![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চুদুরবুদুর কুতুরকুতুর
মোজাম্মেল সুমন
বইছে বায়ু নির্বাচনের,
নেতার
জেতার
কৌশল বীর ভাষণের!
ছড়াচ্ছে ওয়াদার ফুল,
সবিনয়
অভিনয়
সবই মন্ত্রী হওয়ার মূল!
চাকরি দিবে জনেজনে,
ক্ষমতায়
মমতায়
স্বার্থ লুকানো মনেমনে!
নেতা কিম্বা হুজুরের
কভু টুপি
বহুরূপী
নিগূঢ় স্বার্থ, সুদূরের!
নির্লজ্জে চাচ্ছে ভোট,
চুদুরবুদুর
কুতুরকুতুর
লোক দেখানো জোট!
স্বদেশপ্রীতি যাঁর আছে,
শেখেগুণে
দেখেশুনে
ভোট দিবো তাঁর কাছে।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২০
সমালোচক মন্তব্যকারী বলেছেন: নির্বাচনের কোন পরিবেশই নেই। প্রকৃত বিরোধী পক্ষ হল ঐক্যফ্রন্ট। তাদেরকে কোথাও দাঁড়াতে দিচ্ছে না। এটা কোনরূপ নির্বাচন হতে পারে না। ফলে ভোটডাকাতির নির্বাচন হবে বলেই মনে হচ্ছে। সেখানে সব হিসাবনিকাশই অর্থহীন। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে কোন সভ্য সমাজ বিনির্মাণ করা সম্ভব নয়। এতে বিকল্প শক্তির উত্থানই ঘটবে।
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫
খায়রুল আহসান বলেছেন: বেশ তো! তবে শুধু ছড়ায় কাজ হবে না, ভোট দিতে যান, সবাইকে সাথে নিয়ে।
অনিচ্ছুকদেরকেও উৎসাহিত করুন।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২১
সমালোচক মন্তব্যকারী বলেছেন: নির্বাচনের কোন পরিবেশই নেই। প্রকৃত বিরোধী পক্ষ হল ঐক্যফ্রন্ট। তাদেরকে কোথাও দাঁড়াতে দিচ্ছে না। এটা কোনরূপ নির্বাচন হতে পারে না। ফলে ভোটডাকাতির নির্বাচন হবে বলেই মনে হচ্ছে। সেখানে সব হিসাবনিকাশই অর্থহীন। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে কোন সভ্য সমাজ বিনির্মাণ করা সম্ভব নয়। এতে বিকল্প শক্তির উত্থানই ঘটবে।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৩
রাজীব নুর বলেছেন: বাহ!!!
২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২২
সমালোচক মন্তব্যকারী বলেছেন: মাছের রাজা ইলিশ
দেশের রাজা পুলিশ
রাজা পুলিশ যাদের
ক্ষমতা তাদের।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৩
রাজীব নুর বলেছেন: বাহ!!!
২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২২
সমালোচক মন্তব্যকারী বলেছেন: মাছের রাজা ইলিশ
দেশের রাজা পুলিশ
রাজা পুলিশ যাদের
ক্ষমতা তাদের।
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৬
সেলিম আনোয়ার বলেছেন: স্বপরিবারে ভোট দিন....আমার মনে রাখবেন
কুকুর হয়ে কামড়ে দাও
কামড়ের দোষ তার ঘাড়ে চাপাও
দংশনে যে জর্জড়িত
দংশনের পরেও বেঁচে আছে তারা
সে কেমন বাঁচা
ভিক্ষা দিওনা কুকুর সামালাও।।
২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩১
সমালোচক মন্তব্যকারী বলেছেন: ঢাকার মানুষ বেশিরভাগ সময়েই বিএনপিকে ভোট দিয়েছিল। যদি সুষ্টু নির্বাচন হয় তাহলে ঢাকাতে ১০০ তে ৭০ ভাগ ভোট বিএনপি পাবে।
৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৮
নজসু বলেছেন:
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪১
সমালোচক মন্তব্যকারী বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চুদুরবুদুর কুতুরকুতুর ভোটের ছড়া
................................................................
ও দিয়ে ক্জ হবে না,
ভোটের মাঠে আসুন