![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কম্পিউটার ডিজাইনার
আমি কল্পনায় আখিঁ তোমাকে
আমার পাশে রাখি ঐ তোমাকে
সারাখন আমার সাথে তোমারি শুধু চলাচল--
আমি ধন্য আজ।
তোমার আর আমার একই গন্তবস্থল।
তুমি আছ মোর হৃদয়ও গহীনে।
আমার সবটা জুড়ে তোমার অস্থিত.
আমার স্বপ্নে, আমার জাগরনে, শুধু তুমি।
কত দূরে পালাবে বল তুমি ?
তুমি আমার স্বপ্নে মিশে আচ্ছ
আমি তোমাকে পেয়েছে আমার মাঝে
আমি তোমাকে পেয়েছে আমার হৃদয়ে
কতটা অবহেলা চাদর দিবে আমায়
আমি ভালবাসি শুধু তোমায়--
চলে যাবে তবে চলে যাও !
কি নিয়ে চলে যাবে তুমি ?
তা দেখি শুধু তোমার শূণ্য খাঁচা।
আমি চাইনা তোমার এই রূপলাবনে ভরা যৌবনের খাঁচা
যা একদিনে থাকবেনা।
আমি চাই তোমার ঐ মন, যা আছে, যা থাকবে
আগের মতন,,
আমি পেয়েছি তোমার সেই মন
যা আগলে রাখবো আমি সারা জীবন।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৩
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর প্রিয়।