মাঝে-মাঝে চাপা মারলেও সেইটা অন্যের উপকারের লাই এইটা কি আর কওন লাগবো......? (নিজের দোষতো স্বীকার করা যায় না, তাই এত ফিরিস্তি :`>
তয় এইটার মাধ্যমে জাতি একটা জিনিস পরিষ্কার হইছে যে, ব্লগ মাতা জানাপুও তাইলে আমাগো মত আম-ব্লগারদের পোস্টও পড়ে......? -- ------
পোলাডার মাথায় বুদ্ধি আছে দেখা যায়!!! জাতি গর্বিত!!!
৩৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬
জুন বলেছেন: সুন্দর ছবিগুলো কামরুন্নাহার । অনেক ভালোলাগা । আপনাকেও দেরীতে হলেও ( মানে আমার দেরী , আপনার পোষ্ট দিতে দেরী হয়নি )
বিজয় দিবসের শুভেচ্ছা ।
১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপু, না দেরী হয়নি আপু!!!!
এই মাসটাই যে বিজয়ের মাস!!!!!
৩৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮
সাহসী সন্তান বলেছেন: প্লাস হজম করা ট্রিক্স......!!
প্রতাদিন সকালে ঘুম থেকে উঠার পর, হালকা গরম দুধের সাথে মিক্সড করে দুইটা প্লাস খাইবেন! তারপর সকালের নাস্তা করার ঠিক দুইঘন্টা পর আবার একটা প্লাস খাইবেন, তবে এবার খাবেন ঠান্ডা মানিতে গুলিয়ে!
দুপুরে আর দরকার নেই! খাবেন ঠিক বিকাল ০৪:১৯ মিনিটে! আচ্ছা ঘরে হরলিক্স আছে? না থাকলে আনিয়ে নেবেন! বিকালে গরম দুধ এবং হরলিক্স একসাথে মিশিয়ে আবারও দুইটা! আর রাতে ঘুমানোর আগে রং চায়ের সাথে একটা! তয় শর্ত হইলো চা আমার জন্যও একটা......!
এইভাবে খাইতে থাকুন আর বদহজম হবে না! আবার এক সপ্তাহ পরে প্রেচক্রিপশান নিয়ে দেখা করবেন! আর সাথে মোর ভিজিটটাও!
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ 'অনিয়মের ফলে রিএ্যাকশান হইলে ডাক্তর দ্বায়ী থাকবে না'!
১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫
কামরুন নাহার বীথি বলেছেন: এই রকম হাতুরে ডাক্তার!!! তোমাকেই খুঁজছে বাংলাদেশ!!!!!
৩৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫২
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ প্রাণের ছবির অসাধারণ মিলনমেলা,চোখ-মন দুটোই জুড়িয়ে গেলো,সত্যিই। অনেক ধন্যবাদ প্রিয় বীথি আপুকে,চমৎকার আর নান্দনিক সব ছবির সাথে সাক্ষাত করে দেবার জন্য, অনেক শুভকামনা আপনার জন্য +++++
১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫
কামরুন নাহার বীথি বলেছেন: এমন মন্তব্যে সত্যিই প্রেরণা পাই!!!
অনেক ধন্যবাদ ভাই!!!
৩৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৬
সাহসী সন্তান বলেছেন: কিইইইইই......! আমি হাতুড়ে ডাক্তার? কই সেই দাঁত উঠানো সাঁড়াশি আর হাতুড় টা গেল কই! হাতুড়ে ডাক্তার যখন হইছি, তখন সক্কলের দাঁত তুলুম.......!
ওরে কইতরি ঘর থাইক্কা রামদাডা লইয়া আয় তো? আমারে কয় হাতুড়ে ডাক্তার.....(ভানু হিসাবে)! তয় আপু, হেইডা কইলাম ডাক্তার না, হইবো গিয়া ডাক্তর.......!
১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১
কামরুন নাহার বীথি বলেছেন: কিইইইইই......! আমি হাতুড়ে ডাক্তার? কই সেই দাঁত উঠানো সাঁড়াশি আর হাতুড় টা গেল কই! হাতুড়ে ডাক্তার যখন হইছি, তখন সক্কলের দাঁত তুলুম. ---------
সক্কলের দাঁত?????? সবাই মিছিল করে এলো বলে!!!!!
শিক্ষা দিয়ে দিবে --------
৩৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি ,
হা...হা....হা... কেন উল্টো বূঝলি রাম !!!!!!
আপনার তো দেরী হয়নি মোটেও পোষ্ট দিয়ে বিজয় শুভেচ্ছা জানাতে । ১৬ তারিখের দিনটিতেই তো আপনি পোষ্টখানি দিয়েছেন । আপনার এই বিজয় শুভেচ্ছার জবাব দিতে আমার একদিন দেরী হয়ে গেছে (১৭ তারিখে ) তাই লিখেছি --------
দেরীতে হলেও বিজয় শুভেচ্ছা জানালে মনে হয় খুব একটা ক্ষতি নেই ।
এবার খুশি ?
সহ ব্লগার জুন এমনটা হবে বুঝতে পেরে বুদ্ধিমতীর মতো মন্তব্যের কাজটি করেছেন একথা লিখে ---
সুন্দর ছবিগুলো কামরুন্নাহার । অনেক ভালোলাগা । আপনাকেও দেরীতে হলেও ( মানে আমার দেরী , আপনার পোষ্ট দিতে দেরী হয়নি )
বিজয় দিবসের শুভেচ্ছা ।
১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৪
কামরুন নাহার বীথি বলেছেন: দেয়ালে মাথা ঠুকতে হবে আমার, তাহলে যদি একটু বুদ্ধি খোলে!!!!!!!
৩৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
অগ্নি সারথি বলেছেন: শুভেচ্ছা।
১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক শুভেচ্ছা আপনাকেও!!!!!!
৪০| ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০১
মো: আশিকুজ্জামান বলেছেন: ঘুরতে না গিয়েও আপনার ছবির মাধ্যমে ঢাকা শহর ঘুরে ফেললাম। অতি সুন্দর উদযাপন।
২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১১
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!!
৪১| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৬
রক্তিম দিগন্ত বলেছেন: চমৎকার সব ছবি!! ++
ফুলাপুর কাজই তো শুধু ছবিতে ছবিতে আমাদের মুগ্ধ করা।
আপু, একটা প্রশ্ন - সবুজের পাপড়ি ও সেইটার মাঝে লাল কলি যুক্ত কোন ফুল কি নেই???
২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৬
কামরুন নাহার বীথি বলেছেন: ঠিক তাই, আমার কাজই শুধু ছবিতে ছবিতে আপনাদের মুগ্ধ করা।
আপু, একটা প্রশ্ন - সবুজের পাপড়ি ও সেইটার মাঝে লাল কলি যুক্ত কোন ফুল কি নেই???
কলি ফুটেই পাপড়ি হয়, পাপড়ির মাঝেতো কলি হয় না!!!
তবুও, আপনি যখন বলছেন, খুঁজে দেখব অবশ্যই !!!
অনেক অনেক শুভেচ্ছা ভাই!!
৪২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৬
রক্তিম দিগন্ত বলেছেন: ফুল সম্পর্কে আমার জ্ঞান ধারণা একদমই নাই। ঐ কোনরকমে মূলভাবটা বুঝাইতে পারলেই হইলো আর কী!!!!
২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৯
কামরুন নাহার বীথি বলেছেন: আমার কালেকশন -এ ছিল না গুগোল মামুর কাছে থেকে ধার নিলাম!!!!
এইটা অবশ্য আমার বাগানের!!! লাল ল্যান্টানা।
৪৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৬
রক্তিম দিগন্ত বলেছেন: আপনার বাগানের ফুলগুলোই সুন্দর দেখাচ্ছে গুগলের থেকে।
আমিও গুগল মামার সাহায্য নিলাম খুঁজতে। উল্টোটা পেলাম।
বাংলাদেশের পতাকার মত ফুল কি নাই!!!
২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫
কামরুন নাহার বীথি বলেছেন: আপনার দেয়া ফুলটাও দারুন!!!
তবে বাংলাদেশের পতাকার রঙে ফুল পাওয়া কঠিন!
৪৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধন্যবাদ আপনাকে এই পোস্টটির জন্য। অবিশ্বাস্য হলেও সত্যি এমন প্ল্যানিং ছিল এবার আমার, কিন্তু কিছুই করা হল না। হল না সারাদিন ঘুরে ঘুরে বিজয় দিবসের ছবি তোলা! রাতের বেলা মিরপুর থেকে আজিমপুর আসার সময় আগারগাও এর ভবনগুলোর আলোকসজ্জা ভালো লেগেছে খুব। পোস্টে +++
২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪
কামরুন নাহার বীথি বলেছেন: আপনার কিছুই করা হয়নি, তো কি হয়েছে! আমি কিছুটা হলেও করেছি!
আসলে সেদিন এত মানুষ বেড়াতে বেরোয় যে, ভিড়ে সব জায়গায় ঘোরাও হয় না।
এরই মাঝে যতটুকু ঘুরতে পেরেছি, সেই সব ছবিই শেয়ার করেছি।
৪৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০২
অগ্নি কল্লোল বলেছেন: অতীব চমৎকার।।
মনে রঙ্ লাগলো।।
ধন্যবাদ জানবেন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২১
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই!!!!
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৬
ফেরদৌসা রুহী বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা আপা।
ছবিগুলো ভাল হয়েছে। অনেক জায়গায় ঘুরেছেন দেখা যাচ্ছে।