![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এভারেস্ট জয়ী সজল খালেদের মৃতদেহ নিয়ে আসবে সরকার, সে নিয়েও সমালোচনা। এতো টাকা খরচ করে কেন সরকার এই কাজ করবে? সরকার নিশ্চয় ভোটারদের সহানুভুতি পাবার জন্য এই কাজ করছেন, এইরকম হ্যান ত্যান প্যান বহুত সমালোচনা। আবার যদি মৃতদেহ আনার সিদ্ধান্ত না নিত তাহলে তো এতোক্ষনে ফাটায় ফেলতো সব। সজল খালেদ আমাদের গর্ব, কেন তাঁর মৃতদেহ আনা হবে না? কতটাকা খরচ করে সরকার, আর সজলের মৃতদেহ আনার টাকা নেই....এ জাতীয় ত্যানা প্যাচানো সমালোচনায় ভরে যেতো এতোদিনে।
সরকারে আওয়ামীলীগ-বিএনপি-বামপন্থী যেই থাকুক না কেন, তাকে তো দু'টি পথের একটি বেছে নেয়ার বিকল্প ছিল না। তাহলে কি বুঝে সমালোচনা করেন আপনারা? না'কি সমালোচনার জন্যই শুধু সমালোচনা করেন? যারা সমালোচনা করছেন, তাদেরকে যদি বলা হয়....আপনি ক্ষমতায় থাকলে কি করতেন? নিশ্চয় দু'টির একটি পথ আপনিও বেছে নিতেন। তাহলে কেন হুদায় সমালোচনা করেন?
যাই হোক, সমালোচনা করছেন করুন। তবে এভারেস্ট জয়ী সজল খালেদের মৃতদেহ নিয়ে আসার সরকারী সিদ্ধান্তকে আমি অভিনন্দন জানাই। সেটা মানবিক কারনেই হোক, আর সজল আমাদের গর্ব সে কারনেই হোক। জয় বাংলা।
২| ২৫ শে মে, ২০১৩ দুপুর ২:৫৯
কনক বর্মন বলেছেন: প্রািন্ত, ফেসবুকে লক্ষ্য রাখুন তাহলেই দেখতে পাবেন।
৩| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:০০
একাকী বালক বলেছেন: আপনার সাথে একমত। ভাল লেখছেন। সমালোচনা করতে চাইলে আসলে সব কিছু নিয়েই করা যায়।
৪| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:০২
কনক বর্মন বলেছেন: একাকী বালক, ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।
৫| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:২৮
গোয়েন্দাপ্রধান বলেছেন: criticise krar karon govt er double standard.savare torch light oxygen bottle kinte hlo jngn k.sokar tkn rana k basto.r ekane sthe sthe 44 lac tk khorocg kre uddar ovijan.sobai nagorik.tbe gorib garmnts kormira besi hokdar.
৬| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৪:১৬
একাকী বাংলাদেশি বলেছেন: সরকারের সমালোচনা করলে আপনার এতে গায়ে লাগার কি আছে? একটা সরকার কত পার্সেন্ট ভোট পায়? ধরে নিলাম ৫১%। তাহলেতো সংখ্যাগত ভাবেই ক্লীয়ার যে সরকারের বিরুদ্ধে না হলেও ৪৯% লোক আছে। সো তারা সমালোচনা করতেই পারে। এইটাই স্বাভাবিক নিয়ম। তবে হ্যাঁ আপনি এইটা বলতে পারেন যে গঠনমূলক সমালোচনা যেন হয়
৭| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৫:২২
শফিক১৯৪৮ বলেছেন: সমালোচনা তো অবশ্যই করতে হবে। একজন অখ্যাত লোক নিজের খেয়ে বনের মোষ তাড়ায় সে মরলে কেন তার লাশ ৫০ লাখ টাকা খরচ করে আনতে হবে?? শত শত স্কুল আছে যেখানে বেন্চ নাই, হাসপাতাল আছে বসবার চেয়ার নাই অষুধ নেই!!! কোনটা আগে? এসব হিমালয়ান লোকের নামও তো কোনদিন শুনিনি!
৮| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৬
মাহিরাহি বলেছেন: ভাইজান, ঢাকার রাস্তায় অনেক শিশু আর বৃদ্ধ আছেন, যারা অনাহারে, অযত্নে মৃতপ্রায়, আশাকরি মারা যাবার আগেই সরকার তাদের প্রতি তার দায়িত্ব পালন করবেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৩ দুপুর ২:৫৩
প্রািন্ত বলেছেন: কারা বিষয়টি নিয়ে সমালোচনা করেছে? কোথায় সমালোচনা করছেন? কোন সূত্র আপনি উল্লেখ করেননি। পত্রিকার একটি খবরেরও সূত্র উল্লেখ থাকে? তাহলে কি করে বুঝব আপনার কথা ঠিক। পাড়া-মহল্লার পাতি নেতারা বা চামচারা কে কি বলল, তা অবশ্যই ধর্তব্যের বিষয় নয়। সুতরাং এই পোষ্টের গ্রহণযোগ্যতা নেই।