নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বর্ণপর্ণী

উর্ণনাভ

কলসিতে জল নাই , যমুনা কত দূর

উর্ণনাভ › বিস্তারিত পোস্টঃ

একটু ভাবার সময় হবে ?

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪২

নাস্তিক । শব্দটার সাথে প্রথম পরিচয় চতুর্থ শ্রেণীতে পড়ার সময় এক কথায় প্রকাশে , বাংলা ব্যাকরণ বইয়ে । তখন এই শব্দটার পাশে আরেকটা এক কথায় প্রকাশ শিখেছিলাম।
আস্তিক ।
সময়ের পরিক্রমায় আজ এই দুইটি শব্দই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের গুরুত্বপূর্ণ বস্তু হয়ে দাঁড়িয়েছে ।
বাংলাদেশে নাস্তিকদের একটা অংশ ধর্মের অবমাননা করে ব্লগে লেখালেখি করে ।
সেই সংখ্যাটা কত হবে?
১০০ ? ২০০ ? ৩০০ ? ৪০০? ৫০০ ?
নাকি এর চেয়েও বেশি ।
সংখ্যাটা নিশ্চিতভাবেই আরো কম হবে । একটা ব্লগে হয়ত কোন একজন অপপ্রচারকারী ধর্মের অবমাননা করে লিখেছে । তাই বলে ব্লগ বন্ধ করে দেওয়ার যৌক্তিকতাটা কোথায়?
এটা কি স্বাধীন মতামত প্রকাশের উপর হস্তক্ষেপ না?
অবাক লাগে আজ দেশে নাস্তিকদের বিরুদ্ধে লংমার্চ হয় । বাঁধা দিলে আবার গৃহযুদ্ধের হুমকিও দেওয়া হচ্ছে । সেটাও আবার ঠিক তখনই যখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তারুণ্য জেগে উঠেছে ।

" ধর্ম গেল,ধর্ম গেল " বলে যারা রব তুলেছে তাঁদের দেখে সন্দেহ হয় । আসলে এই সময়ে কেন এই আন্দোলন ? :|:|
আচ্ছা রামুর বৌদ্ধ পল্লীতে যখন হামলা হয় তখন কোথায় ছিল ধর্মের অবমাননা ? X(
কোথায় ছিল লংমার্চ ! ছিন্ন দুএকটা প্রতিবাদ সমাবেশেই আটকে ছিল তখন ধর্মের সেই অবমাননার প্রতিবাদ ।
অনেকেই দেখেছি বলেছে যে সেই হামলা করা নাকি ঠিকই ছিল !!!
প্রতিদিনই আজ মন্দিরে ভাঙচুর হচ্ছে , সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন দেয়া হচ্ছে ।
কই ?
রাজপথে তো এই তাঁদের ধর্মের অবমাননার প্রতিবাদ হয় না !
নাকি তারা সংখ্যালঘু বলে তাঁদের "হেফাজতে সংখ্যালঘু" করার অধিকার নাই !:|
তাঁদের আর্তনাদ আমরা কেন শুনতে পাই না?
তাঁদের আর্তনাদের কম্পাঙ্ক কি আমাদের শ্রাব্যতা সীমার উপর বা নিচে অবস্থান করছে?
হয়তবা ।
আজব দেশ ।
"হয়ত বলবেন তারা অন্য ধর্মের । তারা তো মুসলিম না । ওরা কাফের । ওদের যারা পুড়িয়ে দিয়েছে তারা তথাকথিত ইসলামের সৈনিক । " :|
আচ্ছা ওদের পাপ কি ওদের জন্মে ?
ঐ হিন্দু ছেলেটা তো একটা মুসলিম পরিবারেও জন্ম নিতে পারত ।

ইসলাম অর্থ শান্তি । ইসলাম কি এই শিক্ষা দেয় !

জেনে রাখবেন , "মুসলমান মুসলমান যেমন ভাই ভাই" তেমনি বাঙ্গালিও একে অপরের ভাই ।
হাজার বছর ধরে বাংলায় সব ধর্মের মানুষ সম্প্রীতিতে বাস করছে ।তবে কেন আজ এই হানাহানি !
কোথায় মুক্তিযুদ্ধের সেই স্লোগান ," বাংলার হিন্দু , বাংলার বৌদ্ধ , বাংলার খ্রিস্টান , বাংলার মুসলমান - আমরা সবাই বাঙ্গালি ।" !
ধর্ম মানুষকে ভালবাসতে শেখায় । পুড়িয়ে মারতে না ।
হ্যা , ধর্ম রক্ষাও আমাদের কর্তব্যের মাঝে পড়ে ।
তবু ভুলে যাওয়ার কথা নয় , হযরত মুহম্মদ (সঃ) বলে গেছেন অন্য ধর্মের উপর কোন হস্তক্ষেপ না করতে ।
তিনি আমাদের মহানুভবতার আর ক্ষমাশীলতার শিক্ষা দিয়ে গেছেন । রাস্তায় কাঁটা দেওয়া বুড়ির সেই কাহিনীটা ভুলে গেছেন?
এই আমরা কি শিখেছি?
কেন আমরা আজ নিজেদের বাঙালি ভাইবোনদের মারছি?
আমরা কি আর একবার বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হতে পারি না ?
নিজেদের মধ্যে এই হানাহানি করে বাংলাদেশকে ইরাক কিংবা আফগানিস্তানের মত যুদ্ধবিদ্ধস্ত রাষ্ট্রেই রূপান্তর করতে পারব । এভাবে চলতে থাকলে
এর চেয়ে বেশি কী আর আশা করা যেতে পারে !
এক দিকে আমাদের এক বোন সেভেন সামিট জয় করছে আরেকদিকে আমরাই আমাদের এক ভাইয়ের কব্জি উড়িয়ে দিচ্ছি ।
অবাক লাগে ।
সিঙ্গাপুর ৫০ বছর আগেও আমাদের চেয়ে কত পিছিয়ে ছিল । আজ ওরা যতটা এগিয়েছে আমরা ঠিক ততটাই পিছিয়েছি ।
কবে আমরা এক হয়ে দেশের জন্য কাজ করা শুরু করব? এই জীবনে কি সেইদিন দেখে যেতে পারব?
আমরা আসলে কেউই দেশের জন্য কিছু করতে চাই না । নিজের উন্নতিই আমাদের একমাত্র কাম্য ।
চলুননা , আমাদের দেশটাকে সবাই মিলে এগিয়ে নিয়ে যাই । আরেকবার ।

বাংলা মায়ের যে আমাদের খুব দরকার ।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৮

আত্মকেন্দ্রিক বলেছেন: এরা মুসলিম নামের কলংক। X(

০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০০

উর্ণনাভ বলেছেন: :( :( X( X((

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০১

অপরিপক্ক বলেছেন: আসলেই, ব্লগে নাস্তিকতা প্রচার করায় পুরা ব্লগটা বন্ধ করে দেওয়াটা ঠিক না। যারা ধর্মকে আঘাত করে অশ্লীল ভাসায় গালি দেয়, তাদেরকেই শুধু শাস্তি দেওয়া উচিত। আর তাই আমি চার ধর্মকে গালি দেওয়া ব্লগারদের গ্রেপ্তার করায় সরকারের উপর খুশি হয়েছি। আগের তিন জনকে আমি চিনি না। তবে আসিফ মহিউদ্দিনের লেখা পরেছি।। উনার লেখা পড়লে উনাকে কোনো শিক্ষিত ফামিলির ছেলে বলে মনে হয় না। একটা সময়ে নাস্তিকতা আমাকেও গ্রাস করেছিল। তাই বলে আমি এইভাবে ধর্মকে গালি দিতাম না। আস্তিক দেখলেই "ছাগু" বলে তাকে কষ্ট দিতাম না।
আর আমিও রামুর ঘতনার বিচার চাই।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২০

বাপ্পী হায়াত বলেছেন: লাভ নাই ভাই - ত্যানা প্যাঁচালি চলবেই :(

দিনদিন প্রিয় দেশ আর দেশের মানুষদের প্রতি আশা হারিয়ে ফেলছি

০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২

উর্ণনাভ বলেছেন: ভাই আশাটাইতো আবার জাগিয়ে তুলতে হবে । হতাশ হলে হতাশাই বাড়বে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.