![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ আরিফিন ইসলাম একটি সুন্দর পৃথিবীর প্রত্যাশা করি। কর্মস্থলঃ thereport24.com (IT support)
"তোমাদের
মধ্যে যারা অবিবাহিত, তাদের
বিবাহ সম্পাদন করে দাও
এবং তোমাদের দাস ও দাসীদের
মধ্যে যারা সৎকর্মপরায়ন,
তাদেরও। তারা যদি নিঃস্ব হয়,
তবে আল্লাহ নিজ
অনুগ্রহে তাদেরকে সচ্ছল
করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়,
সর্বজ্ঞ। (সূরা নুরঃ ৩২)
এই আয়াতের মাধ্যমে সাহাবি গণ
একে অপরকে বিয়ে করতে উৎসাহিত
করতেন।
আবু বকর আস-সিদ্দিক(রাঃ)
বলেছেন-
"আল্লাহ্ বিয়ের ব্যাপারে তোমাদের যে নির্দেশ দিয়েছেন তা মান্য কর।
তাহলে তিনি তোমাদেরকে স্বচ্ছল
করে দেয়ার যে ওয়াদা করেছেন
তা পূর্ণ করবেন। "
তাহলে আল্লাহ্রর বান্দাগণ
কি আপনাদের
বিয়ে করা থেকে আটকে রেখেছে??
আল্লাহ্র ওয়াদা কি আপনাদের জন্য
যথেষ্ট নয়??
তবে কি আপনারা স্বচ্ছল হতে চান
না??
এবং আপনি কি জানেন
না যে রসূল (সাঃ) বলেছেন "তিন
ব্যক্তির আল্লাহর উপর হক
রয়েছে যে তিনি তাদের সাহায্য
করবেন।
১) যে চরিত্র রক্ষার জন্য
বিয়ে করতে চায়
২)যে দাস মুক্ত
হতে চায়(তার মনিবকে পূর্ব
নির্ধারিত চুক্তি অনুযায়ী অর্থ
দিয়ে) এবং
৩)যে আল্লাহ্র রাস্তায়
জিহাদ করে। "
(আত-তিরমিযী ১/৩১১,ইমাম
তিরমিযী এবং শায়খ আল
আলবানী হাদিসটিকে হাসান
ঘোষণা দিয়েছেন)
©somewhere in net ltd.