নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বর্ণপর্ণী

উর্ণনাভ

কলসিতে জল নাই , যমুনা কত দূর

উর্ণনাভ › বিস্তারিত পোস্টঃ

নটরডেমে কেন নয়

০৭ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৫

শিক্ষা বোর্ডের নির্দেশে গত বছর থেকে ভর্তি পরীক্ষা না নিয়ে এস,এস,সির রেজাল্টের ভিত্তিতে দেশের সবগুলো কলেজ একাদশ শ্রেণীর ভর্তি নিচ্ছে । যদিও শতভাগ সমর্থন করছি না এই ব্যবস্থাকে , তবু এর ভালো কিছু দিক অবশ্যই আছে ।

এস,এম,এস এর মাধ্যমে ভর্তির আবেদন করতে হচ্ছে শিক্ষার্থীদের । এতে করে দূর-দুরান্তের শিক্ষার্থীদের ঢাকার সেরা কলেজগুলোতে আবেদন করাটা অনেক সহজ হয়ে গেছে এবং নিশ্চিতভাবেই লাইনে দাঁড়িয়ে ফর্ম কেনার মত ভোগান্তিগুলো বিলুপ্ত হয়েছে ।



কিন্তু নটরডেম কলেজ গত বছরের মত এবারো নিজেদের মতো করে পুরাতন নিয়মে ফর্ম বিক্রি করে ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তি নিচ্ছে ।

তাঁরা হাইকোর্টের একটি রিটের মাধ্যমে তাঁরা এই সুযোগ নিচ্ছে ।



মেনে না নেওয়ার কোন কারণ নেই বর্তমান বাংলাদেশে নটরডেমের উপর কোন কলেজ নেই । কিন্তু তাই বলে তাঁরা বারবার বোর্ডের নির্দেশ

উপেক্ষা করবে এটা তো মেনে নেওয়া যেতে পারে না । তাহলে অন্য কলেজগুলো কেন নিজেদের ইচ্ছে মত ভর্তি পরীক্ষা নেবে না ?

বেছে বেছে ছাত্র কেন নটরডেমই নেবে ? ঢাকা কলেজ কেন নয় ? সিটি কলেজ কেন নয় ? কেন নয় হলিক্রস ,ভিকারুন্নিসা ? কেন রেসিডেন্সিয়াল নয় ?

অন্য কোন কলেজ কেন না ?

হয় সবাই এস,এস,সির রেজাল্টের ভিত্তিতে ভর্তি নেবে নতুবা কেউ না ।

নটরডেম একা কেন ?





আপডেটঃ

গতকালেরই নিউজ । এইমাত্র দেখলাম বাংলানিউজ.কমে ।



উচ্চ মাধ্যমিকে ভর্তি পরীক্ষা ছাড়াই জিপিএ’র ভিত্তিতে ভর্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।



হাইকোর্টের সংশ্লিষ্ট বৃহস্পতিবার রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. ইউনূস আলী আকন্দ।



রিট আবেদনে জিপিএ’র ভিত্তিতে ভর্তি করতে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমালা এবং ঢাকা শিক্ষাবোর্ডের নোটিশকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।



একই সঙ্গে ওই নীতিমালা ও নোটিশের কার্যক্রমে স্থগিতাদেশ চাওয়া হয়।



রিটে শিক্ষা সচিব, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, ঢাকা শিক্ষাবোর্ডের মহাপরিদর্শক ও শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।



প্রসঙ্গত, গত ১৪ মে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সচিবালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় গত কয়েক বছরের মতো এবারো মাধ্যমিকের ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।



তবে নটরডেম কলেজ কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষা নিয়ে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করতে হাইকোর্টে একটি আবেদন করেন। হাইকোর্ট জিপিএ’র ভিত্তিতে ভর্তির নীতিমালা নটরডেম কলেজের ক্ষেত্রে ৬ মাসের জন্য স্থগিত করেন।



ড. ইউনূস আলী বলেন, জিপিএ’র ভিত্তিতে ভর্তির জন্য নীতিমালা রয়েছে। কিন্তু উচ্চ আদালতের আদেশ নিয়ে নটরডেম কলেজ ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদেরকে ভর্তি করছে। এতে উচ্চ মাধ্যমিক ভর্তিতে দুই ধরণের নিয়ম অনুসৃত হচ্ছে, যা বৈষম্যমূ
লক।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৩ সকাল ১০:০৯

প্রিতম মুজতাহিদ বলেছেন: আসলেই । সব কলেজের জন্যই হয় ভর্তি পরীক্ষা থাকা উচিৎ না হলে কোনটাতেই নয় ।

২| ০৭ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৮

অজানা এক আমি বলেছেন: দেশ ব্যাপী পরীক্ষায় যেভাবে নকল হচ্ছে আর খাতার অতিমূল্যায়ন হচ্ছে তাতে জিপিএ'র মানদন্ড প্রশ্নসাপেক্ষ ... নটরডেম ভর্তি পরীক্ষার মাধ্যমে যোগ্যদেরই সুযোগ দেয় ... এটা পুরোপুরি ঠিক আছে ...

০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৬

উর্ণনাভ বলেছেন: ঠিক থাকলে অন্য কলেজগুলোর ক্ষেত্রে কেন ঠিক থাকবে না ? বারবার হাইকোর্টের রিট নিয়ে নটরডেমই কেন শুধু যোগ্যদের নেবে ? ?

৩| ০৭ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৯

নাওেয়দ বলেছেন: ভাই, আপনি নটরডেমিয়ান হলে কিছু বলার নেই।
একজন নটরডেমিয়ান হিসেবে ৩ বছর আগে সায়েন্স ফেস্টিভ্যালের মান দেখে খুবই হতাশ হয়েছিলাম। বিশ্বাস করেন, এই বছরেরটা দেখে আবার মন ভরে গেল।

এখন যা বুঝার বুঝে নিন।

৪| ০৭ ই জুন, ২০১৩ সকাল ১০:৫২

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: এ কলেজটি দেশের সাথে বেয়াদবি করছে।

৫| ০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:১১

অদীত বলেছেন: নিজেদের বেশি পণ্ডিত ভাবে নটরডেম। আমাদের সময়ে এই জিপিএ র ভিত্তিতে ভর্তি শুরু হয়। শুধু নটরডেমের জন্যই আমার অনেক পেইন পোহাতে হয়েছে। হাইকোর্টে রিট করে ব্যর্থ হয়, তারপর আবার জিপিএ র ভিত্তিতে ভর্তি শুরু করে।

৬| ০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:১৭

দুরের পাখি বলেছেন: যেকোন এক্স নটরডেমিয়ান এটা সাপোর্ট করবে । জিপিএ সিস্টেমের বিশ্বাসযোগ্যতা সরকারগুলো প্রতিযোগিতামূলকভাবে পানিতে ধুয়ে পাতলা করে ফেলছে । ভালো ছাত্র বাছাই করার অন্য উপায় না থাকলে করবে কি !

দেশের আইনের বিপরীতে হইলে অবশ্য এত কথা নাই ।

০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৫২

উর্ণনাভ বলেছেন: অন্য কলেজগুলো কি দোষ করল ?

৭| ০৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৮

আল ইফরান বলেছেন: খুব ভালো কইরা মনে রাখেন, নটরডেম এইসব রেজাল্টের ফুটা-পয়সারও দাম দেয় না।
তাই যদি হইতো তাইলে আমি এ+ না পাওয়ার অপরাধে এই এক জীবনে এনডিসিতে পড়ার সুযোগ পাইতাম না।
আমার সাথের বন্ধু এ+ পাওয়া স্বত্বেও নটরডেমে চান্স পায় নাই।
কারন একটাই, আর তা হইলো এডমিশান টেস্ট।
থ্যাংকস টু আল্লাহ এন্ড নটরডেম অথরিটি ফর গিভিং মি দ্য চান্স টু বি ইন দেয়ার।
এই একটা গ্রাউন্ডেই নটরডেমের সাথে আর অন্য কলেজগুলোর তফাত মোটা দাগে বুঝিয়ে দেয়।

আর একটা কথা, অন্য কলেজগুলোকে হাইকোর্টে রিট না করতে কি কেউ হাত-পা বাইন্ধা রাখছে ? X(( X(( X((

০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:১০

উর্ণনাভ বলেছেন: সবাই তো আর শিক্ষা বোর্ডের সিদ্ধান্তের অসম্মান করে না ! মোটা দাগে অন্য কলেজের সাথে পড়ালেখার মানের মাঝে বিশাল একটা পার্থক্য গড়ে দেওয়ার যোগ্যতা বিশ বছর আগে থেকেই আছে নটরডেমের । আমি ভর্তি পরীক্ষার বিরোধিতা করছি না । আর ভাই কবে এ-প্লাস না পাইয়া কত সালে ভর্তি হইছিলেন সেইটা বাদ দেন । এখন গোল্ডেন না পাইলে বিজ্ঞানে পরীক্ষা দিতেই বসা যায় না । খোঁজ নিয়া দেখেন । এতই যদি এস,এস,সি র রেজাল্টের উপর সন্দেহ তবে সবাইকে পরীক্ষা দেওয়ার সুযোগ কেন দেওয়া হয় না ? ? কত ভালো ছাত্রই তো গোল্ডেন পায় না ।নটরডেম ওদের পরীক্ষা নেবে? ভাই দিন বদলাইছে । হয় সবাই পরীক্ষা নেবে , নয়ত কেউ না । কেউ নেবে , কেউ নেবে না , তা হবে না , তা হবে না ।

৮| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৯

আবু নাসের মোহম্মদ রেজা বলেছেন: বর্তমানে পরীক্ষার খাতা অতি মূল্যা্য়ন করার নির্দেশ বোর্ডগুলো দিয়ে রেখেছে মূল্যায়নকারী শিক্ষকদের উপর ... এটা করে পাশের হার, জিপিএ ৫, গোল্ডেন জিপিএ এগুলো হয়তো বাড়ছে ... কিন্তু প্রকৃত মেধাবীরা হারিয়ে যাচ্ছে অথবা প্রকৃত মেধাবী কে সেটা মূল্যায়ন করা সম্ভব হচ্ছে না ... এ্ই অবস্থায় সব কলেজেরই উচিত প্রতিযোগীতা মূলক পরীক্ষার ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করানো ... নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখলে বুঝতে পারবেন শুধু মাত্র বেসিক ভালো এমন শিক্ষার্থীরাই সেগুলো খুব সহজে উত্তর লিখতে পারে...

কেন অন্য কলেজগুলো রিট করছে না সেটা আমি জানি না ... কিন্তু মেধার প্রশ্নে আপস করতে না চাইলে সবারই উচিত নটরডেমের মতো রিট করা .... আমার মনে হয় অন্য কলেজগুলো পারছে না কারন তাদের গর্ভনিং বোর্ডের চেয়ারম্যান তাদের এলাকার সাংসদরা ...

০৭ ই জুন, ২০১৩ দুপুর ১:০৬

উর্ণনাভ বলেছেন: সেটাই তো প্রশ্ন । কেন সবাই না ? শুধু নটরডেমেই কেন ?

৯| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৫

আবু নাসের মোহম্মদ রেজা বলেছেন: সবসময়ই সবজায়গায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করতে পারার জন্য নূন্যতম একটা কোয়ালিফিকেশন ধরা হয় ... এবং সেটা ধরা হয় পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ... নটরডেম কলেজে ভর্তির নূন্যতম যোগ্যতা এবার ধরা হয়েছে জিপিএ ৫ ... অবশ্যই উচ্চতর গনিত থাকতে হবে (সায়েন্সের জন্য) ... ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য শুধু গোল্ডেন পাওয়াদের সুযোগ দেয়া হয়েছে তা না ....

০৭ ই জুন, ২০১৩ দুপুর ১:০৪

উর্ণনাভ বলেছেন: আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন । আসলে তা-ই ।

১০| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৬

আল ইফরান বলেছেন: গোল্ডেন এ+ চাওয়া হয় নাই।
এডমিশান সার্কুলার ভালো কইরা পড়ে দেখেন X( X( X(

০৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৩

উর্ণনাভ বলেছেন: কারা পরীক্ষার জন্য সিলেক্ট হইছে খোঁজ নেন ভাই

১১| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: @আল ইরফান- গোল্ডেন ছাড়া মুসলিম ছাত্রদের বাদ দেয়া হয়েছে। তবে সংখ্যালঘুদের ডেকেছে পরীক্ষার জন্য। গোল্ডেন না বলায় বহু ছাত্র দরখাস্ত করেছে। এটা পষ্ট করে বললে লোকজন অহেতুক টাকা ও সময় নষ্ট করত না।

১২| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৬

আল ইফরান বলেছেন: @এ.টি.এম.মোস্তফা কামাল, এই তথ্য কোথায় পাইছেন ? ? ?

আর সংখ্যালঘু বলতে কাদের বুঝিয়েছেন ? ? ?
নটরডেমের প্রতি বিদ্বেষ আছে ভালো কথা, কিন্তু সেই জন্য এই ধরনের সাম্প্রদায়িক উস্কানীমুলক কথা-বার্তা বলা নিশ্চয়ই সুস্থতার লক্ষন না।

১৩| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১০:৩০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: @আল ইরফান-নটরডেম কলেজের সুনামের কারণে আমার ছেলেকে ভর্তির জন্য নটরডেমে আবেদন করেছিলাম। সে জিপিএ-৫(রসায়নে এ পাওয়ায় গোল্ডেন নয়) পেয়েছে। তার স্কুল ও কোচিংয়ের অনেক বন্ধুও আবেদন করেছে। তাদের ফলাফল দেখেই ওপরের মন্তব্য করেছি। নটরডেমের প্রতি বিদ্বেষ যে ছিলো না তার প্রমান ছেলেকে ভর্তি করাবার চেষ্টা। সেটা তৈরী হলো তাদের এ বৈরিতার জন্য। পরীক্ষায় ফেল করলে তাদের আর দোষ দিতে পারতাম না। পরীক্ষায় ডাকেইনি। বুয়েটও সবাইকে পরীক্ষায় বসতে দেয় না। সেটা বুয়েটের ভর্তির বিজ্ঞাপনে বলা থাকে। সেটা নিয়ে তাই ভুল বোঝাবুঝি হয় না। আর সংখ্যা লঘু বলতে কাকে বোঝায় সেটা পরিষ্কার। কে সাম্প্রদায়িক সেটা নিশ্চয়ই বুঝেছেন। নটরডেমেরে হোস্টেলে যে মুসলমানদের কোন ঠাঁই নেই সেটা সে কলেজের ছাত্র হিসাবে জানে নিশ্চয়ই।

১৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:২৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সব কলেজেই এক নিয়ম করা উচিত......... একটা করে কেন বাদ যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.