![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ আরিফিন ইসলাম একটি সুন্দর পৃথিবীর প্রত্যাশা করি। কর্মস্থলঃ thereport24.com (IT support)
জেলখানা থেকে ব্লগারদের হত্যার পরিকল্পনা করা হয়। বর্তমানে কাশিমপুর কারাগারে থাকা আনসারুল্লাহ বাংলা টিমের সংগঠক জসীমউদ্দিন রাহমানি ব্লগারদের হত্যার পরিকল্পনার কথা জানতেন।
তিনি ওই পরিকল্পনার কথা নিজের ছোট ভাই আবুল বাশারের মাধ্যমে সংগঠনের অপর সদস্যদের জানাতেন। র্যাব হেডকোয়ার্টার্সে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এ সব তথ্য জানান।
প্রসঙ্গত, সোমবার রাতে রাজধানীর ধানমণ্ডি ও নীলক্ষেত এলাকা থেকে অভিজিৎ রায় ও অনন্ত বিজয় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখানো হয়।
আনসারুল্লাহ বাংলা টিমের অনলাইন কার্যক্রমের দায়িত্বে থাকা সক্রিয় সদস্য সাদেক আলী মিঠুকে (২৮) নীলক্ষেত এলাকা থেকে র্যাব-৩ আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্লগার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আনসারুল্লাহ বাংলা টিমের অর্থ সরবরাহকারী তৌহিদুর রহমান (৫৮) ও মো. আমিনুল মল্লিককে (৩৫) ধানমণ্ডি এলাকার স্টার কাবাবের পাশের গলি থেকে আটক করা হয়. . .বিস্তারিত
সূত্র-দ্য রিপোর্ট২৪
©somewhere in net ltd.