![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা
শীতকাল, শীত যেন জেঁকে বসেছে। শীতের ফুল যতগুলো লাগিয়েছি, প্রায় সবই ফুটে গেছে আমার বাগানে। ডালিয়া ফোটেনি আর চন্দ্র মল্লিকা সব রঙের গুলো ফোটেনি। ছবি প্রায় প্রতিদিনই তোলা হয়। ব্লগে পোষ্ট করি, করছি করে এখোনও করা হয়নি। আজ বসলাম আমার বাগানের কিছু ফুলের ছবি পোষ্ট করতে।
ছোট্ট একটু বর্ণনা দেব আমার বাগানের। পাঁচ তলার ছাদের চারপাশে বেড করে, তাতে মাটি দিয়ে গাছ লাগিয়েছি। পেছনের বড় আর উঁচু বেড-এ ফল আর সবজি বাগান আর সামনের অপেক্ষাকৃত ছোট আর নিচু বেডে আমার ফুলের বাগান।পাঁচ তলার ছাদের একপাশে ছোট্ট আরেকটা ইউনিট করা আছে, আর আছে ছোট একটা ষ্টোর রুম, তার ছাদেও আমার ফুলের বাগান। পাঁচ তলার বাগান থেকে ছয় তলার বাগানে উঠতে লোহার একটা সিড়ি বানানো হয়েছে। এতগুলো কর্মকান্ড এখনও শেষ করা হয়ে ওঠে নাই। কাজ চলছেই। বেডগুলোর ইটের দেয়ালে টাইলস দেয়া হয়নি। রেলিং দেওয়াও শেষ হয়নি। এই এলোমেলো বাগানেই যে ফুলগুলো ফুটেছে, সেই ফুলগুলোর ছবিই আজ পোষ্ট করছি। সবার ভাল লাগবে জানি!
---------------------------------------১। স্যালভিয়া
------------------------------------ ২।শুধু হলুদ গোলাপই ফুটেছে এখন।
------------------------------------------------৩,৪,৫,৬,৭,৮। কসমস।
-----------------------------------------------------৯,১০,১১। দোপাটি।
----------------------------------------------------------১২,১৩। ল্যান্টানা।
--------------------------------------------------------------১৪,১৫। এষ্টার।
-----------------------------------------------------------------১৬,১৭,১৮। গাজানিয়া।
------------------------------------------------------১৯,২০,২১। তিন রঙের বড় গাঁদা।
-----------------------------------------------------২২,২৩,২৪। তিন রঙের ছোট গাঁদা।
-------------------------------------------------------২৫। ঝুমকো লতা।
----------------------------------------------------------২৬,২৭। রঙ্গন।
----------------------------------------২৮। বেলি ফুল দু'চারটে ফুটছেই সারা বছর ধরে।
----------------------------------------------------২৯,৩০। জবা ফুল।
---------------------------------------------------------৩১। সন্ধ্যা মালতী।
-------------------------------------------------------------৩২। অপরাজিতা।
------------------------------------------------------৩৩। পাশাপাশি দুই রঙের কলাবতী।
এবার আমার বাগানকে পরিচয় করিয়ে দিই আপনাদের সাথে।
--------------------------------------------------৩৪,৩৫,৩৬। নিচের বাগান।
এবার চলুন উপরের বাগানে যাই। কর্নারে যে ইট গাঁথা বেড দেখা যাচ্ছে, ওখানে লাগাবো শিউলি গাছ। ফুল ঝরে সারা বাগান বিছিয়ে থাকবে এক সময়!
এটা বারবিকিউ করার জায়গা। আর দুই ধাপ উপরে আবার বাগান।
উপরে বাগান একেবারেই অগোছালো। সামনের লাল ফুলগুলো ল্যান্টানা, আর ভেতরে কিছু গাঁদা দেখা যাচ্ছে।
-----------------------------উপরে আরো আছে দু'রকমের ডায়ানথাস।
------------------------------------------------নিঃসঙ্গ ক্রিসমাস ট্রী।
এই সুন্দর মখমলের মতো পাতার গাছটার নাম আমি এখনও জানি না।
কবুতরও এসেছে আমার বাগান দেখতে। আরো আসে, শালিক, দোয়েল, চড়ুই। বিকেলে গাছে পানি দিলে, পানি খেতে আসে এ সব পাখি।
সন্ধ্যে হয়ে এল। চলুন এবার ফেরা যাক!
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৫
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই, ভাল থাকবেন!!
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫১
কস্কি বলেছেন: বাহ !! ছাদকে পরিপূর্ণভাবে কাজে লাগাইছেন দেখা যায়
সাদা অপরাজিতা মনেহয় প্রথমবারের মত দেখল্ম আমি
শুভকামনা আপনার আর আপনার বাগানের জন্য
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪১
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা ভাই, ঢাকা শহরে বাগান করার মত জায়গা কই, তাই ছাদেই বাগান।
সাদা আর নীল অপরাজিতা এক গাছেই ফোটে।
এবার এখনও নীল অপরাজিতা ফোটে নাই।
অনেক ধন্যবাদ আপনাকে!
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০২
ফেরদৌসা রুহী বলেছেন: অনেক ভাল লাগছে দেখে।
থার্টিফার্স্ট নাইটে আমার রাউন্ড ছাদে বারবিকিউ পার্টি করব।
এবার দেশে এসে আপ্নার বাসার ছাদেও তাহলে বারবিকিউ পার্টি একটা হবে আপা।
আমার বাসায় কিন্তু ফুল, সব্জি, পশুপাখি সব আছে এখন।প্রতিদিন নিজের গাছের শশা খাই, শিম,করল্লা,ঢেড়সসহ আরো অনেক কিছুই এখন নিজের গাছের। একদিন একটা পোস্ট দিব দেখি।
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫২
কামরুন নাহার বীথি বলেছেন: তোমাদের থার্টিফার্স্ট নাইটের বারবিকিউ পার্টির ছবি পোষ্ট করো।
হ্যা, দেশে এলে আমার ছাদেই বারবিকিউ পার্টি হবে ইন শা আল্লাহ্!
আমার বাগানেও সবজি চাষ করেছি অনেক।
বেগুন, শীম, ঢেড়স, করলা, লাল শাক, পালং শাক, পুই শাক, মরিচ লাগিয়েছি।
শষা লাগিয়েছিলাম, মিস্ত্রী কাজ করছে তাই নষ্ট করে ফেলেছে।
অনেক অনেক শুভেচ্ছা ফেরদৌসা, ভাল থেক!
৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর বাগান এবং ফুলগুলি........
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই!
৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৪
মাহবুবুল আজাদ বলেছেন: ওরে আপু কি দেখালেন। আপনার কি কখনো মন খারাপ হয়? আমার মনে হয় না। এত ফুলের মাঝে থাকলে ভাল না থেকে উপায় আছে। জীবনটা এমন ই ফুলগুলোর মত রঙিন আর সুন্দর হোক। অনেক ভাল লাগল।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৫
কামরুন নাহার বীথি বলেছেন: ওরে ভাই, আমি এইগুলো নিয়েই বেঁচে আছি!
সত্যিই আমার কখনো মন খারাপ হয় না, মানে খারাপ হলেও বেশীক্ষণ তা' থাকে না।
আপনার আন্তরিক মন্তব্যের জন্য অনেক অনেক শুভেচ্ছা!
৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯
সাহসী সন্তান বলেছেন: আমার কি কিছু কওয়া লাগবে আপু? ডেটটা ফিক্সড করে ফেলেন, আমরাও প্রস্তুতি নিই? বাগান পছন্দ হইছে, তয় বাগানের মধ্যে বসে গল্প করার মত জায়গা নেই? ঐ কইতরি জিগাইতেছিল আর কি.........!!
বীথিপু, আপনার হালকা পাতলা বর্ননা সহ প্রত্যেকটা ফুলের ছবির মত পোস্টটিও জ্বলজ্বল করে জ্বলছে! ফুল ভালবাসি বলে মনে হয়, আপনার প্রত্যেকটা পোস্টই আমার কাছে এত ভাল লাগে! প্রথমে সোঁজা ক্রলিং করে নিচে এসে প্রথমে একটা লাইক দিয়ে তারপর পোস্টটা যত্ন সহকারে দেখলাম! পোস্ট দেখে শুধু একটা কথাই বলতে ইচ্ছে করছে........অসাধারণ!
চমৎকার ছবি ব্লগের জন্য অনেক অনেক ধন্যবাদ! শুভ কামনা জানবেন!
বিঃদ্রঃ আপনার ফুল বাগান দেখতে একদিন কিন্তু সত্যিই চলে আসতে পারি?
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৮
কামরুন নাহার বীথি বলেছেন:
এই সিড়ির ধাপগুলো আরো একটু চওড়া হবে, এটা বসে গল্প করার জায়গা।
এ ছাড়াও একপাশে বড় একটা লোহার দোলনা হবে, আরেকপাশে বড় ছাতার নিচে চেয়ার সাজানো থাকবে,
কইতরি বেগমকে উদ্বিগ্ন হতে বারণ করুন !!!
আপনাদের ক্যামেরাম্যান রেডী করে যে কোন একদিন চলে আসতে পারেন।
তবে আরো একটু গুছিয়ে নেই, এখন মিস্ত্রীদের জ্বালায় মনখুলে গল্পও যে করতে পারবেন না আপনারা!!!
৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:০১
সোহানী বলেছেন: বাসার দো'তালাটা মনে হয় আমার জন্য খালি রেখেছেন.... ওকে ওকে নেক্সট্ দেশে আসলে ওখানে থাকবো রাতে ছাদে হাটবো আর কফি খাবো। বার বি কিউ পার্টি টার্টি আমার ভালো লাগে না....... ওওওও দোলন চাঁপা কোথায়... বর্ষায় ছাদে হাটলে দোলন চাঁপা, গন্ধরাজ, হাসনাহেনা, বেলীর গন্ধে চারপাশ মৈা মৈা করবে......... তবেই না হবে সার্থক বাগান বিলাশ...... আসছি +++++++
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪
কামরুন নাহার বীথি বলেছেন: দোতলা নয় আপুনি, পাঁচতলাই খালি আছে!!!
একদম বাগানের কাছাকাছি, চলে আসুন!!
সিড়ির নিচে কষ্ট করে একটু ঊঁকি দিয়ে দেখুন, হাসনাহেনা আর দোলনচাঁপা পাশাপাশি আছে, দেখা যাচ্ছে।
গন্দরাজ, রজনীগন্ধা, কামিনী, টগরও আছে, শুধু শিউলী গাছটাই মরে গেছে!
এবার বলুন সার্থক কী না?
অনেক অনেক শুভেচ্ছা আপুনি!!!
৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১০
চৌধুরী ইপ্তি বলেছেন: চমৎকার লাগলো আপু
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ আপুনী!
৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৩
রিকি বলেছেন: ঝাঁ ঝাঁ পোস্ট। চোখ জুড়িয়ে গেল আপু
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬
কামরুন নাহার বীথি বলেছেন: ঝাঁ ঝাঁ - --- চমৎকার বিশেষণ!!!
অনেক অনেক শুভেচ্ছা আপু!!!
১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮
গেম চেঞ্জার বলেছেন: ফাটাফাটি ছবিব্লগ বীথি আপু। +++++++
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪১
কামরুন নাহার বীথি বলেছেন: তাই? ফাটাফাটি করে দিলাম আজ?
মল্লিকারা সব ফুটে উঠলে, আবার নিয়ে যাব মল্লিকা বনে!!!
অনেক অনেক শুভেচ্ছা ভাই!!!
১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪
কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ ভাই!
১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭
সুমন কর বলেছেন: আহা কি সুন্দর !! প্রতিটি ছবি সুন্দর হয়েছে। আপনার ছাদটিও কিন্তু দারুণ হয়েছে এবং হবে। +।
কাল এ পোস্টটা আমি দেখলাম কেন !! ব্লগেই তো ছিলাম !! প্রথমে কি পোস্ট হয়নি নাকি আমার ভুল !
**আড্ডার দাওয়াত রইলো।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৯
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা দাদা, আসলেই সুন্দর এবং আরো সুন্দর হবে!!
অনেক পরিশ্রমের ফসল আমার এই বাগান!
চারতলা থেকে পাঁচ তলা করার সময় আমার ৩/৪ অংশ গাছ মরে গিয়েছে।
নতুন করে, ধিরে ধিরে আবার শুরু করছি আমি!!
দোয়া করবেন যেন আবার আমার মনের মত করে গড়তে পারি!
হুম, আড্ডায় দাওয়াত রইল !!!
১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৩
খেয়ালি দুপুর বলেছেন: এককথায় অসাধারণ। আমার সত্যি সত্যিই হিংসে হচ্ছে আপনাকে বীথি আপু!
২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩১
কামরুন নাহার বীথি বলেছেন: না না ভাই, হিংসে করবেন না!!
মাঝে মধ্যেই এমন ফুল আরো অনেক দেব আমি!!!
১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩
আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি ,
সব রঙের চন্দ্র মল্লিকাগুলো হয়তো ফোঁটেনি তবে ফুল আর ছাদের কিশোরী বাগানের ছবিতে না ফোঁটা চন্দ্র মল্লিকাগুলোই যেন ফুঁটে উঠলো ।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫
কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার মন্তব্য ভাই!! অনেক ধন্যবাদ আপনাকে!
আমার মল্লিকাগুলো ফুটলে, জানি কেউ চোখ ফেরাতে পারবেন না!
১৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫০
নীল বরফ বলেছেন: আপনার ছাদ না এটা,আপনার ব্যবিলন। শহুরে নিরেট কংক্রিটে এভাবে বাগানবাড়ী মুগ্ধকর। ফুলগুলো এক কথায় অসাধারণ। অনেকগুলো তো দেখিনি এই জীবনে। দেখেই রাতে আমার ওখানে কফিমগ নিয়ে হাটতে মন চাইছে।
অনেক ভালা অনুভূতি নিতে কমেন্ট করলাম। ভাল thakun.
২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩
কামরুন নাহার বীথি বলেছেন: ধন্যবাদ ভাই!! আসলেই আমার ব্যবিলন এটি।
সমস্ত শ্রম, সব ভাবনা, মনের সব মাধুরী মিশিয়ে গড়া এ ভূবন আমার!!!
আপনার আন্তরিক মন্তব্যে সত্যিই আমি মুগ্ধ!!
রাতে আমার ওখানে কফিমগ নিয়ে হাটতে মন চাইছে।
আমিও সেই উদ্দেশ্যেই সাজানো শুরু করেছি আমার বাগানটি !!!
১৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫১
নীল বরফ বলেছেন: আপনার ছাদ না এটা,আপনার ব্যবিলন। শহুরে নিরেট কংক্রিটে এভাবে বাগানবাড়ী মুগ্ধকর। ফুলগুলো এক কথায় অসাধারণ। অনেকগুলো তো দেখিনি এই জীবনে। দেখেই রাতে আমার ওখানে কফিমগ নিয়ে হাটতে মন চাইছে।
অনেক ভালা অনুভূতি নিতে কমেন্ট করলাম। ভাল thakun.
২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫
কামরুন নাহার বীথি বলেছেন:
এটি পোষ্টে দেইনি!!!
১৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫
আমি ইহতিব বলেছেন: এটা এলোমেলো বাগান? আপু ঠিকানা দেন, লাইভ দেখতে চলে আসবো।
কি লাকি আপনি!!! খুব সুন্দর বাগান।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা ভাই, এখনও সব কাজ শেষ হয়নি। এলোমেলোই আছে।
সাজানো হলে আবারও দেখাব, তখন আরো সুন্দর দেখাবে!!!
হুম, ঠিকানা দেব কোন এক সময়!!!
১৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩
আমি ইহতিব বলেছেন: আপু আমার নামও বীথি। ব্লগে আইডি করার সময় ইংরেজিতে নামের উল্টো করে আইডি নাম দিয়েছিলাম
২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪
কামরুন নাহার বীথি বলেছেন: তাই ? তাহলে আবার নতুন করে আইডি চেঞ্জ করে, আমি বীথি করে নিন!!!!
১৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৫
রক্তিম দিগন্ত বলেছেন: ফুলাপু মারাত্নক ফুলেল পোষ্ট!!! +++
আপুর বাগানটা ঈর্ষণীয় রকমের সুন্দর। ছবিতে মন ভরছে না। ভিডিও দেখা দরকার পুরো বাগানটার। নাহলে, স্বচক্ষে।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৬
কামরুন নাহার বীথি বলেছেন: এলোমেলো বাগানটা যখন খুব সুন্দর করে গোছানো শেষ হবে, তখন ভিডিও দেখাব!!!
অনেক ধন্যবাদ ভাই!!
২০| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৯
কিরমানী লিটন বলেছেন: কবুতরও এসেছে আমার বাগান দেখতে। আরো আসে, শালিক, দোয়েল, চড়ুই। বিকেলে গাছে পানি দিলে, পানি খেতে আসে এ সব পাখি।
সন্ধ্যে হয়ে এল। চলুন এবার ফেরা যাক!
চমৎকার বাগান দেখা, সাথে মুগ্ধ বর্ণনায় অসাধারণ হয়েছে আপু। অনেক অভিবাদ আর শুভকামনা প্রিয় বীথি আপুর জন্য ...!!!
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্যও!!!!!
২১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৭
আবু শাকিল বলেছেন: আপনি খুব সৌখিন মানুষ ।
শুভেচ্ছা জানাবেন ।ভাল থাকা হোক সব সময় ।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২
কামরুন নাহার বীথি বলেছেন: ভাই, ছেলেবেলার এই শখ এখনও ছাড়তে পারিনি।
সাহেবের চাকুরীসূত্রে সারা জীবন ভাড়া বাসায় থেকেছি, তখনও টবে বাগান করেছ।
এখন আল্লাহ্র রহমতে নিজের বাড়ীতে আছি,তাই স্থায়ীভাবে বাগান করলাম।
দোয়া করবেন সুস্থ থেকে,এই শখ যেন ধরে রাখতে পারি!!
অনেক অনেক শুভেচ্ছা, ভাল থাকবেন!!
২২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: বাহ্। এলোমেলো বাগানর নয়নাভিরাম রূপ। অনেক অনেক অনেক ভালো লাগল।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬
কামরুন নাহার বীথি বলেছেন: বাগানটা গুছিয়ে নেই, আরো আরো ভাল লাগবে!!
অনেক দিন পরে আমার ব্লগে এলেন, অনেক অনেক শুভেচ্ছা ভা!!!!
২৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২১
জুন বলেছেন: আপনার বাগান দেখে মুগ্ধ হোলাম কামরুন্নাহার বিথী। সব ফুল ফুটলে আরেকটি ছবি ব্লগ দিবেন কিন্ত। আপনার মনটিও ফুলের মত আনন্দে ভরে থাকুক সেই কামনা করি সব সময়। অনেক অনেক ভালো থাকুন।
+
২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক শুভেচ্ছা আপু, বাগান সব সময়েই মন কাড়ে!!!!
অবশ্যই মাঝে মাঝেই বাগানের ছবি পোষ্ট করব।
এগুলো শীতকালের ফুল,তাই এখন পেলাম।
অন্য ঋতুতে আর এগুলো পাব না।
তবে কমবেশি সব সময়েই আমার বাগানে ফুল থাকেই।
দোয়া করবেন আপু, সুস্থ থেকেএই শখ যেন ধরে রাখতে পারি!!
২৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮
অগ্নি সারথি বলেছেন: সুন্দর।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!
২৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১
আলোরিকা বলেছেন: আমাকে কেউ একটা ফাঁকা ছাদ অথবা সামান্য উঠোন লিজ দিবেন ? বীথি আপুর মত বাগান করতে ইচ্ছে হয় !
+++
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
কামরুন নাহার বীথি বলেছেন:
আপু আমারতো নেই!!
আপনার হয়ে আমি চেষ্টা করছি, দেখি কেউ রাজি হন কী না!
অনেক অনেক শুভেচ্ছা আপু!
২৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৬
প্রামানিক বলেছেন: ফুলে ফুলে ভরিয়ে গেছে
বীথি আপার বাগান
আপনারা সব ব্লগে এসে
ভাল করে তাকান।
ছাদের ফুল দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ নাহার আপা।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০২
কামরুন নাহার বীথি বলেছেন: ফুলে ফুলে ভরিয়ে গেছে
বীথি আপার বাগান
আপনারা সব ব্লগে এসে
ভাল করে তাকান। -------
প্রামানিক ভাই, সবাই এসেছিলেন!
আপনিই সবার পরে এলেন!!
২৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৪
প্রামানিক বলেছেন: তাইলে বোঝা গেল সবাই দেখে চলে গেছে, আমি লাষ্টে এসে ফাঁকা মাঠে একা একা ফুলের গান গাইছি।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৭
কামরুন নাহার বীথি বলেছেন:
২৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩০
সচেতনহ্যাপী বলেছেন: ঠিকানাটা দিন।। ২১শে ফেব্রুয়ারি আসছে,সেই ছোটবেলার মতই ঠিক সাফ করে দেবো ।
অপূর্ব এক বাগান,এটা মানতেই হবে।।
৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা ---- নিজের পায়ে নিজেই কুড়োল মারব, তাই না!!!
২৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২৫
তানজির খান বলেছেন: সব আপনার বাগানের ফুল? অসাধারণ লাগলো।ছবি দেখে মনে হল জীবনান্দের কবিতা পড়লাম অথবা রবী ঠাকুরের ছোট গল্পের সংজ্ঞা পড়লমা। ওই যে আছে না " ছোট প্রাণ ছোট সে দুঃখ ব্যাথা...............................অন্তরে অতৃপ্তি রবে,সাঙ্গকরি মনে হবে,
শেষ হইয়াও হইল-না শেষ।" মনে হচ্ছে আরো ছবি কেন দিলেন না!
আপনার লেখায় আমার প্রথম মন্তব্য এটা। আশাকরি আগামী দিনে ব্লগীয় পথচলা শুভ হবে আপনাদের সাথে। আমার লেখায় আপনাকে আমন্ত্রণ রইল। আগামী বছরে আপনার সমৃদ্ধি কামনা করছি।
৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯
কামরুন নাহার বীথি বলেছেন: ধিরে বন্ধু ধিরে,----- আসিতেছে অতি শীঘ্রই, রূপালী পর্দায়!!!!
আমি বলেছিতো সব ফুল এখনও ফোটেনি,তারপরেও মল্লিকাবন বেড়ানো বাকিই রয়ে গেছে!!!
আমার ব্লগে আপনাকে স্বাগতম, আপনার ব্লগে নিঃশব্দে -নিরবে ঘুরে এসেছি।
৩০| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০০
ধমনী বলেছেন: বাগানটা এলোমেলো?
ফুলগুলো বেশ ভালো।
৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, এলোমেলোইতো!!!!
সাজিয়ে গুছিয়ে নেই, তারপরে দেখবেন কেমন দেখায়।
ফুলগুলো সুন্দর হতেই হবে, কার বাগানের দেখতে হবে না!!!!
৩১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১০
হাসান মাহবুব বলেছেন: সুন্দর একটা শখ। ভালো থাকুন ফুলের মেলায়।
৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!
৩২| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২১
আমি তুমি আমরা বলেছেন: সুন্দর।ভাল লেগেছে।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৪
কামরুন নাহার বীথি বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা!! ভাল থাকবেন!!
৩৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৬
মাসূদ রানা বলেছেন: মাশা আল্লাহ বোন , গুড ফুলস ......
০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!
৩৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬
শামছুল ইসলাম বলেছেন: নববর্ষের শুভেচ্ছা ।
কবুতর এসেছে, এসেছে শালিক,দোয়েল,চড়ুই - আপনার ফুলের বাগান দেখতে।
//কবুতরও এসেছে আমার বাগান দেখতে। আরো আসে, শালিক, দোয়েল, চড়ুই। বিকেলে গাছে পানি দিলে, পানি খেতে আসে এ সব পাখি।//
আর এক জনও আসবে, মন খারাপ হলে, আপনার ব্লগের দোওয়ালে, ফুলের বাগানটা দেখতে।
ভাল থাকুন। সবসময়।
০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৭
কামরুন নাহার বীথি বলেছেন: আর এক জনও আসবে, মন খারাপ হলে, আপনার ব্লগের দোওয়ালে, ফুলের বাগানটা দেখতে। ---
সে কোন জন? আপনি ছাড়া আরো কেউ?
সে যেই হোন, সবাইকে আমার ব্লগবাড়ীতে স্বাগতম!!!!!
অনেক অনেক শুভেচ্ছা ভাই!!! ভাল থাকবেন!
৩৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫
মনিরা সুলতানা বলেছেন: কসমস আর দোপাটি দেখে শৈশব মনে পরে গেলো
কত রকম যে সংগ্রহ করতাম ....
মন ভালও হয়ে গেলো
শুভ কামনা
০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৪
কামরুন নাহার বীথি বলেছেন: আমারও সেই ছেলেবেলা থেকেই বাগান করার শখ।
এখনও ধরে রাখতে পেরেছি!
অনেক অনেক শুভেচ্ছা আপু,অনেকদিন পরে আমার ব্লগে পেলাম আপনাকে!
৩৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫
আমি তুমি আমরা বলেছেন: ভাল লাগল আপনার ফুল গুলো দেখে।
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৪
কামরুন নাহার বীথি বলেছেন: অবশ্যই ভাল লাগবে! ফু কি কখনও খারাপ লাগতে পারে!!
অনেক অনেক শুভেচ্ছা ভাই!!!
৩৭| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১২
সাদা মনের মানুষ বলেছেন: আপু আপনার বাগানে বসে কবে বারবিকিউ খাবো বলেন..........
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩
কামরুন নাহার বীথি বলেছেন: যে কোন কোরবানি ঈদের পরে, ঈদের মাংস দিয়ে!!
৩৮| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৩
সাদা মনের মানুষ বলেছেন: সব কিছু দেখে একরাশ হিংসা রেখে গেলাম আপনার ব্লগ বাগানে
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭
কামরুন নাহার বীথি বলেছেন: হায় হায়, এইরকম হিংসুটে মানুষকে আমি দাওয়াত করলাম!!!
৩৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৪
সাদা মনের মানুষ বলেছেন: হায় আল্লাহ কোরবানীর ঈদ তো মাত্র গেল, আরো এক বছর!!!
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা---------------!! অপেক্ষার ফল বড় মধুর হয়!!!
৪০| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৭
মো: আশিকুজ্জামান বলেছেন: অত্যন্ত সুন্দর সুন্দর ফুলের সমাহার। মন ভরে গেল।
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৬
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই! ভাল থাকুন!
৪১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪০
কাবিল বলেছেন:
সুন্দর বাগান, ফুল গুলো ভাল লাগলো।
ডালিয়া ফুল দেখার অপেক্ষায় রইলাম।
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৯
কামরুন নাহার বীথি বলেছেন: ডালিয়া ফুল ফোটার অপেক্ষায় আছে, ফুটলে দেখাব অবশ্যই!
অনেক শুভেচ্ছা ভাই!!
৪২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বীথি আপু কেমন আছ
কতদিন দেখিনা;
মিস করে মরে যাই
ভেবো মোটে মেকিনা।
নাম নাকি জানোনা
সেই ফুল মখমলে;
দ্যাও নাম মোর নামে
খুশীতে হই ঝলমলে।
জানি জানি হাসছ যে;
দিলে গালি কুত্তা;
কুত্তাও রেগে যাবে (ভাবো মনে.......)
তোর নামে ধুৎ তা।
০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪২
কামরুন নাহার বীথি বলেছেন: নাম নাকি জানোনা
সেই ফুল মখমলে;
দ্যাও নাম মোর নামে
খুশীতে হই ঝলমলে। ------
হুম, মখমলের মতো পাতার গাছটার নাম আমি এখনও জানি না।
কি করি আজ ভেবে না পাই!!!
৪৩| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৯
ঢাকাবাসী বলেছেন: কি সুন্দর ছবিগুলো! লেখা আর ছবি খুব ভাল লাগল্ ।
০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৭
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, ভাল থাকবেন!
৪৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: ঈর্ষান্বিত হলাম ভীষণ।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০২
কামরুন নাহার বীথি বলেছেন: কেন ভাই, ফুলগুলো যে সব দিয়েই রেখেছি!!!!
৪৫| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৪
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!
৪৬| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সব কামাল ভাই বলে দিয়েছেন। আপনিও কামাল ভাইকে কী বলেছেন, শুনে রাখলাম।
এবার অপেক্ষা....
সুন্দর পুষ্প পোস্ট... কামরুন নাহার আপা!
০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৮
কামরুন নাহার বীথি বলেছেন: হুম্ম, এক্কেবারে শেষে এলে এমনই হয়,আপনার মনের কথা অন্য কেউ বলে রেখে গেছেন!!
৪৭| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪২
কথাকথিকেথিকথন বলেছেন: এই এলোমেলো বাগান দিয়েই তো মুগ্ধতায় মন মগজ সব এলোমেলো করে দিলেন !!!!!
বেশ লোভ হচ্ছে নিজের মত করে এমন একটি বাগান পেতে !!! হা হা
১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৩
কামরুন নাহার বীথি বলেছেন: বেশ লোভ হচ্ছে নিজের মত করে এমন একটি বাগান পেতে !!! ----
তাই? আমার মত করে লেগে পড়ুন!!!
মাথার ওপরে ছাদতো রয়েছে নিশ্চয়ই!!!!
৪৮| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৩
কথাকথিকেথিকথন বলেছেন: মাথা নিজের হলেও ছাদ কী আর সবার নিজের হয় !! ( একটা দীর্ঘশ্বাসের ইমো হবে !!!)
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০১
কামরুন নাহার বীথি বলেছেন: ওহহো -------- তাইতো!!!! তবে এই কথাটি শহুরেদের জন্যই শুধু প্রযোজ্য!!!!
আমাদের সবারই গ্রামে ছোট হলেও একটু আঙিনা আছে!!!
আমি এমনই এক আঙিনা থেকেই শুরু করেছিলাম!!!
অনেক অনেক ধন্যবাদ ভাই!!!!!
৪৯| ১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৮
কল্লোল পথিক বলেছেন: নিপুন হাতে গড়া সুন্দর বাগান ,অনেক ভাল লাগল আপনার ফুল গুলো দেখে।
১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
কামরুন নাহার বীথি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই, মন্তব্য করে অনুপ্রেরণা দেবার জন্য! ভাল থাকবেন!
৫০| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৪
অন্ধবিন্দু বলেছেন:
মাশাল্লাহ! দেখেই বুঝা যাচ্ছে যত্ন-আত্তি কম করেন নাই। কংক্রিটে আবদ্ধ থেকে থেকে সব যন্ত্র হ’তে চললাম। আপনার সে চান্স কম। এত রঙ এত শোভা, কত সুন্দর সকাল আপনার কত সুন্দর বিকেল ... আহা!
ছাদ অনেকেরই থাকে, মন থাকে না সবার। কাজ শেষ হলে আবার একটা পোস্ট করবেন কিন্তু! আবদার থাকলো।
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯
কামরুন নাহার বীথি বলেছেন: ছাদ অনেকেরই থাকে, মন থাকে না সবার। কাজ শেষ হলে আবার একটা পোস্ট করবেন কিন্তু! আবদার থাকলো।
-----
আপনার আন্তরিক, মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ!!! আপনার আবদার অবশ্যই মনে রইল এবং থাকবে!!
তা' ছাড়া আমারও শখ যে এটা।।
৫১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৭
গেম চেঞ্জার বলেছেন: কদিন ধরে ব্লগ বিরতি নিচ্ছেন নাকি? বিথি আপু!!
১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪১
কামরুন নাহার বীথি বলেছেন: ইচ্ছে থাকলেও উপায় করতে পারছি না ভাই, দৌড় -এর উপরে আছি!!
৫২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ফুলের বনে যার কাছে যাই তারেই লাগে ভালো
এত্ত এত্ত সুন্দর! +++++++++++++++++
১৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১০
কামরুন নাহার বীথি বলেছেন: হুম, সেই ভাললাগা বুঝি এতদিনে চোখে ধরা দিল??
এতদিন পরে আমার বাগানে এলেন!! যাক, তবুওতো এলেন!!
৫৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪০
ফেরেশতা বলছি বলেছেন: বাহ!
২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!!!
৫৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫
শেষ বেলা বলেছেন: আপু আপনার এত সুন্দর একটা বাগান দেখে সন্তোষ বন্দ্যোপাধ্যায়ের একটা কবিতার কথা মনে পড়লো-
এক একটা ফুল ফোটে আর
ছন্দময় হয়ে উঠে ভোরের আকাশ,
হেসে উঠে, শিশির ভোজা ঘাস
হেসে উঠে কাশের বন।
এক একটা ফুল ফোটে আর
হৃদয়ে ভালবাসার উত্তরণ ঘটে।
এতো কথা ফুল নিয়ে তাই
ফুল নিয়ে স্বরলিপি, সুর-গান।...।
ধন্যবাদ, ভাল থাকবেন।
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪১
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক অনেক শুভেচ্ছা সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
আমার পরবর্তী ফুলের ছবিতে এই কবিতা ক্যাপশন আকারে লিখব!!
৫৫| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৫
শেষ বেলা বলেছেন: ধন্যবাদ আপু। ভাল লাগলো
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৯
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকেও।
৫৬| ০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:৫০
মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: অনেক ভাল লাগলো। কিছু লতা টাইপ গাছ লাগালে বাগান টা সবুজ দেখাতো।
০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৬
কামরুন নাহার বীথি বলেছেন: আপনার পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ!!!
আমি কৃতজ্ঞ, আপনি আমার প্রায় এক বছরের পুরোনো লেখা খুঁজে পড়েছেন!!
ভাল থাকবেন সব সময়!!
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর বাগান নিপুন হাতে গড়া । অনেক ভাল লাগল আপনার ফুল গুলো দেখে।