![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ আরিফিন ইসলাম একটি সুন্দর পৃথিবীর প্রত্যাশা করি। কর্মস্থলঃ thereport24.com (IT support)
“প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করতে হলে অনেক মাধ্যম লাগে যেমন তার পিএস সহ আরো কত কি ঠিক তেমনি আল্লাহর কাছে কিছু চাইতে হলে মাধ্যম লাগবে” - এরকমই বলে থাকে আমাদের সমাজের তথাকথিত কিছু আলেম, ঈমাম সাহেবরা। আর এসব কথা বলেই ধ্বংশ করাচ্ছে সরল সোজা কিছু মানুষের ঈমান। উচ্চ শিক্ষিত কিন্তু কোরআনের জ্ঞান না থাকার কারনে এমন কিছু লোকও তাদের কথা সঠিক মনে করে শিরক করে ফেলছে। “আল্লাহর কাছে কিছু চাইতে হলে মাধ্যম লাগবে” এই কথাটি ESTABLISHED করার জন্য তারা আরেকটি মিথ্যাচার করে, তারা বলে, আদম(আঃ) হযরত মুহাম্মদ (সাঃ/PEACE BE UPON HIM) এর অসিলা দিয়ে দোয়া করে আল্লাহর কাছে মাপ পেয়েছিলেন। এদেরকে বলতে হয় আদম(আঃ)এর সেই বিক্ষাত দোয়াটি(যে দোয়াটি সয়ং আল্লাহই তাকে শিখিয়েছিলেন) পবিত্র কোরআনের সূরা আরাফ এর ২৩ নং আয়াতে স্পষ্ট বর্নিত হয়েছে(যে দোয়াটি আমরা মোনাজাতে বলে থাকি দোয়াটি হচ্ছে- রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহাম্না লানাকুনান্না মিনাল খসিরীন । "তারা উভয়ে বললঃ হে আমাদের পালনকর্তা আমরা নিজেদের প্রতি জুলম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব।" পবিত্র কোরআনের সূরা আরাফ:২৩),
কই দোয়ার মধ্যেতো আমাদের নবী(সাঃ)কে মাধ্যম বা অসিলা বানানো হয় নাই। আসলে এরা মিথ্যাচার করছে। এ ব্যপারে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে PHD করা আলেমরা বলেছেন আল্লাহর কাছে মাধ্যম দিয়ে দোয়া করা শিরক, এটা সরাসরি কোরআন বিরোধী। পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় সরাসরি আল্লাহর কাছে চাওয়ার কথা বলা হয়েছে এমনকি কোনো নবী রাসূলকেও মাধ্যম বানানো যাবে না অন্যথায় শিরকের(ঈমান,আমল ধ্বংশ হয়ে যায়,মাফ হয়না) মত অন্যায় হবে।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৮
আহমেদ জী এস বলেছেন: আরিফিন ইসলাম ,
যথার্থ ।