নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ বাঁচে মানুষের জন্য

আমি মুক্ত, আমি স্বাধীন। মুক্ত চিন্তা আমার ধর্ম।

আমি কানিজ

আমি কানিজ › বিস্তারিত পোস্টঃ

এবার দিনাজপুরে গরু ধর্ষন।:|:|:| মানব সমাজের চরম বিপর্যয় !!

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪২

গরুকে ধর্ষণ করার অপরাধে এক কিশোরের বিরুদ্ধে শালিস করার কারণে দিনাজপুরের এক ইউপি মেম্বারের নামে মামলা দায়ের করা হয়েছে।



স্থানীয় এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, গত ৫ জুলাই শুক্রবার সকাল ৮টার সময় সদর উপজেলার উলিপুর দক্ষিণপাড়া গ্রামের মোঃ সোলেমানের আলীর পুত্র জাবেদ আলীর গরু পার্শ্বের খোলা মাঠে ঘাস খাওয়ানোর জন্য বেধে রাখলে একই এলাকার আলতাব হোসেনের কিশোর পুত্র মশিউর রহমান (১৫) গরুটির সামনে যায়। গরুটিকে ধর্ষন করতে থাকে।



আশপাশে ধান ক্ষেতে কাজ করা স্থানীয় মহিলারা এটি দেখতে পেয়ে মশিউরকে ধাওয়া করলে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গরুর মালিক জাবেদ আলী স্থানীয় মেম্বার সারোয়ার জামানকে বিচার দেয়। মেম্বার সারোয়ার স্থানীয় মুরুব্বীদের নিয়ে বিচারে বসে। গত ইউপি নির্বাচনে সারোয়ার মেম্বারের সাথে পরাজিত নিকটতম প্রতিদন্দ্বি উলিপুর মাঝাপাড়া গ্রামের মৃত হামিদুর রহমানের পুত্র আবুল কালাম আজাদ (৩৫) ও শামসুর রহমানের পুত্র সফিকুল আলম গরু ধর্ষনকারী মশিউরের পক্ষ নেয়।



মেম্বার সারোয়ার ও স্থানীয় লোকজনেরা শালিসে ধর্ষনকরীকে গরুটি তার মালিকের কাছ থেকে ক্রয় করতে হবে সিদ্ধান্ত দিলে পরাজিত মেম্বারপ্রাথী আবুল কালাম আজাদের উস্কানিতে গরু ধর্ষণকারী ও তার আত্মীয়-স্বজন স্থানীয় গণ্যমান্যদের বিচার মেনে না নিয়ে চলে আসে। পরে গরু মালিক গরু ধর্ষণকারীর বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ করে।



এদিকে স্থানীয় মেম্বার সারোয়ার জামান গরু ধর্ষণের শালিস করায় তার বিরুদ্ধে মারধর করার একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। এতে স্বাক্ষী হন স্থানীয় নির্বাচনে হেরে যাওয়া মেম্বারপ্রার্থী আবুল কালাম আজাদ।



এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে.।।



সুত্রঃ newsagency24.com



এ নিয়ে বিভিন্ন সুধী সমাজের মতামত জানতে চাইলে তারা বিভিন্ন ধরনের মত প্রকাশ করেন, ফরহাদ আহমদ বলেন "কি দেখলাম !? গরুরাও আজকাল নিরাপদ নয় !" সানোয়ার হোসাইন বলেন " এইডাও দেখার বাকি ছিল" ।। এ আই নাহিদের কাছে জানতে চাইলে উনি বলেন, "কেয়ামতের লক্ষন"।। লায়না বলেন "আমি হাসুম না কাঁন্দুম বুঝবার পারতাসি না" ।। সোহেল বলেন "আর কত স্পিকার হমু রে......".।। এ ছাড়াও বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়েছেন। বাংলাদেশে এইরকম ঘটনা ঘটতে পারে এটাও অনেকে বিশ্বাস করতে চায় নি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৮

হুলামামা২৭৫ বলেছেন: সোহেল বলেন "আর কত স্পিকার হমু রে......".

পুরাই " স্পিকার ও ডেপুটি স্পিকার " দোনোটাই হইলাম .......

২| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৯

সাদা রং- বলেছেন: এটা কোন খবর হলো।

৩| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৬

চাঁন মিঞা সরদার বলেছেন: =p~ =p~ =p~ =p~

৪| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.