![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল- কুরআন :
‘হে ঈমানদারগণ, আল্লাহকে সাক্ষী রেখে ন্যায়বিচারের ওপর অটল থাক, যদিও এটা তোমাদের, তোমাদের বাবা-মায়ের এবং আত্মীয়-স্বজনের বিরুদ্ধে যায়; হোক ধনি অথবা গরিব- সবাই আল্লাহর মুখাপেক্ষী। যদি ন্যায়বিচার অস্বীকার করো অথবা ব্যক্তিস্বার্থে ব্যবহার করো, তবে জেনে রাখ আল্লাহ তোমাদের সব কর্মকাণ্ড সম্পর্কে অবগত। (সূরা আল নিসা ৪: ১৩৫)
আল-হাদিস:
বোখারী শরীফের ১০৬০ নং হাদিসটি খুলে দেখুন চাদের ব্যপারে আল্লাহর রাসুল কি বলেছেন।
২| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৯:১৯
কে বা কারা বলেছেন: জামায়াতের পক্ষ থেকে এরকম দাবি জানানো হয়েছে? আমি তো দেখতে পাচ্ছি জামায়াতবিরোধীরাই এই কথা ছড়াচ্ছে এবং উল্টো সেটা নিয়ে মাতামাতি করছে।
০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬
আফজাল বাঙ্গাল বলেছেন: আপনার মন্তব্যকে সম্মান দেই। তাহলে জামায়াত বলুক আমরা এই গুজবের কিছুই জানিনা। তাহলেই তো হয়ে গেল।
৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১০:১২
তাসবীর আহমাদ বলেছেন: সব জা-শি'র মিথ্যাবাদীরা আমার পুটকীর মধ্যেও সাঈদীর চেহারা দেখতে পাইবে।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১০:৩৫
টাইম কম বলেছেন: তাসবীর আহমাদ বলেছেন: সব জা-শি'র মিথ্যাবাদীরা আমার পুটকীর মধ্যেও সাঈদীর চেহারা দেখতে পাইবে।
ভাই কি সাইদি র চেহারা ফটোসপ দিয়া লাগাইবেন.পু-কি তে??
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৮:২৩
কলাবাগান১ বলেছেন: এরকম ধর্মান্ধ লোকজনকে দিয়ে ২০১৩ সালের আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলা কখনই সম্ভব না.......
পৃথিবীতে বসে মানুষ মংগল গ্রহে রোবট চালাচ্ছে, আর আমরা 'খালি' চোখে চাদে মানুষের ছবি দেখছি... আর তা বিশ্বাস করে কাফনের কাপড় পড়ে পুলিশকে আক্রমন, মুক্তিযুদ্ধ কাউন্সেলের অফিসে আগুন........
বাংলাদেশকে বিশ্বের বুকে হাসির পাত্র তৈরী করার জন্য, জামাতিদের অবসান চাই