![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মানরা এলাকায় চলন্ত বাসে ধর্ষণের শিকার হয়েছেন তরুণী (১৮)।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এই ধর্ষণের ঘটনাটি ঘটে। এঘটনায় পুলিশ চালক দীপু মিয়া (২৪) ও হেলপার আবুল কাশেমকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, মানিকগঞ্জে এসে বাসটি নষ্ট হয়েছে বলে জানান চালক দীপু মিয়া (২৫)। এরপর বাসের সব যাত্রী বাস থেকে নেমে যায়। যাওয়ার সময় হেলপার আবুল কাশেমের কাছে টাকা ফেরত চানওই তরুণী। টাকা না দিয়ে তাকে অপেক্ষা করতে বলেন হেলপার কাশেম। যাত্রীরা চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরবাসটি সচল হয়েছে বলে মেয়েটিকে গাড়িতে উঠে বসতে বলেন চালক-হেলপার।
তরুণীকে নিয়ে বাসটি রওনা হয়পাটুরিয়ার উদ্দেশে। এরই মধ্যে পালাক্রমে চালক-হেলপার মেয়েটিকে ধর্ষণ করে।
এলাকাবাসী মেয়েটিকে উদ্ধারকরে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছেএই কুত্তাদের ফাঁসি চাই ।
সুত্রঃবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১
ইন্সিত বলেছেন: ঐ কুত্তদের মেশিনর অগ্রভাগ কেটে নেওয়া উচিৎ।
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২
নেকড়ে বলেছেন:
বিনাবিচারে ফাসি চাই
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
মাহমুদডবি বলেছেন: হাসিনার ফাসি চাই কয়েকটা জঘন্য ঘটনা ঘটার পরও এই মহিলা এই বিষয়ে কঠিন কোনো পদক্ষেপ নেয় নাই।
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১
শরিফ নজমুল বলেছেন: ভারতের অনুকরন!!!
বলার কোন ভাষা খুজে পাচ্ছি না...
ভাল মানুষ দের হয় পথে নামতে হবে না হয় পশুদের জন্য এই দেশ ছেড়ে দিয়ে জংগলে চলে যেতে হবে।
আমার চাওয়াঃ
সরকারের দ্বায়িত্বশীল তথা মন্ত্রী, পুলিশ অফিসার, স্থানীয় এম্পি...এরা এরকম প্রতিটা ঘটনায় সরি বলবেন, এটা বন্ধ করতে পারেন নি এটাকে ব্যর্থতা বলে স্বীকার করবেন।
আর এদের দ্রুত বিচার করে রায় বাস্তবায়ন করতে হবে।
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২
শূন্য পথিক বলেছেন: কি শুরু হয়ছে এই গুলা!
৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬
রাফি বিন তোফা বলেছেন: দুঃখজনক
৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
ইয়াংিক বলেছেন: অনেক কিছুতেই ভারতের অনুকরণ করি, এইটাও না হয় করলাম! ওদের মেশিন পুরাটাই কেটে নেয়ার জোর দাবি জানাচ্ছি।
৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
মনে নাই বলেছেন: কোন আদালত নয়, প্রকাশ্য মাঠে ফাসি চাই।
১০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
বাউন্ডুলে তিতাস বলেছেন: কি বালের দেশে বাস করছি? কি বালের আইন এখানে? ওইসব জারজ সন্তান গুলার ডান্ডা কেটে লবন ও মরিচের গুড়া লাগিয়ে থান্ডা করে দিলেই তো সমস্যা মিটে যায়। একবার একটা কাটলে আর কোন শুয়োরের বাচ্চার সাহস হবেনা ধর্ষন করতে।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১
হুলো_বেড়াল বলেছেন: হোয়াট দ্যা .....