নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বর্ণপর্ণী

উর্ণনাভ

কলসিতে জল নাই , যমুনা কত দূর

উর্ণনাভ › বিস্তারিত পোস্টঃ

ভদ্রলোকের খেলা

২৪ শে মে, ২০১৩ রাত ৮:৩৪

ছোটবেলা থেকে শুনে আসছি ভদ্রলোকের খেলা নাকি ক্রিকেট । তবে ভদ্রলোকেদের এই খেলাটা নিয়ে অভদ্র জুয়াখেলা চলে আসছে যুগ যুগ ধরে । শুরুটা অনেক আগে হলেও সেটা ছিল মাঠের বাইরে । কিন্তু জুয়ার সুবাস ব্যাপন প্রক্রিয়ায় যখন মাঠের বাউন্ডারিতে প্রবেশ করল ঠিক তখন থেকেই বারবার কলঙ্কিত হয়েছে এই খেলা । এর সর্বশেষ সংস্করণ আইপিএল । ক্রিকেটারদের

নিলামে তুলে বিক্রি করাকে আদিম দাস প্রথার সাথে তুলনা করেছে ভারতীয় চরমপন্থি কিছু দল । আসলেই কি নয় ? টাকার এই ফাঁদে জাতীয় দলের হয়ে খেলা ছেড়ে দেওয়া ক্রিকেটারের সংখ্যাটা বেশ বড়সড় হয়েছে গত সাত বছরে । এত কিছুতেও হয়ত থামা যেত । কিন্তু যখন ম্যাচ গড়াপেটায় উপরি পাওনার আশায় অন্ধকারে পা রাখল ক্রিকেটাররা তখন এই ভদ্রলোকের খেলা অতি ভদ্রলোকের খেলায়ই পরিণত হচ্ছে । স্পট ফিক্সিংয়ে বেরিয়ে আসছে একে একে রথি-মহারথীদের নাম । এদের নাম যে আলোয় আসবে তাঁর নিশ্চয়তা কই । বোয়াল মাছ পানিতেই থাকল । তবু তো কিছু মাছ ধরা পড়ল । আমাদের বিপিএলে বিদেশী বেশ কিছু ক্রিকেটারের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায় স্পট ফিক্সিংয়ের । কি করছিল তখন আমাদের পুলিশ ? কেন গ্রেফতার হল না হাতের নাগালে থাকা জুয়াড়ীরা !! ? !!

এ লজ্জা কোথাও রাখা যায় না ।

কোন সময়টায় এই আইপিএল হয় ভেবেছেন ? যখন আমাদের দেশে এস,এস,সি এবং এইচ,এস,সির মতো পাবলিক পরীক্ষাগুলো চলে । তবে কেন বাংলাদেশে এর সম্প্রচার বন্ধ হবে না ??? এই পাতানো খেলাগুলো কি শেখাচ্ছে ??

প্রথম শ্রেণীর ক্রিকেট থাকবে , থাকবে ক্লাব ক্রিকেট । কিন্তু ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট কম ব্যবসা বেশি এই টুর্নামেন্টগুলো

মূল্যবোধ নামক জিনিসটা কোথায় নিয়ে নামিয়েছে ?

খবরে প্রকাশ বাংলাদেশের এক ক্রিকেটার নাকি আইপিএলের স্পট ফিক্সিংয়ে জড়িত ! বুকের কোথায় যেন লাগে শুনলে ।

ভদ্রলোকের এই খেলাকে মৃত্যুর পথটাই দেখাতে পারবে কেবল আইপিএলধর্মী টুর্নামেন্টগুলো । বন্ধ হোক জুয়ার এই বিশাল ক্ষেত্র ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৩ রাত ৮:৫৭

আমি বিভীষণ বলেছেন: ভারতে ক্রিকেট এখন একটি অ্যাডাল্ট গেম শো।

২৪ শে মে, ২০১৩ রাত ৯:১০

উর্ণনাভ বলেছেন: হুম । চিয়ার লিডার দিয়ে ক্রিকেটের আকর্ষণ কেন বাড়াতে হবে !! ক্রিকেটের সেই উন্মাদনা কি হারিয়ে গেছে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.