![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুটা ভ্রমণবিলাসী আর ফুলের প্রতি আছে আমার আজন্ম ভালোবাসা
ও মঞ্জুরী, ও মঞ্জুরী আমের মঞ্জুরী,
আজ হৃদয় তোমার উদাস হয়ে পড়েছে কি ঝরি।
আমার গান যে তোমার গন্ধে মিশে দিশে দিশে
ফিরে ফিরে ফেরে গুঞ্জরি।
আজি বসন্ত জাগ্রত দ্বারে।
তব অবগুন্ঠিত কুন্ঠিত জীবনে
কোরোনা বিড়ম্বিত তারে।
আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,
আজি ভুলিয়ো আপন পর ভুলিয়ো,
এই সঙ্গিতমুখরিত গগনে
তব গন্ধ তরঙ্গিয়া তুলিয়ো।
এই বাহির- ভুবনে দিশা হারায়ে
দিয়ো ছড়ায়ে মাধুরী ভারে ভারে।
একি নিবিড় বেদনা বনমাঝে
আজি পল্লবে পল্লবে বাজে-
দূরে গগনে কাহার পথ চাহিয়া
আজি ব্যাকুল বসুন্ধরা সাজে।
মোর পরানে দখিন বায়ু লাগিছে,
কারে দ্বারে দ্বারে কর হানি মাগিছে-
এই সৌরভবিহ্বল রজনী
কার চরণে ধরণীতলে জাগিছে।
ওহে সুন্দর, বল্লভ, কান্ত,
তব গম্ভীর আহ্বান কারে।
বাসন্তী, হে ভুবনমোহিনী, দিকপ্রান্তে, বনবন্তে,
শ্যম প্রান্তরে, আম্রছায়ে, সরোবরতীরে, নদীনীরে,
নীল আকাশে, মলয় বাতাসে
ব্যাপিল অন্তর তব মাধুরী।
একটুকু ছোঁওয়া লাগে, একটুকু কথা শুনি----
তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী।
কিছু পলাশে নেশা, কিছু বা চাঁপায় মেশা,
তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি।
ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে---
ডালে ডালে ফুলে ফুলে পাতায় পাতায় রে,
আড়ালে আড়ালে কোণে কোণে।
বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা।
বইল প্রাণে দখিন-হাওয়া আগুন-জ্বালা।
পিছের বাঁশি কোণের ঘরে মিছে রে ওই কেঁদে মরে---
মরণ এবার আনল আমার বরণডালা।
ওরে বকুল, পারুল, ওরে শাল-পিয়ালের বন,
কোন্খানে আজ পাই
এমন মনের মতো ঠাঁই
যেথায় ফাগুন ভরে দেব দিয়ে সকল মন,
দিয়ে আমার সকল মন।
বনে এমন ফুল ফুটেছে,
মান ক’রে থাকা আর কি সাজে।
মান অভিমান ভাসিয়ে দিয়ে
চল চল কুঞ্জমাঝে।
ফুলে ফুলে ঢ’লে ঢ’লে বহে কিবা মৃদু বায়,
তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়।
পিক কিবা কুঞ্জে কুঞ্জে কুহু কুহু কুহু গায়,
কী জানি কিসেরই লাগি প্রাণ করে হায়-হায়।
ফাগুনের পূর্ণিমা এল কার লিপি হাতে।
বাণি তার বুঝি না রে, ভরে মন বেদনাতে।
উদয়শৈলমূলে জীবনের কোন্ কূলে
এই বাণি জেগেছিল কবে কোন্ মধুরাতে।
যখন মল্লিকা বনে প্রথম ধরেছে কলি
তোমার লাগিয়ে তখনি, বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি।
তখনো কুহেলীজালে,
সখা, তরুণী ঊষার ভালে
শিশিরে শিশিরে অরুণমালিকা উঠিতেছে ছলোছলি।
ফাগুন-হাওয়ায় রঙে রঙে পাগল ঝোরা লুকিয়ে ঝরে
গোলাপ জবা পারুল পলাশ পারিজাতের বুকের ‘পরে।
সেইখানে মোর পরাণখানি যখন পারি বহে আনি,
নিলাজ-রাঙা পাগল রঙে রাঙিয়ে নিতে থরে থরে।
আহা, আজি এ বসন্তে এত ফুল ফোটে,
এত বাঁশি বাজে, এত পাখি গায়,
সখীর হৃদয় কুসুম কোমল----
কার অনাদরে আজি ঝরে যায়!
মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে।
মধুর মলয় সমীরে মধুর মিলন রটাতে।
কুহুকলেখনী ছুটায়ে কুসুম তুলিছে ফুটায়ে,
লিখিছে প্রণয়কাহিনী বিবিধ বরনছটাতে।
বসন্তে-বসন্তে তোমার কবিরে দাও ডাক-
যায় যদি সে যাক।
রইল তাহার বাণী রইল ভরা সুরে, রইবে না সে দূরে—
হৃদয় তাহার কুঞ্জে তোমার রইবে না নির্বাক্।
ফাগুনের নবীন আনন্দে
গানখানি গাঁথিলাম ছন্দে।
দিল তারে বনবীথি কোকিলের কলগীতি,
ভরি দিল বকুলের গন্ধে।
মাধবীর মধুময় মন্ত্র
রঙে রঙে রাঙালো দিগন্ত।
ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান—
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান—
আমার আপনহারা প্রাণ আমার বাঁধন-ছেড়া প্রাণ।
বায়ু আসিয়া কহে কানে কানে,
‘ফুলবালা, পরিমল দাও।‘
আনন্দে কাঁদিয়া কহে ফুল,
‘যাহা আছে সব লয়ে যাও।
দোলে দোলে দোলে প্রেমের দোলন-চাঁপা হৃদয়-আকাশে,
দোল-ফাল্গুনের চাঁদের আলোর সুধায় মাখা সে।
এস’ থরথরকম্পিত মর্মরমুখরিত নবপল্লবপুলকিত
ফুল- আকুল মালতীবল্লিবিতানে ---- সুখছায়ে, মধুবায়ে।
এস’ বিকশিত উন্মুখ, এস’ চির-উৎসুক নন্দনপথচিরযাত্রী।
এস’ স্পন্দিত নন্দিত চিত্রনিলয়ে গানে গানে, প্রাণে প্রাণে।
এস’ এস’ বসন্ত ধরাতলে।
আন’ মুহু মুহু নব তান, আন’ নব প্রাণ নব গান।
আন’ গন্ধমদভরে অলস সমীরণ।
নব বসন্তের দানের ডালি
এনেছি তোমাদেরই দ্বারে
আয় আয় আয়
পরিবি গলার হারে।
আশা বলে ‘বসন্ত আসিবে’
ফুল বলে, ‘আমিও আসিব’,
পাখি বলে, ‘আমিও গাহিব’,
চাঁদ বলে, ‘আমিও হাসিব।‘
বসন্তপ্রভাতে এক মালতীর ফুল
প্রথম মেলিল আঁখি তার,
প্রথম হেরিল চারি ধার।
আমার রান্না বাসন্তী মাসালা গোবী
সব শেষে মিষ্টি মুখের হাসি
* লেখাটি সাজিয়েছি রবীন্দ্র সঙ্গীত ও কবিতা দিয়ে।
* ফুলগুলো সব আমার বাগানের ।
*আমের মুকুলের ছবি নার্সারী থেকে তুলেছিলাম।
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৩
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই, সেই সাথে ফাল্গুনী শুভেচ্ছা!!
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২২
জুন বলেছেন: অসাধারন আপনার ছাদ বাগানের ফুলে মুগ্ধ হোলাম কামরুন্নাহার বিথী।
হলুদ টাইম ফুল কি ওটা? আমার গাছটি চড়ুই খেয়ে দুদিনেই ন্যড়া করে দিল
খুব ভালোলাগলো ছবি আর গানে ভরা পোষ্ট
+
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৫
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা আপু, ওটা হলুদ টাইম ফুল প্রজাতিরই।
তবে এটার নাম 'মস রোজ'।
চড়ুই খেয়ে ন্যাড়া করলেও আবার হবে দেখবেন, এই গাছ সহজে মরে না।
অনেক অনেক শুভেচ্ছা আপু, বিশেষ করে বাসন্তী শুভেচ্ছা!!!
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৫
বিজন রয় বলেছেন: অসাম।
++
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা দাদা, সাথে বাসন্তী শুভেচ্ছা!!!
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০
তার আর পর নেই… বলেছেন: আপনার বাগান অনেক ধরনের ফুল। দেখতে দেখতে ভাবছিলাম …………
শুভেচ্ছা ফাগুনের ………
+++
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৮
কামরুন নাহার বীথি বলেছেন: দেখতে দেখতে ভাবছিলাম …………
শুন্যস্থান কেন ভাই, পূরন করুন!!!
অনেক ভাল থাকবেন, ফাল্গুনী শুভেচ্ছা!!!
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৭
পুলহ বলেছেন: বসন্তের শুভেচ্ছা আপু! ভালো থাকবেন
ছবির রঙের মতই রঙ্গিন হোক আমাদের সবার জীবন
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ ভাই!
ভাল থাকবেন!!
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
ফেরদৌসা রুহী বলেছেন: আমার রান্না বাসন্তী মাসালা গোবী আপা আমি কিন্তু সেদিন এই খাবার খাইনি।
আবার যখন আসবো আপনার হাতে খেতে চাই
বসন্তের শুভেচ্ছা আপা। ভালো থাকুন সব সময়।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
কামরুন নাহার বীথি বলেছেন: তখন কি ফুলকপি ছিল? মনে নেই আমার ।
হ্যা, আবার যখন আসবে , তখন ফুলকপি থাকলে খাওয়াব।
হ্যা, বাসন্তী শুভেচ্ছা। ভাল থেক।
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
শামছুল ইসলাম বলেছেন: ফুলের ঋতু, গানের ঋতু - বসন্ত। আপনার বাগানের হলুদ ফুলের সমারোহ, তা জানিয়ে দিল সকল প্রাণে, গানে গানে, ছবিতে ছবিতে।
সুন্দরের অবগাহনে, সুন্দর হোক সকলের জীবন।
ভাল থাকুন। সবসময় - ফুলের পাশে পাশে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
কামরুন নাহার বীথি বলেছেন: ভাল থাকুন। সবসময় - ফুলের পাশে পাশে। --
হ্যা, ফুলের পাশে পাশে থাকলেই ভাল থাকব আমি!
এমন শুভকামনার জন্য অনেক ধন্যবাদ ভাই!!
ভাল থাকবেন আপনিও!
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২০
শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার ছবির সাথে অসাধারণ কাব্য ।বসন্তের শুভেচ্ছা রইল ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা, কবিগুরুর কাব্যগাথা!! সেতো চমৎকার হবেই!!!
অনেক অনেক শুভেচ্ছা ভাই!!
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার সব ফুল আর লিখনীতে বসন্তের পোস্ট । । কবিগুরুর লেখা আর নানা রঙের ফুলে দারুন পোস্ট । সুন্দর +
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০১
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই!! অনেকদিন পরে আপনাকে পেলাম!
ভাল থাকবেন!
১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
অগ্নি কল্লোল বলেছেন: সুন্দর।।
চমৎকার।।
দারুন।।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০২
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই!!
১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮
সুমন কর বলেছেন: আহ.....কি সুন্দর !!!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৪
কামরুন নাহার বীথি বলেছেন: হুম, সুন্দরই!! অনেক ধন্যবাদ দাদা!!
১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৬
সাদা মনের মানুষ বলেছেন: আহ মরি মরি
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৮
কামরুন নাহার বীথি বলেছেন: আহা ---------- মরে গেলে কেমনে চলিবে!!
১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বাহ!চমৎকার ছবি।শেষের মিষ্টিও ও দারুণ। শুভেচ্ছা ফাল্গুনের ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৫
কামরুন নাহার বীথি বলেছেন: দুঃখিত, শেষের মিষ্টি গুগোল মামুর কাছে থেকে নেয়া!
বাসন্তী রঙা মিষ্টি যে!!!
১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন: এই রূপ দেখে আমি মরতে পারি.........তেমনি পারি ওগো বাঁচতে
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৮
কামরুন নাহার বীথি বলেছেন: তাই!!!! ফুলের মাঝে একেবারেই হারিয়ে গেলেন!!!!
১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন: বাসন্তী জিলাপী কবে খামু??
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৯
কামরুন নাহার বীথি বলেছেন: এই বসন্তেই খান!!
১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কবিতাকে সূঁতা বানিয়ে তাতে গেঁথেছেন বাসন্তী ফুলের মালা। এরচে' উপযুক্ত বাসন্তী উপহার কি আর হয়?
শেষে পেলাম খাবারও! আর কত!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬
কামরুন নাহার বীথি বলেছেন: কবিতাকে সূঁতা বানিয়ে তাতে গেঁথেছেন বাসন্তী ফুলের মালা। এরচে' উপযুক্ত বাসন্তী উপহার কি আর হয়? ----
এমন আন্তরিক আর মূল্যবান মন্তব্য আর কি হতে পারে!!!
অনেক ধন্যবাদ ভাই!!!
১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪১
আহমেদ জী এস বলেছেন: কামরুন নাহার বীথি ,
ফুলের জলসায় সুরে সুরে রঙে রসে জাল বুনে গেলেন ।
ফাল্গুনের প্রথম দিবসের শুভেচ্ছা ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬
কামরুন নাহার বীথি বলেছেন: ফুলের জলসায় সুরে সুরে রঙে রসে জাল বুনে গেলেন । ------ ----
আহা ------- কি সুরেলা মন্তব্য!! আপনার এমন মন্তব্যে আমি সত্যিই অভিভূত!!!
১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপু,
মুগ্ধ। বাহারি ফুল আর টুকরো গানে কাব্যে অসাধারণ। বসন্তের এহেন অভ্যর্থনায় সে নিজেই গাল লাল করে ফেলবে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯
কামরুন নাহার বীথি বলেছেন: হুম, বসন্ত চিরস্থায়ী হোক!!! অনেক অনেক ধন্যবাদ ভাই!!!
১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ওরিবাবা এত্ত ফুল!!!
সবি আছে বাগানে???
দেবে নাকি এক থোকা
ডেটিং আছে কাল.....সনে।
ফুল ছাড়া কাল নাকি
ভালোবাসা হয়না;
বজ্জাত দোকানীরা
চান্সে সস্তায় দেয়না।
এক কলি গোলাপের
দাম চায় এক কুড়ি;
মন চায় এক পোচে
গেলে দেই নাড়িভুড়ি।
ভি ডে'র আরো আছে
কতশত ফ্যাকরা;
কিনে দাও ছুড়িটারে
শাড়ি জুতো ন্যাকরা।
চাহিদারও লিমিট আছে
নেই কোনো লজ্জা;
মাইয়াডি বদ সব
লোভ হাড়ে মজ্জা।
আপুনি তুমি দোয়া কর
দেখা যেনো হয়না;
প্রেমে হনু ভিখিরি
আর দিলে সয়না।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১১
কামরুন নাহার বীথি বলেছেন: ওরিবাবা এত্ত ফুল!!!
সবি আছে বাগানে???
দেবে নাকি এক থোকা
ডেটিং আছে কাল.....সনে। ------
ডেটিং -এর ফুল আমি দেব?????? ঠিক আছে দেব, আমার বাগানে চলে আসুন!!!
দেখি ব্যবস্থা করা যায় কী না!!!
২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৪
রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক সুন্দর ছবি; যদিও গোলাপ অার গাঁধা ছড়া বাকিগুলো চিনিনা । গুরুদেবের কবিতার পঙক্তিমালা ভাল্লাগসে ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬
কামরুন নাহার বীথি বলেছেন: কবিগুরুর কবিতার পঙক্তিমালা লিখেছি বলেই, কোন ফুলের নাম লিখিনি!!!
সব ফুলই আমাদের আশেপাশেই দেখা যায়।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে!!!
২১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭
কথাকথিকেথিকথন বলেছেন: ফাগুনের মায়ায় ফেলে তো মনে আগুন ধরিয়ে দিলেন । পুষ্প যৌবনার ধারক বসন্ত এনে দিক সবার অন্তরে পুষ্পের পবিত্রতা ।
দারুণ কাব্যের সাথে ফুলের সংমিশ্রণ ।
উদয়শৈলমূলে হীবনের কোন্ কূলে
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪১
কামরুন নাহার বীথি বলেছেন:
পুষ্প যৌবনার ধারক বসন্ত এনে দিক সবার অন্তরে পুষ্পের পবিত্রতা । ----- ঠিক তাই!
অনেক অনেক অনেক ধন্যবাদ, ভুলটা ধরিয়ে দেবার জন্যও!!
২২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪
ভ্রমরের ডানা বলেছেন: ফুলে ফুলে ভ্রমর হয়ে উড়তে ইচ্ছে হল।
হলুদিয়া পোষ্টে ++++ গ্রহন করুন আপুনি!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬
কামরুন নাহার বীথি বলেছেন: ফুলে ফুলে ভ্রমর হয়ে উড়ে বেড়ানোর জন্য আপনিতো আছেনই!!!!
অনেক অনেক শুভেচ্ছা!!
২৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫
রিকি বলেছেন: আমি মুগ্ধ, বাকরুদ্ধ.....চরম আপু।
আমিও একটা গান দেই...
রোদন ভরা এ বসন্ত সখি কখনও আসেনি বুঝি আগে,
মোর বিরহ বেদনা রাঙ্গালো কিংশুক রক্তিম রাগে....
দারুণ লাগলো ছবি ব্লগ। +++++++++
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৫
কামরুন নাহার বীথি বলেছেন: রোদন ভরা বসন্ত জীবনে না আসুক সেই কামনায় ফাল্গুনী শুভেচ্ছা!!!
২৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩০
ধমনী বলেছেন: ওরি..সুন্দররররর
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮
কামরুন নাহার বীথি বলেছেন: যে ভাবে সুন্দর লিখেছেন, জ্ঞান আছেতো আপনার!!
অবশ্য এত ফুল একসাথে দেখলে টাসকি লাগারই কথা!!
২৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৩
[email protected] বলেছেন: খুব সুনডোর
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০০
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!
২৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৪
ধমনী বলেছেন: গণিতের ভাষায় এটা কমন নেয়া। (সুন্দর+সুন্দর+সুন্দর...+সুন্দর)= সুন্দরররর..
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০১
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা হ্যা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি !!
আমি আপনার চেয়ে বোকা, তাই বলে কি এতই বোকা!!!!
২৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আপনাকেও নব বসন্তের শুভেচ্ছা আপু-
সেই সাথে বীথিপুর রান্না করা বাসন্তী মাসালা গোবী দিয়া গেলাম। খাইয়া কইয়েন, কিরাম লাগলু-
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৮
কামরুন নাহার বীথি বলেছেন: আমার ফুল দিয়েই আমাকে শুভেচ্ছা!!!
তার পরে আবার আমিত্তি / জিলাপিকে মাসালা গোবী বলে চালানো!!!!
বড়ই শৃংখলার মধ্যে পড়লাম!!!
২৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯
আলভী রহমান শোভন বলেছেন: বাহ, অসাধারণ। বসন্তের শুভেচ্ছা আপু।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই আপনাকেও!!
২৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭
শাহারিয়ার ইমন বলেছেন: খুব ভাল হয়েছে
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই !!!!
৩০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪
দুর্বার ২২ বলেছেন: ফুলগুলো ভাল ছিল
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮
কামরুন নাহার বীথি বলেছেন: ফুলগুলো এখনও ভাল আছে!!!!! অনেক শুভেচ্ছা ভাই!!
৩১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৪
আবু শাকিল বলেছেন: বীথিপুর মনে বসন্ত এসে গেছে -
অনেক ফুল চিনি না।ফুলের সাথে পরিচয় হইতাম চাই।আমি শুঞ্চি-
গেন্দাফুল নাকি বিদেশি ফুল।বসন্তের সাথে এর কোন যোগসূত্র নাই??
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫
কামরুন নাহার বীথি বলেছেন: ঋতুতে যখন বসন্ত আসে, তখন কেউ যদি বলে,'আমার বসন্ত আসেনি' --- আমি বলিব তিনি সত্য কহিতেছেন না!!!
সব ফুলের সাথে পরিচয় করিয়ে দেব, তবে একটা শর্ত থাকবে!!
পরে কিন্ত আমি পরীক্ষা নেব!!
গেন্দাফুল বৈদেশী ফুল হলেও বাসন্তী রঙের!!!!
অনেক অনেক শুভেচ্ছা ভাই আপনাকে!!!!
৩২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮
শেষ বেলা বলেছেন: এক জীবনের বসন্ত সব তোমায় দিলাম,
ফুল গুলো সব তোমার থাকুক কাটা গুলো আমি নিলাম "
রাতের আকাশের নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি,
কিন্তু পারি না মনের আকাশ দেখতে।
সে আরেক ফাল্গুনের গল্প ফুলকলি ঝিমিয়ে পরেছিল ঠিকই,
ফুটেছিল শেষ বিকেলে নয়তো বা সকালে তোমার বাগানে।
নদীর ওপারে ঘাস সবুজ ভালবাসার চরে প্রাণ জুরান বাতাস। লাল নীল স্বপ্ন গড়ে বাসা। একিদন বৃষ্টি হবে, ঝরা পালক ভাসিয়ে... ,
ভাল লাগলো, অনেক অনেক সুন্দর পোষ্ট, ফাল্গুনের শুভেচ্ছা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৫
কামরুন নাহার বীথি বলেছেন: অসাধারণ বসন্ত বন্দনা!!
অনেক অনেক শুভেচ্ছা!! একেবারে শেষ বেলায় এলেন!!!
৩৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৫
উল্টা দূরবীন বলেছেন: বিথী আপার ব্লগ মানেই অসাধারণ। চোখ ধাঁধাঁনো ছবি আর লেখা। অনেক অনেক শুভকামনা।
তবে ভ্যালেন্টাইন উপলক্ষে অন্তত একটা গোলাপ থাকার দরকার ছিলো। বোনাস হিসেবে।
ফাল্গুনী শুভেচ্ছা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮
কামরুন নাহার বীথি বলেছেন: আমার বাগানের, আমার পছন্দের কিছু ফুল পোষ্ট করেছি!!
আর সবার ভাল লাগবে, এই আশাতেই পোষ্ট করেছি!!
তবে ভ্যালেন্টাইন উপলক্ষে অন্তত একটা গোলাপ থাকার দরকার ছিলো। ------
------ একটা গোলাপ পাঠিয়েছি, আর সেটা ঠিক জায়গায়ই পৌছে গেছে!!!!!
আন্তরিক মন্তব্যের জন্য অনেক অনেক শুভেচ্ছা!!!
৩৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯
অগ্নি সারথি বলেছেন: সুন্দর।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!!!!
৩৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২১
শায়মা বলেছেন: পূর্ণিমা চাঁদ তোমার শাখায় শাখায়
তোমার গন্ধ শাখে আপন আলো মাখায়
হায়!!!!!!!!
ঐ দখিন বাতাস, ঐ দখিন বাতাস
গন্ধে পাগল ভাঙ্গলো আগল
ধীরে ধীরে ধীরে
সঞ্চরী শন শন শন সঞ্চারী সঞ্চারী
ও মঞ্জরী ও মঞ্জরী আমের মঞ্জরী!!!!!!!!!!!!!!!
আমার প্রিয় গানা মনে করাই দিলে আপুনিমনি!!!!!!!!!!!!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫
কামরুন নাহার বীথি বলেছেন: হ্যা আপু, রবীন্দ্রসংগীত যেন হৃদয়ের গান!!! অনেক অনেক শুভেচ্ছা!!!
৩৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৬
আমিই মিসির আলী বলেছেন: +
+
+
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই!!!!!
৩৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০
অচল অধম বলেছেন: আহা কি সুন্দর ফুল গুলো, সেই সাথে কবিতাও।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
কামরুন নাহার বীথি বলেছেন: আমার বাগানের ফুল কখোনো খারাপ হতেই পারে না!!!!
আর কবিগুরুর কবিতা? খারাপ হবার প্রশ্নই আসে না!!
আর এই দু'য়ের মিলন, অস্বাধারণ!!!!
অনেক অনেক ধন্যবাদ ভাই!!!!
৩৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬
প্রামানিক বলেছেন: এক কথায় ছবি ছন্দ সব মিলিয়ে চমৎকার। ধন্যবাদ কামরুননাহার আপা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৯
কামরুন নাহার বীথি বলেছেন: প্রামানিক ভাই, আপনি এতক্ষণে ----------- জরিমানা দ্যান!!!
৩৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২০
মাহবুবুল আজাদ বলেছেন: ছবি আর ছন্দ , জীবনের আনন্দ।
ভাল থাকা হোক, মূর্ছা যাক সব দ্বন্দ্ব।
ভাল লাগা রইল আপু।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভাই !!!
৪০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫২
খায়রুল আহসান বলেছেন: খুবই মনোমুগ্ধকর, দৃষ্টিনন্দন ব্লগ। কবিতা চয়ন আর সেই সাথে ফুলের ছবি, দুটোই খুব সুন্দর হয়েছে, যদিও হলুদের আধিক্য। একটু লালও দেখতে চেয়েছিলাম।
যাদের মন্তব্য ভালো লেগেছেঃ
জুন-২, পুলহ-৫, মাঈনউদ্দিন মইনুল-১৬, রিকি-২৩ আর মাহবুবুল আজাদ-৩৯।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫৯
কামরুন নাহার বীথি বলেছেন: কবিতা চয়ন আর সেই সাথে ফুলের ছবি, দুটোই খুব সুন্দর হয়েছে, যদিও হলুদের আধিক্য। একটু লালও দেখতে চেয়েছিলাম। -----------
আপনার আন্তরিক মন্তব্যে আমি অভিভূত!!! বাসন্তী রঙকে প্রাধান্য দিয়েছি বলেই হলুদের আধিক্য।।
আপনার মন্তব্যও পছন্দের তালিকায় রইল!!
আপনার জন্য আমার বাগানের লাল গোলাপ --- -----
৪১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:১৪
সায়েল বলেছেন: ভাল লাগলো।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৭
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ভাই সায়েল!!!
৪২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৮
কাবিল বলেছেন: এবারের ছবি ব্লগটা খুবই সুন্দর হয়েছে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক অনেক শুভেচ্ছা ভাই!!!!!
৪৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০২
শেষ বেলা বলেছেন: অনেক দিন পর আপনার ব্লগে। ভাল লাগলো, ফুলের সমারহ, আপনার ব্লগে ঢুললেই বোঝা যায় ফুলের কদর। জীবনের চাকা ঘোরাতে ব্যস্ত সময়ে বিশেষ কিছু দিন ছাড়া ফুল আসলে ওভাবে দেখা হয়ে উঠে না। এত ফুলের মাঝে সত্যি অসম্ভব ভাল লাগছে। মনে হচ্ছে আমি কোন ফুলের বাগানের পাশ দিয়ে হাটছি। এতফুলের সমারহ দেখেই বোঝা যায় আপনার মনটাও ফুলের মতো সুন্দর। ভাল থাকুন নিরন্তর, এই কামনায়।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২০
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক দিন পরে আমার আঙিনায় এলেন, অনেক শুভেচ্ছা!!!!!
আরো শুভেচ্ছা আন্তরিক সুন্দর মন্তব্যের জন্য!!
তাই শুধুই ফুলের ছবি নয়, আমার বাগানের একাংশের ছবি আপনার জন্য ------!!!!!!
৪৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৩
শেষ বেলা বলেছেন: কথা ছিলো একটি ফুলের বাগান পেলে
আমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা,
কথা ছিলো একটি ফুলের বাগান পেলে
আমাদের সব দুঃখ জমা দেবো যৌথ-খামারে।
কথা ছিলো একটি ফুলের বাগান পেলে
জীবনের সব হিসেবে চুকিয়ে, চলে যাব কোন এক স্বপ্নের শহরে।
-------------আপনার অনেক অনেক সুন্দর একটি বাগানের জন্য আমার এই কবিতা। কবিতাটি কবি হেলাল হাফিজের একটি কবিতার অনুকরনে লেখা। ধন্যবাদ, শুভ কামনা।
০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
কামরুন নাহার বীথি বলেছেন: আমার বাগানের ছবি দেখে কেউ এমন কবিতা লিখতে পারে আমি ভাবতেই পারিনি!!!
সত্যিই আমি বিস্ময়ে হতবাক!!!
অনেক অনেক অনেক শুভেচ্ছা ভাই, আমার বাগান আজ সার্থক হলো!!!!
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০০
কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার ছবি ব্লগ।