![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থ্রী মাস্কেটিয়ার্সের সেই কুটিল রমণী মিলেডির কথা নিশ্চয়ই মনে আছে?
ধর্মপ্রাণ পিউরিটান যুবক ফেলটনকে ধর্মরক্ষার দোহাই দিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করার সেই ধূর্ততা ভোলার মত নয় ।
মিলেডি তার মাধুর্যবাণীতে ফেলটনকে বশ করে তাকে বুঝায় যে ডিউক পিউরিটান বিদ্বেষী ।
তার মিষ্টি কথায় ভুলে পিউরিটানদের রক্ষা করার আশায় ডিউককে হত্যা করে ফেলটন । কিন্তু শীঘ্রই বুঝতে পারে মিলেডির বাণীতে কেবলই
মিথ্য আর ছলনার মিশেল ছিল । ভুল বুঝে সে মহান ডিউকের প্রাণ নিয়ে নেয় ।
নিজের পায়ে কুড়াল মারে ফেলটন । সেই সাথে সমগ্র জাতির পায়ে ।
মাঝে মাঝে আমাদের বাঙালিদের মধ্যেও এই ফেলটনেরই প্রতিচ্ছবি দেখতে পাই । আমরা আমাদের ধর্মটাকে খুব বেশি ভালোবাসি ।
এই ধর্মের দোহাই দিয়ে আমাদের দিয়ে কত কিছুই না করানো হয় ।
যুগে যুগে এই অনুভূতির ব্যবহার করে ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছে ।
হয়ত ভিন্ন জাতিতে ।
ভিন্ন প্রেক্ষাপটে ।
আমরা কখনোই বুঝতে পারি না ।
এমনকি যখন নিজের পায়ে কুড়ালটা পড়ে হয়ত তখনো না ।
জাতির পায়ে কুড়ালটা হয়ত বাঙালি জাতি নিজেই মারছে ।
ধর্ম ।
ব্যবসা ।
ক্ষমতা ।
মাঝখানে আমরা ।
সাধারণ ।
খুব সাধারণ ।
আপামর জনতা ।
বুঝতে পারি না কখনো ।
২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৩
উর্ণনাভ বলেছেন: সহমত
২| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৩
সেলিম আনোয়ার বলেছেন: ২য় ভালোলাগা
২২ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮
উর্ণনাভ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫২
ইলুসন বলেছেন: ধর্মকে যারা ব্যাবসা আর রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যাবহার করছে তাদের জানাই ধিক্কার।