![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবজ্ঞার পেরেকে জর্জরিত হইয়া আমি আজগা আমার কথা কমু--করুণ নিপীড়নের একটা মায়াঘেরা মহাকাব্য ।রূপবান এই আমার ভর হইল মানবজাতির স্কেলে ৪৪। কয়খান গ্যাস আছে আর আমার মত জ্ঞানী,গুণী,বিজ্ঞ,আত্নত্যাগী,মহৎ,সৈনিক,প্রেমিক,সাধু,মহামহান ?
মাগার মানুষ নামধারী জটিল জৈব যৌগের ঘৃপার বস্তু ছাড়া আর কী হইলাম এই আমি সহজ সরল কার্বন ডাই অক্সাইড ???? ছোড ছোড বাচ্চাগুলা বই পড়া শেখার পর থাইকাই শিখখা যায় আমাকে অবহেলায় ছুইড়া ফালাইতে ।
অক্সিজেন গ্রহণ কর , আমারে ত্যাগ কর ।আরে- আমি আছি বইলাই যে অক্সিজেন তাগোরে জ্বালাইয়া দিতে পারে না হেই কথা স্বীকারই করব না !!! তেনাদের বিজ্ঞান বইগুলান অক্সিজেনের গুণকীর্তনে মগ্ন । যেই অক্সিজেন আগুন জ্বালায় তাঁরই উপরে তাগোর কত্ত আবেগ। আর আগুন নেভাই আমি-অথচ আমিই নাকি গ্লোবাল ওয়ারমিং এর ধারক ও বাহক । আমি যেন বানের জলে ভাইসা আইছি ! !অথচ আমারে ব্যবহার কইরাই কইলাম গাছগুলো শর্করা বানায় ।সালোকেসংশ্লেষণে আমি নিজেরে বিসর্জন দেই মানুষগুলার খাবার ব্যবস্থা করার লাইগা ।
কষ্টের কথা কি কমু আর । বিল্ডিঙয়ে আগুন লাগলে পরে আমারে সিলিন্ডারে ভইরাই তো দৌড়াদৌড়ি শুরু হয় । আর তারপর ? আমারে ভরা সিলিন্ডারের একটা ছবি পেপারেও আহে না ! নিজেরে আর রাখতে ইচ্ছা হয় না ।গ্যাস সমাজে ইজ্জত বইলা কিছু থাকল না । অথচ এই সেই পুড়াইয়া তারাই আমারে তইরি করতাছে । আবার শেষে আমারেই গাইল পারে । আরে ঢেমড়ার দল - ক দেহি বায়ুর মাঝে ২১ ভাগ থাইক্কা অক্সিজেন তোগর লাইগা কি করছে আর আমি মাত্তর .০৩৬ ভাগ থাইক্কা কি করছি । কইতে তো পারবি না । খায়নের সময় ঠিকই ডাইল-ভাত খাস । কার ত্যাগে পাইছস না জানলে উইকিপিডিয়াত গিয়া সার্চ দে ।আমারে ঢুকাইয়া পাউরুটি ফুলাস,আমারে বোতলে ভইরা কোল্ড ড্রিংকের ঝাঁজ বাড়াস । আমারে বরফ বানাইয়া তোরা নাম দেস ড্রাই আইস। আবার ঐডাত্থে ধোঁয়া বাইর কইরা স্টেজে নাইচ গানও করস ।শেষ বেলায় কস আমি তোগর শত্রু !!
আমারে গাইল পাড়নের লাইগা তোরা পরিবেশবাদী সংগঠন বানাস , লাখ কোটি টেহা খরচ কইরা বিশ্ব সমাবেশ করছ - অথচ নাক দিয়া যে মিনিটে মিনিটে আমারে ছাড়স হেইডা মনেই থাহে না ??? আমি নাকি মেরুর বরফ গলাই দিমু ?? হায়রে বেহায়ার দল - যেই পাতে ভাত খাস হেই পাতে *গস কিবা কইরা?
আমি নিজেরে বলি দিবার লাইগা রেডি থাহি চব্বিশ ঘণ্টা । কই দিমু বলি? তোরাই তো গাছগুলানরেই রাখলি না । আমার উপকারের কথা ভুইলা গিয়া অন্য স্বার্থপর গ্যাস লইয়া থাকতে পারবি একদিন ? নিজেরেই জিগা । উত্তর পাবি ।
এই দিন দিন না । আরো দিন আছে । তোগর সম্মান আমার লাগব না । চিন্না ফালাইছি তোগরে । অক্সিজেন তোগরে একদিন পুড়াইয়া শেষ কইরা দিব । মিথেন আগুনে ইন্ধন জোগাইব । নিষ্ক্রিয় গ্যাসেরা হা কইরা তাকাইয়া থাকব । সেইদিন চান্দু বুঝবা তোমরা কার্বন ডাইঅক্সাইড কী চিজ । । ।
২| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! বেশ ভেবেছেনতো!
কার্বনের আত্মকথা!
যে শিখার সে শিখবে। যে বোঝার সে বুঝবে!
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০৯
কথাকাহন বলেছেন: ভালো লেগেছে কার্বনের কথা এত সহজ আর সরস ভাবে প্রকাশের জন্য।