নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধ্যাত্মিক তীরের আঘাতে- \nকামরূপ পশুকে নিহত করতে পারলেই - \nমূখ প্রাপ্তি পাবে-- \nকাঙ্গাল সুজিৎ

কাঙ্গালসুজিৎ

কম্পিউটার ডিজাইনার

কাঙ্গালসুজিৎ › বিস্তারিত পোস্টঃ

আমার কল্পনায় আখিঁ তোমাকে

২৫ শে জুলাই, ২০১৬ সকাল ১০:১০

আমি কল্পনায় আখিঁ তোমাকে
আমার পাশে রাখি ঐ তোমাকে
সারাখন আমার সাথে তোমারি শুধু চলাচল--
আমি ধন্য আজ।
তোমার আর আমার একই গন্তবস্থল।

তুমি আছ মোর হৃদয়ও গহীনে।
আমার সবটা জুড়ে তোমার অস্থিত.

আমার স্বপ্নে, আমার জাগরনে, শুধু তুমি।
কত দূরে পালাবে বল তুমি ?
তুমি আমার স্বপ্নে মিশে আচ্ছ
আমি তোমাকে পেয়েছে আমার মাঝে
আমি তোমাকে পেয়েছে আমার হৃদয়ে

কতটা অবহেলা চাদর দিবে আমায়
আমি ভালবাসি শুধু তোমায়--
চলে যাবে তবে চলে যাও !
কি নিয়ে চলে যাবে তুমি ?
তা দেখি শুধু তোমার শূণ্য খাঁচা।

আমি চাইনা তোমার এই রূপলাবনে ভরা যৌবনের খাঁচা
যা একদিনে থাকবেনা।
আমি চাই তোমার ঐ মন, যা আছে, যা থাকবে
আগের মতন,,
আমি পেয়েছি তোমার সেই মন
যা আগলে রাখবো আমি সারা জীবন।




মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৩

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর প্রিয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.